মোবাইল কেনাকাটা
চাইনিজ ব্র্যন্ড অপ্পো খুব অল্প সময়ে বিশ্ববাজারে স্মার্টফোনগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। প্রকাশিত হওয়ার মাত্র কয়েক বছরের মধ্যেই চিনের শীর্ষ ৫টি ব্র্যান্ডের তালিকায় অপ্পো অবস্থান দেখা যায়। এছাড়াও অপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন গুলিতে রয়েছে অনেক রকমের নতুন বৈশিষ্ট্য। বাংলাদেশে অপ্পো মোবাইল ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
অপ্পো মোবাইলের দাম কত?
বাংলাদেশে অপ্পো মোবাইলের দাম ৫,৫০০ টাকা থেকে শুরু যেটিতে ৩জিবি র্যাম সহ ইন্টারনাল ও এক্সটার্নাল মেমোরির সুবিধা আছেে। এছাড়াও ১০ থেকে ১৫ হাজার টাকার ভিতর অপ্পোর নতুন মডেলগুলো যাওয়া যাবে যেগুলোতে আছে লেটেস্ট সিরিজের এন্ড্রোইড ও শক্তিশালী প্রসেসর আর সাথে উন্নতমানের স্ক্রিন থাকছেই। সব অপ্পো মোবাইলের দামের তালিকা এবং আপনার বাজেট মিলিয়ে কিনে নিতে পারেন আপনার কাঙ্খিত ফোনটি।
কেন অপ্পো মোবাইল ভালো?
অপ্পো বাংলাদেশে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে শীর্ষে অবস্থাকারী একটি ব্র্যান্ড। অল্প দামে অধিক বিশেষত্বগুলো স্থান করে নিয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে। অপ্পো মোবাইল গুলোর কিছু বিশেষত্ব নিচে তুলে ধরা হলোঃ
১। বাংলাদেশে অপ্পো ব্র্যান্ডের প্রতিটি স্মার্টফোন বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে তার ক্যামেরার মান দিয়ে। অপ্পো মোবাইলগুলো ক্যামেরা ফোন নামেও অধিক পরিচিত। অপ্পো তার ক্যামেরাকে বিশেষ করতে এতে যুক্ত করেছে এইচডিআর, এআই, প্যানারোমা, স্লো মোশন ভিডিও ইফেক্টসহ আরও অনেক কিছু।
২। অপ্পো ব্র্যান্ডের সব ধরনের মোবাইলগুলোর ডিজাইন খুব আধুনিক। আর অপ্পো মোবাইল গুলো খুব স্টাইলিশ এবং পাতলা হয়ে থাকে। তাই এর আকর্ষণীয় ডিজাইন গ্রাহকদের বেশি আকর্ষণ করে। অপ্পো স্মার্ট মোবাইলগুলো ব্যবহারকারীকে আরও স্মার্ট করতে সাহায্য করে।
৩। অপ্পো মোবাইল তার প্রসেসরের জন্য বেশ জনপ্রিয়। বাংলাদেশে অপ্পো সবসময় কম দামে ভালো মানের প্রসেসর নিয়ে বাজারে সুনাম অর্জন করছে।
৪। অপ্পো মোবাইল গুলোর ব্যাটারি সাধারণত অন্যান্য মোবাইল গুলো থেকে একটু বেশি ব্যাকআপ দিয়ে থাকে। অপ্পো মোবাইল গুলো অনেক আগে থেকেই নন রিমুভাল বা ফিক্সড ব্যাটারি ব্যবহার করে আসছে যা তুলনা মূলক রিমুভাল ব্যাটারি থেকে বেশি শক্তিশালী। এছাড়াও অপ্পো স্মার্টফোন গুলির জন্য যে চার্জার ব্যবহার করা হয়ে থেকে সেটি অনেক শক্তিশালী। এই চার্জার গুলো খুব দ্রুত মোবাইলকে চার্জ করে এবং এর দির্ঘস্থায়ী হতে ব্যাটারীকে শক্তি প্রদান করে।
৫। নিরাপত্তার দিক থেকে অপ্পো স্মার্টফোন অনেক আগে থেকেই সচেতন। অপ্পো মোবাইল অনেক আগে থেকেই পাসওয়ার্ড বা পিন ছাড়াও গ্রাহকের তথ্য, ছবি, ভিডিও বা দরকারি কোনো কিছু যাতে অন্য কেউ খুঁজে না পায় তাই অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করে আসছে। নিরাপত্তার জন্য আরও রয়েছে এআই প্রযুক্তির সেফ আনলক বৈশিষ্ট্য। তাই অধিক নিরাপত্তা নিশ্চিত করতে অপ্পো ব্র্যান্ডের যেকোনো মোবাইল ব্যবহার করা যেতে পারে।
৬। অনেক সময় হাত থেকে ফোন নিচে পরে ভেঙে যায় অথবা ডিসপ্লে বা টাচ মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়। এমন সময় গোরিলা গ্লাস টাচ ডিসপ্লেকে আরও অধিক সুরক্ষা দিতে সাহায্য করে। তাই অপ্পো মোবাইল অধিক সুরক্ষা নিশ্চিত করতে তার ডিসপ্লেতে গোরিলা গ্লাস ব্যবহার করে আসছে।
৭। নতুন মডেলের অপ্পো মোবাইলে পানি নিরোধক প্রজুক্তি রয়েছে। বাংলাদেশে বেশি বৃষ্টি হয় বিধায় অপ্পো মোবাইল নিরাপদে সব আবহাওয়ায় ব্যবহার করা যায়।
৮। যাদের বাজেট কম তারা অপ্পো মোবাইলের আগের মডেলগুলি দেখতে পারেন এতে কম তাকে হাই-কোয়ালিটির হার্ডওয়্যার পাবেন।