ওএলটি Optical Media Converter কেনাকাটা
ওএলটি বা অপটিক্যাল লাইন টার্মিনাল হচ্ছে ফাইবার অপটিক সংযোগে ব্যবহৃত একটি ডিভাইস। বাসা, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ফাইবার টু দ্য হোম নেটওয়ার্কের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করার জন্য ওএলটি ডিভাইস ব্যবহার করা হয়। ডিভাইসটি মূলত তামা কিংবা সমক্ষক তারের মাধ্যমে অপটিক্যাল সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করে গ্রাহকদের মাঝে ডাটা আদান প্রদান করে থাকে। পাশাপাশি ট্রাফিক পরিচালনাও করে থাকে ফলে প্রতিটি গ্রাহক সর্বোচ্চ স্তরের সেবা পেয়ে থাকে। বিডিতে গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং বিটিসিএল এর মত প্রতিষ্ঠান ফাইবার টু দ্য হোম নেটওয়ার্কে ওএলটি প্রযুক্তি ব্যবহার করে থাকে। শহরাঞ্চলে উচ্চ-গতির ইন্টারনেট সংযোগের ক্রমবর্ধমান চাহিদার কারণে বাংলাদেশে ওএলটি ডিভাইসের ব্যবহার ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বাংলাদেশে কয় ধরণের ওএলটি পাওয়া যায়?
প্রত্যেকটি ওএলটি ডিভাইস নেটওয়ার্কে ব্যবহারের প্রয়োজনীয়তা এবং বাজেটের উপর নির্ভর করে নিজস্ব বৈশিষ্ট্য এবং সক্ষমতা প্রদান করে থাকে। বিডিতে ব্যবহৃত উল্লেখযোগ্য ওএলটি ডিভাইস সম্পর্কে ধারণা নেওয়া যাকঃ
জি-পিওএন ওএলটিঃ এটি বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত ওএলটি ডিভাইস। জি-পিওএন ওএলটি ডিভাইসের ডাউনস্ট্রিম গতি ২.৫ জিবিপিএস এবং আপস্ট্রিম গতি ১.২৫ জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে।
ই-পিওএন ওএলটিঃ এই ধরনের ডিভাইস ফাইবার টু দ্যা নেটওয়ার্কে জিপিওএন পরবর্তীতে ব্যবহৃত হয়। ইপিওএন ওএলটি ডিভাইসের ডাউনস্ট্রিম গতি ১ জিবিপিএস এবং আপস্ট্রিম গতি ১ জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে।
এক্সজি-পিওএন ওএলটিঃ এই ধরণের ওএলটি ডিভাইস উচ্চ গতির ফাইবার টু দ্য নেটওয়ার্কে ব্যবহৃত হয় যার ডাউনস্ট্রিম গতি ১০ জিবিপিএস এবং আপস্ট্রিম গতি ২.৫ জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে।
এনজি-পিওএন২ ওএলটিঃ যেসব নেটওয়ার্কে ডাউনস্ট্রিম গতি ৪০ জিবিপিএস এবং আপস্ট্রিম গতি ১০ জিবিপিএসের মত গতির প্রয়োজন হয় সেসব নেটওয়ার্কে এনজি-পিওএন২ ওএলটি ডিভাইস ব্যবহার করা হয়।
ডব্লিউডিএম-পিওএন ওএলটিঃ একাধিক তরঙ্গদৈর্ঘ্যে ব্যবহার করে নেটওয়ার্কে উচ্চগতির ব্যান্ডউইথ আদান প্রদান করার জন্য ডব্লিউডিএম-পিওএন ওএলটি ডিভাইস ব্যবহার করা হয়।
ওএলটি ব্যবহারে কি কি সুবিধা রয়েছে?
