মোবাইল কেনাকাটা
মাইক্রোসফট মোবাইল ২০১০ সালের অক্টবরের দিকে সর্বপ্রথম বিশ্ব বাজারে বহিঃপ্রকাশ করেএবং ২০১১ সালের প্রথম দিকে এশিয়াতে মুক্তি পায়। মাইক্রোসফট মোবাইলটি মূলত প্রোপ্রিয়েটারি স্মার্টফোন অপারেটিং সিস্টেমের একটি সিরিজ। এই ফোনে অ্যান্ড্রোয়েড ভার্শনের পরিবর্তে মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহার করা হয়েছে ফলে সে অনুযায়ী এ ফোনের নাম করন করা হয় মাইক্রোসফ্ট।
মাইক্রোসফট মোবাইল গুলো বাজারে আসার কিছু দিনের মধ্যে মটামুটি বাজার দখল করে নেয়। উইন্ডোজ ফোন খুব অল্প সময়ের মধ্যে এর উন্নয়ন করে। এই ধরণের ফোনগুলোর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল পিসি বা কম্পিউটারের উইন্ডজের মধ্যে যে সকল সফ্যটওয়ার ব্যবহার করা হয় সেগুলো উইন্ডোজ ফোনেও ব্যবহার করা যায়।
পরবর্তী সময়ে মাইক্রোসফট উইন্ডোজ ফোনের সাথে যুক্ত হয় আরো একটি বিশ্ব বিখ্যাত পরিচিত ব্র্যান্ড নকিয়া মোবাইল। নকিয়ার প্রথম উইন্ডোজ ভিত্তিক ফোন হলো লুমিয়া ৮০০ এবং লুমিয়া ৭১০। পরবর্তি সময়ে অ্যান্ড্রোয়েড ও আইওএস আসার পর পর্যন্ত এভাবে চলতে থাকে মাইক্রোসফটের উইন্ডোজ ভিত্তিক ফোন।
মাইক্রোসফ্ট সাধারণত ১০,০০০ টাকা থেকে শুরু করে মোবাইল প্রকাশ করেছিল যা বাংলাদেশে খুব কম দাম ছিল।