এইচপি এলিটবুক Laptop কেনাকাটা
বর্তমান সময়ে বাংলাদেশে এইচপি ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হচ্ছে এইচপি এলিটবুক। এইচপি ল্যাপটপ ব্র্যান্ডের মধ্যে মানের দিক থেকে এলিটবুক সিরিজের দাম তুলনামূলক কম হওয়ায় বাংলাদেশের ক্রেতাদের মধ্যে এই ল্যাপটপের চাহিদা চোখে পড়ার মত।
কেন এইচপি এলিটবুক অন্যান্য সিরিজ থেকে আলাদা?
এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ গুলোতে আছে উন্নতমানের নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবস্থা যা খুব সহজেই ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা রক্ষা করতে পারে। এই সিরিজের ল্যাপটপ গুলো সব ধরনের কাজের জন্য উপযুক্ত। অন্যান্য বিশেষ ও গুরুত্বপূর্ণ বিশেষত্ব সম্পর্ক আলোচনা করা হলঃ
স্ক্রিন কোয়ালিটিঃ এইচপি এলিটবুক সিরিজ ল্যাপটপ ডিসপ্লের কোয়ালিটি তুলনামূলক অনেক ভালো। এই সিরিজের প্রায় প্রত্যেক ল্যাপটপ এর স্ক্রিন রেজোলিউশন এইচডি, ফুল এইচডি এবং ২কে পর্যন্ত হয়ে থাকে। এই ধরনের স্ক্রিন চোখের উপরে তেমন ক্ষতিকর প্রভাব ফেলে না।
স্ক্রিন সাইজঃ বর্তমান বাজারে, এইচপি এলিটবুক সিরিজ ল্যাপটপ গুলো ১৪.০ ইঞ্চি ও ১৫.৬ ইঞ্চি দুই ধরনের স্ক্রিন সাইজে পাওয়া যায়। মডেল এর উপর ভিত্তি করে স্ক্রিন সাইজ ছোট বড় হয়ে থাকে।
পোর্টেবিলিটিঃ এইচপি ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে হালকা ল্যাপটপ সিরিজ হচ্ছে এইচপি এলিটবুক সিরিজ। এই সিরিজের প্রায় প্রত্যেক মডেলের ল্যাপটপ ওজনে হালকা হয়ে থাকে বিধায় খুব সহজেই যেকোন ধরনের ভ্রমনে সাথে রাখা যায়। এবং, আকর্ষণীয় ডিজাইন ও কালারের সাথে আসে।
প্রসেসর ক্ষমতাঃ এলিটবুক ল্যাপটপে সাধারণত সর্বশেষ জেনারেশনের প্রসেসর বা কাছাকাছি ব্যবহৃত বেশি হয় ফলে এই সিরিজ যেকোন কাজের জন্য যথেষ্ট। আর বাংলাদেশে এই সিরিজের নতুন এবং পুরাতন দুই ধরনের এলিটবুক ল্যাপটপ পাওয়া যায়।
কিবোর্ডঃ এইচপি এলিটবুক সিরিজের বেশিরভাগ ল্যাপটপে ব্যাকলিট কিবোর্ড আছে। ব্যাকলিট কিবোর্ড অন্ধকারে কাজ করতে খুবি সহায়ক।
সিম স্লটঃ অধিকাংশ এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ গুলোতে সিম স্লট আছে। এই স্লটটিতে যেকোনো দেশীয় অপারেটরের সিম ব্যবহার করা যাবে বিধায় মোবাইল ফোনের ন্যায় ল্যাপটপ থেকে সরাসরি ইন্টারনেট ব্যবহার করা যাবে।
সিকিউরিটিঃ এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপগুলোতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এবং বেশিরভাগ ল্যাপটপগুলোতে ইনফারেড ক্যামেরাও আছে। ফলে আঙ্গুলের ছাপ ও চেহারা সনাক্ত করন ছাড়া ল্যাপটপ চালু হয় না।
জেনারেশনঃ এইচপি এলিটবুক ল্যাপটপ বর্তমান জেনারেশন-১ থেকে জেনারেশন-১৩ পর্যন্ত বাজারে পাওয়া যায় । এর মধ্যে উল্লেখযোগ্য কিছু জেনারেশন হচ্ছে জেনারেশন-২, জেনারেশন-৩, জেনারেশন-৫, জেনারেশন-৬, এবং জেনারেশন-৭।
স্টেইনলেস স্টিল বডিঃ এইচপির এলিটবুক সিরিজের প্রায় সবগুলো ল্যাপটপের বডি স্টেইনলেস স্টিল ধারা নির্মিত বিধায় এটিতে মরিচা ধরে নাহ ও দীর্ঘ সময় আকর্ষণীয় চেহারার সাথে থাকে।
এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপের দাম কত?