- বাসা কিংবা অফিসে উচ্চ গতির ব্যান্ডউইথ প্রদান করার পাশাপাশি ওএলটি ব্যবহারে ডাউনলোড এবং আপলোড স্পীড বেশি পাওয়া যাবে
- টিডিএম এবং ডব্লিউডিএম টেকনোলোজি ওএলটি ডিভাইসে ব্যবহারের ফলে ব্যান্ডউইথের কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে একই ফাইবার অপটিক ক্যাবল দিয়ে একাধিক ব্যবহারকারীকে ব্যান্ডউইথ ব্যবহারের অনুমতি প্রদান করবে।
- বড় ধরনের প্রতিষ্ঠানে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদানের জন্য সাশ্রয়ী সমাধান হচ্ছে ওএলটি ডিভাইস। একই ফাইবার অপটিক ক্যাবলে ব্যবহারে গ্রাহক প্রতি খরচ কমাতে সহায়তা করবে।
- নেটওয়ার্ক বিস্তৃত করার ফলে বেশি ব্যবহারকারীর মধ্যে নিরবিচ্ছিন সংযোগ এবং উচ্চগতির ব্যান্ডউইথের প্রয়োজনীয়তা মেটাতে ওএলটি ডিভাইস সহায়ক হবে।
- ওএলটি ডিভাইস উন্নত প্রযুক্তি এবং বেশি ব্যান্ডউইথের অ্যাপ্লিকেশন সাপোর্ট করার জন্য ডিজাইন করা হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ককে সহজেই আপগ্রেড করা যাবে।
- দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ, কম লেটেন্সি এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার হার কম ইত্যাদি উন্নত ধরণের সেবা পাওয়া যাবে ওএলটি ব্যবহারে।
ওএলটির দাম কত?
বর্তমানে, বাসা, অফিস, এবং ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করতে ওএলটি ব্যবহার করা হয়। বাংলাদেশে ওএলটি এর দাম ব্যান্ডউইথ স্পীড, পোর্ট সংখ্যা এবং নেটওয়ার্কে ব্যবহারের ধরনের ভিত্তিতে ২,৫০০ টাকা থেকে শুরু হয়। তাছাড়া, উচ্চ গতি সম্পন্ন ব্যান্ডউইথ, বেশি পোর্ট সংখ্যা নেটওয়ার্কে ব্যবহৃত ওএলটি এর দাম ৩০,০০০ টাকা থেকে শুরু হয়। তবে, নেটওয়ার্কে একাধিক তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে উচ্চগতির ব্যান্ডউইথ আদানপ্রদান সক্ষমতা সম্পন্ন ডব্লিউডিএম-পিওএন ওএলটির দাম তুলনামূলক ব্যায় বহুল।
ওএলটি কেনার আগে কি কি দেখতে হবে?
গ্রাহকদের নির্ভরযোগ্য এবং উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ প্রদান করার জন্য ওএলটি ডিভাইস কেনার আগে নিম্নোক্ত বিষয় গুলো অবশ্যই জেনে নেওয়া উচিত।
১। সামঞ্জস্যতাঃ নেটওয়ার্ক অবকাঠামো তৈরির আগে ওএলটি ডিভাইস অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল এবং অন্যান্য নেটওয়ার্ক সরঞ্জামের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা তা যাচাই করে নেওয়া উচিত।
২। ক্ষমতাঃ পোর্টের সংখ্যা, ব্যবহারকারীর সংখ্যা, এবং নেটওয়ার্কের ব্যান্ডউইথের গতি আদান প্রদানের করার সক্ষমতা বিবেচনায় নিয়ে ওএলটি ডিভাইস কেনা উচিত।
৩। কর্মক্ষমতাঃ ওএলটি ডিভাইসটি নির্ভরযোগ্য এবং সামঞ্জস্যপূর্ণ কর্মক্ষমতা প্রদান করার পাশাপাশি কম লেটেন্সি এবং উচ্চ থ্রুপুট সক্ষমতা পাওয়া যাবে কিনা তা জেনে নেওয়া।
৪। মনিটরিংঃ দূরবর্তী ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ ক্ষমতা সংযুক্ত রয়েছে কিনা ওএলটি ডিভাইসটিতে তা যাচাই করে নেওয়া উচিত।
৫। নিরাপত্তাঃ অনুমতিহীন অ্যাক্সেস এবং বাহ্যিক আক্রমণ থেকে রক্ষা করার জন্য ওএলটি ডিভাইসে নিজস্ব নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে কিনা তা জেনে নেওয়া উচিত।