লিফট কেনাকাটা
উচু দালানগুলোতে উঠানামার জন্য লিফট থাকে যা এলিভেটর নামেও বাংলাদেশে পরিচিত। এটি নগরজীবনকে অনেকটা সহজ করেছে কারণ যাদের বাসা ৫-৬ তালার উপরে তাদের সবসময় সিড়িতে উঠানামা করতে কষ্ট হয়। শুধু যে বাসা বাড়িতেই লিফটের ব্যবহার করা হয় তা কিন্তু নয় বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লিফট ব্যবহার করা হয়। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের ৪ জনের, ৬ জনের, ৮ জনের, ১০ বা অধিক জনের জন্য লিফট পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি আমাদের দেশীয় ব্র্যান্ড এর লিফটের দাম কম হওয়ার জন্য অনেক জনপ্রিয়। বাংলাদেশে লিফটের দাম কম থাকার কারণে বহুতল ভবনে লিফটের ব্যবহার অধিক মাত্রায় দেখা যাচ্ছে।
কীভাবে একটি সঠিক লিফট পাওয়া সম্ভব?
১। লিফট কেনার আগে অবশ্যই লিফট কত জনের জন্য ব্যবহার করা হবে এটি সম্পর্কে নিশ্চিত হয়ে লিফট কেনা উচিৎ। এটি না জানলে ওজন বেশি হয়ে গেলে ঝুঁকির সম্মুখীন হতে হবে। আবার দরকারের বেশি ওজন ক্যাপাসিটির লিফট কিনলে দাম অনেক বেশি হবে এবং বিদ্যুৎ খরচ বেশি হবে।
২। লিফটের কেবিন সম্পর্কে জেনে নিতে হবে খুব ভালো করে। কমার্শিয়াল লিফট এবং বাসা বাড়ির লিফটের কেবিনে আছে অনেক পার্থক্য তাই কোন ক্ষেত্রে লিফট ব্যবহার করবেন তা জেনে নিয়ে লিফটের কেবিন দেখে নিন।
৩। ট্রাকশন মটর লিফটের মুভমেন্টের জন্য গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই ট্রাকশন মটরটি ভালোভাবে নির্বাচন করতে হবে। ট্রাকশন মটর ভালো হলে লিফট টেকশই হবে অনেক দিন।
৪। লিফটের ডোর ওপেন এবং ক্লোজ হওয়ার জন্য একটি বিশেষ যন্ত্রের দরকার হয়। এটির নাম ডোর অপারেটর। ডোর অপারেটরে উন্নত মানের সেন্সর আছে কি না তা দেখে নেয়া ভালো।
৫। লিফট কোনো গ্যারাজের জন্য নিলে দেখে নিতে হবে একসাথে কয়টি গাড়ি ওঠা নামা করা যাবে। গাড়ির ওজন সম্পর্কেও জেনে নিতে হবে।
৬। বিক্রয়ত্তোর সেবা সম্পর্কে অবশ্যই জেনে নিন সরারহকারীর নিকট হতে। বাংলাদেশে সাধারাণত একটি লিফটের সাথে ১-৫ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাওয়া যায়।
৭। লিফটের সেফটি রেটিং বা সেফটি সার্টিফিকেট আছে কিনা দেখে নিন। আর জনপ্রিয় ব্র্যান্ড হলে নির্বাচন করা অনেক সহজ হয়ে যাবে। তবে কিছু চায়না ব্র্যান্ড এর লিফটি বাংলাদেশে বেশ ভাল সার্ভিস দেয় এবং এগুলোর দাম তুলনামূলক অনেক কম।
৮। লিফটি সর্বোচ্চ কত তলা উঠতে পারে জেনে নিন কারন এটির সর্বোচ্চ সীমা আছে ফলে পরবর্তীতে প্রয়োজন হলে কাজে লাগতে পারে।
বাংলাদেশে লিফটের দাম কত?
বাংলাদেশে লিফটের দাম ১২,০০,০০০ টাকা তবে আরও কম দামের লিফট পাওয়া যায়। পানি এবং ময়লা থেকে এই লিফট পরিপূর্ণ ভাবে সুরক্ষিত এবং অটো স্টপ সিস্টেম সহ অনেক রকমের বিশেষত্ব আছে এই লিফটে। চমৎকার ইন্টেরিয়র ডিজাইনের লিফটের দাম বর্তমানে অনেক সস্তা। তবে লিফটের দাম নির্ভর করে এর ধারণক্ষমতা এবং সুন্দর ডিজাইনের উপর।
৪ জনের জন্য কত কেজির লিফট দরকার?
৪ জনের জন্য ৪৫০ কেজির লিফট যথেষ্ট। ৫ তলা থেকে ৭ তলা বিল্ডিং-এ এই লিফটের ব্যবহার বেশি দেখা যায়। বাংলাদেশে ৪ জনের লিফটের দাম ১,০০০,০০০ টাকার ভিতর পাওয়া যাবে। এই লিফট গুলোতে খুব সুন্দর লাইটিং সিস্টেম আছে। এর ইন্টেরিয়র ডিজাইন লাক্সারিয়াস অনুভূতি প্রদান করে থাকে।
৬০০ কেজির লিফট কত জন বহন করতে পারে?
৬০০ কেজির লিফট ৬ জনের জন্য আদর্শ। আমাদের দেশের বেশির ভাগ আবাসিক ভবনে এই লিফটের ব্যবহার দেখা মিলে। বাংলাদেশে ৬ জনের জন্য লিফটের দাম অনেক কম প্রায় ১,২৯০,০০০ টাকা। তাই বিভিন্ন নতুন নতুন এপার্টমেন্টে ৬ জনের জন্য লিফট লাগানো হচ্ছে অনেক।
৮ জনের জন্য কেমন লিফট দরকার?
৮ জনের জন্য সর্বনিম্ন দরকার ৬৩০ কেজির একটি লিফট। ১০ তলার অধিক বিল্ডিং-এ এই লিফট গুলো ব্যবহার করা হয়। বাংলাদেশে ৮ জনের লিফটের দাম খুবই সাশ্রয়ী সাথে মিলে ওভার স্পীড কন্ট্রোলার এবং হাইড্রোলিক বাফার সিস্টেম সহ আরও অনেক বিশেষত্ব। ডিজাইন এবং কোয়ালিটির উপর ভিত্তি করে এটির দাম বাংলাদেশে ১৩ থেকে ৩০ লাখ টাকার ভিতর পাওয়া যাবে।