বাংলাদেশে ব্যবহৃত এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপগুলো ১৫,৮০০ টাকা থেকে শুরু ৭০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে যেগুলো ব্যবহৃত কিন্তু পারফরমেন্স অনেক ভাল। অন্যদিকে, নতুন এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপগুলো ৫৪,০০০ টাকা থেকে ১,৬৫,০০০ টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে।
এইচপি এলিটবুক সিরিজের কোর আই ৩ ল্যাপটপ এর দাম
কোর আই৩ প্রসেসরের সমন্বয়ে তৈরী এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ সাধারণ শিক্ষার্থী এবং অফিসের কাজে ব্যবহারের জন্য উপযুক্ত। এই কনফিগারেশনের এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ দিয়ে ওয়েব ব্রাউজিং, ডকুমেন্ট এডিটিং এবং ভিডিও কনফারেন্সিংয়ের মতো দৈনন্দিন কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। তাছাড়া, এটি সাশ্রয়ী দামে দৈনন্দিন কাজে ভাল ভারসাম্য প্রদান করে। বাংলাদেশে এইচপি এলিটবুক সিরিজের কোর আই৩ ল্যাপটপের দাম ১০,০০০ টাকা থেকে ৪৫,৫০০ টাকার মধ্যে হয়ে থাকে, যা মডেল, কনফিগারেশন এবং কন্ডিশন ভেদে দাম পরিবর্তিত হয়ে থাকে। এছাড়াও, মৌলিক কাজের জন্য যাদের উচ্চমানের স্পেসিফিকেশনের প্রয়োজন নেই, তাদের জন্য এইচপি এলিটবুক সিরিজের কোর আই৩ ল্যাপটপ উত্তম।
এইচপি এলিটবুক সিরিজের কোর আই ৫ ল্যাপটপ এর দাম
আপনার যদি ফটোশপ, ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট এর মত মাল্টিটাস্কিং কাজে বেশি পাওয়ারের প্রয়োজন হয় তাহলে এইচপি এলিটবুক সিরিজের কোর আই ৫ প্রসেসর যুক্ত ল্যাপটপ নেওয়া সুবিধাজনক হবে। এছাড়াও, এই কনফিগারেশনের ল্যাপটপ দিয়ে আপনি আপনার চাহিদা অনুযায়ী অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। কন্ডিশন, র্যাম, হার্ড ডিস্ক ও গ্রাফিক্স কার্ড সহ অন্যান্য কনফিগারেশনের উপর নির্ভর করে বাংলাদেশে এইচপি এলিটবুক সিরিজের কোর আই৫ ল্যাপটপের দাম ১৩,০০০ টাকা থেকে ৭৮,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও, আপডেট জেনারেশনের প্রসেসর এবং ফ্রেশ কন্ডিশনের এইচপি এলিটবুক সিরিজের কোর আই ৫ ল্যাপটপের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।
এইচপি এলিটবুক সিরিজের কোর আই ৭ ল্যাপটপ এর দাম
কোর আই৭ প্রসেসরের সমন্বয়ে তৈরি এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং ডেটা এনালাইসিস এর মত কাজে ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে থাকে। এটি ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর, ডেভেলপার এবং ফ্রিল্যান্সারদের জন্য ল্যাগমুক্ত উচ্চ কর্মক্ষমতা প্রদান করে। ফলে আপনি কমপ্লেক্স অ্যাপ্লিকেশন, গেমিং সহ অন্যান্য মাল্টিটাস্কিং কাজ সহজেই করতে পারবেন। আপনি এইচপি এলিটবুক সিরিজের কোর আই৭ ল্যাপটপ বাংলাদেশে ২৩,০০০ টাকা থেকে ৭৯,০০০ টাকার মধ্যে কিনতে পারবেন। আপনি যদি নতুন কন্ডিশন এবং আপডেটেড জেনারেশনের কোর আই৭ প্রসেসর দিয়ে তৈরি এলিটবুক সিরিজের ল্যাপটপ কিনতে চান সেক্ষেত্রে ১০০,০০০ টাকার বেশি খরচ হবে।
এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপের বডি কি প্ল্যাস্টিক না মেটাল ?
এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ মূলত স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যা দীর্ঘ সময় স্থায়ী হয় এবং প্রিমিয়াম অনুভূতি প্রদান করে। তাছাড়া, এই মেটাল বডি ভালো তাপ অপচয় করে দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। তাই, আপনি শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, ডেভেলপার কিংবা ডিজাইনার যাই হউন না কেন এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ আপনার জন্য মানানসই হবে। এছাড়াও, কিছু কিছু মডেলের এইচপি এলিটবুক সিরিজের ল্যাপটপ রিসাইকেল প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যা আকর্সাষণীয় ডিজাইনের পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যবহারের ক্ষেত্রে সামঞ্জস্যতা প্রদান করে।
এইচপি এলিটবুক সিরিজের মধ্যে জনপ্রিয় ল্যাপটপ মডেল কোন গুলো?
বর্তমানে বাংলাদেশে এইচপি এলিটবুক সিরিজের নতুন ও ব্যবহৃত উভয় ল্যাপটপ পাওয়া যাচ্ছে। তার মধ্যে জনপ্রিয় কিছু মডেল হলঃ
• এইচপি এলিটবুক ১০৪০ জি৩
• এইচপি এলিটবুক ১০৪০ জি৪
• এইচপি এলিটবুক ১০৪০ জি৬
• এইচপি এলিটবুক ১০১২ জি২
• এইচপি এলিটবুক ১০১৩ জি৩
• এইচপি এলিটবুক ১০৩০ জি২
• এইচপি এলিটবুক ১০৩০ জি৩
• এইচপি এলিটবুক ১০৩০ জি৭
• এইচপি এলিটবুক ৮৫০ জি৩
• এইচপি এলিটবুক ৮৫০ জি৫
• এইচপি এলিটবুক ৮৫০ জি৬
• এইচপি এলিটবুক ৮৪০ জি২
• এইচপি এলিটবুক ৮৪০ জি৩
• এইচপি এলিটবুক ৮৪০ জি৪
• এইচপি এলিটবুক ৮৪০ জি৫
• এইচপি এলিটবুক ৮৪০ জি৬
• এইচপি এলিটবুক ৮৪০ জি৭
• এইচপি এলিটবুক ৮৩০ জি৫
• এইচপি এলিটবুক ৮২০ জি২
• এইচপি এলিটবুক ৮২০ জি৩
• এইচপি এলিটবুক ৮২০ জি৪
• এইচপি এলিটবুক ৭৪৫ জি৩