টেবিল ল্যাম্প Light কেনাকাটা
টেবিল ল্যাম্প বিদ্যুৎ বিভ্রাট কালীন সময় পড়ালেখা ও কাজের স্বাভাবিক গতি বজায় রাখতে ঘরের নির্দিষ্ট জায়গা আলোকিত করে। বিশেষ করে টেবিলের সাথে ব্যবহার উপযুক্ত করে তৈরি করা হয় বলে এই লাইটগুলো টেবিল লাইট হিসেবে পরিচিত। বর্তমানে টেবিলের জায়গা আলোকিত করার পাশাপাশি টেবিলকে সজ্জিত করার জন্য বিভিন্ন ডিজাইনের টেবিল ল্যাম্প বাংলাদেশে পাওয়া যায়। তারমধ্যে অন্যতম হলো শেডসহ টেবিল ল্যাম্প ও ঝাড়বাতি ডিজাইনের টেবিল ল্যাম্প, এছাড়া বিভিন্ন আকৃতির টেবিল ল্যাম্প রয়েছে।
বাংলাদেশে কয় ধরনের টেবিল ল্যাম্প পাওয়া যায়?
বাংলাদেশে বিভিন্ন সাইজের ও ডিজাইনের টেবিল ল্যাম্প পাওয়া যায়। যারমধ্যে, বেশিরভাগ টেবিল ল্যাম্প ঘরের নির্দিষ্ট জায়গা আলোকিত করার জন্য ব্যবহার করা হয়। এছাড়া, এমন কিছু টেবিল ল্যাম্প রয়েছে যা টেবিলকে সজ্জিত করার জন্য ব্যবহার করা হয়। টেবিল ল্যাম্পের ব্যবহারের ভিত্তিতে কয়েক ধরনের টেবিল ল্যাম্প সম্পর্কে বিস্তারিত বর্ণনা।
স্টাডি টেবিল ল্যাম্পঃ স্টাডি টেবিল ল্যাম্প যা শুধুমাত্র টেবিলের নির্দিষ্ট জায়গা আলোকিত করে। ফলে, বিদ্যুত বিভ্রাট কালীন সময় সহজেই পড়ালেখাসহ অন্যান্য কাজ নির্বিঘ্নে করা যায়। অন্যদিকে, অনেকসময় ছাত্রদের শেয়ারিং রুমে একাধিক ছাত্র থাকায় একজনের জন্য লাইট জ্বালিয়ে রাখলে সকলের ঘুমের বিঘ্ন ঘটে তাই, স্টাডি টেবিল লাইট ব্যবহারের মাধ্যমে হোস্টেল রুম বা মেস রুমের নির্দিষ্ট জায়গা আলোকিত করে পড়া চালানো যায়। এতে, অন্যান্য ছাত্রদের ঘুমের বিঘ্ন ঘটে না। বর্তমানে, বিভিন্ন সাইজের ও ডিজাইনের স্টাডি টেবিল ল্যাম্প বিডিতে পাওয়া যায়।
শোপিস টেবিল ল্যাম্পঃ টেবিলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য শোপিস টেবিল ল্যাম্প ব্যবহার করা হয়। এছাড়া, শেড সহ বিভিন্ন ডিজাইনের টেবিল ল্যাম্প পাওয়া যায় যা বেডের সাইড টেবিলে ব্যবহারের জন্য উপযুক্ত। এমনকি বিভিন্ন অনুষ্ঠান কালীন সময় ঘড়ের কর্নার সজ্জিত করার জন্য বিভিন্ন ধরনের শোপিস টেবিল ল্যাম্প ব্যবহার করা হয়।
এছাড়া, ছোট আকৃতির ইউএসবি এলইডি লাইট পাওয়া যায় যা ল্যাপটপ বা কম্পিউটারের ইউএসবি কানেকশনের মাধ্যমে আলো ছড়াতে পারে।
টেবিল লাইট কেনার আগে কি কি দেখতে হবে?
টেবিল লাইট কেনার আগে কতিপয় কিছু বিষয় কতিপয় কিছু বিষয় দেখতে হবে।
- টেবিল লাইটগুলো রিচার্জেবল ও ননরিচার্জেবল উভয় হয়ে থাকে। ফলে, প্রয়োজন অনুসারে লাইট নির্বাচন করতে হবে
- রিচার্জেবল টেবিল লাইট ব্যাকআপ টাইম কত তা দেখে, টেবিল ল্যাম্প নির্বাচন করতে হবে
- প্রয়োজন অনুসারে পর্যাপ্ত আলো বিকিরণ করতে পারবে কিনা তা যাচাই করে টেবিল লাইট সংগ্রহ করতে হবে
- বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন হলে বহনযোগ্য টেবিল লাইট সংগ্রহ করতে হবে
বাংলাদেশে টেবিল ল্যাম্পের দাম কত?
বিডিতে টেবিল ল্যাম্পের দাম ১৫০ টাকা থেকে শুরু যা সর্বোচ্চ ১ থেকে ২ ঘন্টা ব্যাকআপ প্রদান করে এবং তা নিম্নমানের হয়ে থাকে। অন্যদিকে উন্নত মানের টেবিল লাইটের দাম ৬৫০ টাকা থেকে শুরু হয় যাতে টাচ সুইচ, ৩ স্তরের ডিমিং মোড, এবং সাথে চার্জিং ক্যাবল থাকে যা ৫ ঘন্টা ব্যাকআপ প্রদান করে। তাছাড়া, ২৪ ঘন্টা ব্যাকআপ প্রদান করে এমন টেবিল লাইট পাওয়া যায় যার দাম কিছুটা বেশি হয়ে থাকে।