মাইক্রোফোন কেনাকাটা
মাইক্রোফোনের ব্যবহার কী?
মাইক্রোফোন একটি অতি প্রয়োজনীয় ইলেক্ট্রনিক যন্ত্র যা শব্দ শক্তিকে তড়িৎশক্তিতে রপান্তর করে। যারা লাইভ গান গেয়ে থাকেন কিংবা নিজের ভয়েস ওভার করেন অথবা স্টৃডিওতে গান রেকর্ড বা বিভিন্ন প্রকার সাউন্ড রেকর্ড করে থাকেন তাদের কাছে এটি অতি প্রয়োজনীয় একটি ডিভাইস। আজকাল অনেকে ইউটিউবে নিজের ক্রিয়েটিভিটি প্রদর্শনের জন্য ভিডিও দিয়ে থাকেন আর ভিডিওতে সাউন্ড অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই এখনকার প্রায় প্রতিটি ইউটিউবারের কাছেও মাইক্রোফোন খুব পরিচিত।
আমার কোন ধরণের মাইক্রোফোন দরকার?
কনডেন্সার মাইক্রোফোনঃ এই ধরনের মাইক্রোফোনগুলো মূলত ইনডোরে বা রের্কডিং স্টুডিওতে ব্যবহারের জন্য উপযোগী। এগুলো খুব সেনসেটিভ সাউন্ড ক্যাচ করে থাকে খুব অল্প নয়েজও এটি একদম ক্লিয়ারলি পিক করতে পারে তাই এদের সাউন্ড কোয়ালিটি সবচেয়ে ভালো হয়ে থাকে। তবে সমস্যা হলো মূল সাউন্ডের পাশাপাশি যদি আশেপাশে থেকে বারতি কোন সাউন্ড আসে (যেমন গাড়ির হন, পশুপাখির ডাক) তাহলে কিন্তু এটি সেগুলো সহ মূল সাউন্ডের সাথে ক্যাপচার করে ফেলে তাই একদম সাউন্ডপ্রুফ রুম ছাড়া এটি ব্যবহার করা প্রায় অসম্ভব।
ডায়নামিক মাইক্রোফোন: এই ধরনের মাইক্রোফোনগুলো আউটডোর বা লাইভ অনুষ্ঠানে ব্যবহারের উপযোগী। কারণ এগুলো বারতি নয়েজ একদমি ক্যাচ করতে পারে না। শুধু মাত্র মাইক্রোফোনের খুব কাছে থেকে যে সাউন্ড করা হয় সেগুলোই ক্যাচ করতে পারে তাই এগুলো বাহিরে অনেক নয়েজযুক্ত স্থানে ব্যবহার করা হয়। তবে এই ধরনের মাইক্রোফোনের ওভারল সাউন্ড কোয়ালিটি কন্ডেনশার মাইক্রোফোন থেকে কিছুটা কম।
এছাড়াও বিশেষ কিছু মাইক্রোফোন রয়েছে যেমন নাটক, শর্ট ভিডিও তৈরি করার জন্য বুম মাইক্রোফোন, ইন্টারভিডিও ও টিউটোরিয়াল তৈরির জন্য ক্লিপ মাইক্রোফোন, ইউটিউবে ব্লগ করার জান্য শটগান মাইক্রোফোন।
মাইক্রোফোনের রয়েছে বিভিন্ন ডিরেকশনাল মুড। যেমন:-
কার্ডীয় মুডঃ এই ডিরেকশনের মাইক্রোফোনগুলো শুধু মাত্র মাইক্রোফোনের সামনের দিকে থেকে সাউন্ড ক্যাচ করে থাকে এবং বাকি যে তিনটা দিক রয়েছে পিছনে, ডানে ও বামে থেকে কোন প্রকার সাউন্ড ক্যাচ করে না।
বাই-ডিরেকশনাল মুডঃ এই ডিরেকশনের মাইক্রোফোনগুলো মূলত সামনের ও পিছনের দিক থেকে সাউন্ড ক্যাচ করতে পারে মাইক্রোফোনের ডানে ও বামে থেকে কোন সাউন্ড নিতে পারে না।
ওমনি-ডিরেকশনাল মুডঃ এই ডিরেকশনের মাইক্রোফোনগুলো তার আশে পাশে চারদিক থেকেই সমান সাউন্ড ক্যাচ করতে পারে।
বাংলাদেশে মাইক্রোফোন দাম কত?
বর্তমানে, বিডিতে মাইক্রোফোনের দাম ৪০০ টাকা থেকে শুরু যা ব্র্যান্ড, সাইজ, টেকনোলজি, ও বিল্ট কোয়ালিটির ভিত্তিতে নির্ধারিত হয়। তাছাড়া, অতি সাধারন মাইক্রোফোন গুলো বাংলাদেশে ৪০০ টাকা থেকে ১,৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। এবং, ভিডিও ক্যামেরার সাথে ব্যবহার করার জন্য ৫,০০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে ভালো মানের মাইক্রোফোন পাওয়া যায়। তবে, কোয়ালিটির ভিত্তিতে কনডেন্সার মাইক্রোফোন গুলোর দাম কিছুটা বেশি হয়।