এসার ল্যাপটপ কেনাকাটা
এসার বাংলাদেশে জনপ্রিয় ল্যাপটপ ব্র্যান্ড গুলোর মধ্যে একটি অন্যতম ল্যাপটপ ব্র্যান্ড। এর নতুন নতুন সিরিজ, আকর্ষণীয় মূল্য, কম দামে ভাল কনফিগারেশন, চমৎকার ডিজাইন অন্যতম। বাজারের অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপকে টেক্কা দিয়ে দুর্দান্ত গতিতে চলছে এসার ল্যাপটপগুলো।
কেন এসার ব্যতিক্রমী ল্যাপটপ?
- এসার ল্যাপটপ যেকোনো স্থানে ব্যবহার করা যায় কারণ এসারের ল্যাপটপ গুলো অনেক স্লিম এবং ওজনে হালকা।
- বিডিতে বিভিন্ন মডেলের এসার ল্যাপটপ পাওয়া যায়। ফলে গ্রাহকগণ খুব সহজেই খুঁজে নিতে পারে নিজের কাঙ্খিত ল্যাপটপটি।
- এসার ল্যাপটপ গুলো তার ডিজাইনের জন্য ব্যপকভাবে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে।
- এসার ল্যাপটপ গুলো দিয়ে সবরকমের কাজ খুহব সহজেই করা যায়।
- এসার ল্যাপটপ গুলো অফিস বা ব্যক্তিগত ব্যবহারের জন্য আদর্শ মানের ল্যাপটপ।
- শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এসার স্টুডেন্ট ল্যাপটপ তৈরি করে থাকে যার দাম অনেক কম সস্তা ফলে শিক্ষার্থীরা খুব সহজেই এই ল্যাপটপ গুলো কিনে ফেলতে পারে।
- এসার ল্যাপটপ গুলোতে মাদারবোর্ড, গ্রাফিক্স, ডিসপ্লে এগুলো উচ্চ মানের ও উচ্চ রেজুলেশনের হয়ে থাকে।
- এসার ল্যাপটপ গুলো বাজারে প্রকাশিত হওয়ার সাথে সাথে ব্যপক হারে জনপ্রিয়তা লাভ করে। কেননা প্রতিটি এসার ল্যাপটপের সাথে বিক্রয়োত্তর সেবা খুব ভাল মানের পাওয়া যায়।
এসারের কি সিরিজ বাংলাদেশে জনপ্রিয়?
এসার তাদের বিভিন্ন সিরিজে যুক্ত করছে বিভিন্ন সুবিধা মূলক ল্যাপটপ। এসারের এই সিরিজ গুলোর মধ্যে বিডিতে সবচেয়ে বেশি জনপ্রিয় সিরিজ গুলো হলো
- এসপায়ারঃ এটি হাই পারফরম্যান্স প্রদান করে ফলে সবার জন্য ডেক্সটপ কম্পিউটারের পরিবর্তে একটি বিকল্প।
- ট্রাভেলমেটঃ এই সিরিজগুলো খুব হালকা ডিজাইনের হয় এবং ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজের জন্য ডিজাইন করা হয়েছে।
- এক্সটেন্সাঃ এগুলোর ডিসপ্লে সাধারণত অন্য সিরিজগুলো থেকে একটু বড় হয় এবং সাশ্রয়ী মূল্যে ভাল সার্ভিস প্রদান করে।
এসার ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যাবে?
এসার ল্যাপটপ গুলো দিয়ে মার্কেটপ্লেসের সকল কাজ করা যাবে। গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন কাজ করা যাবে। এছাড়াও বিভিন্ন অফিশিয়াল কাজেও এসার ল্যাপটপ খুব দ্রুততার সাথে পরিচালিত হতে পারে।
বিডিতে এসার ল্যাপটপের দাম কত?
বিডিতে এসার ল্যাপটপের দাম শুরু হয় মাত্র ৭,৯০০ টাকা থেকে। এটি শিক্ষার্থীদের জন্য খুব উপযোগী একটি ল্যাপটপ। শিক্ষার্থীরা এটিতে অনলাইন ক্লাস করতে পারবে এবং বিভিন্ন জিনিস নোট করেও রাখতে পারবে। এটি ছাড়াও আরও বিভিন্ন রকমের এসার ল্যাপটপ পাওয়া যায়। এসার ল্যাপটপের দাম নির্ধারিত হয় এগুলোর কনফিগার, ডিসপ্লে সাইজ ও রেজুলেশন, মডেল ইত্যাদির উপর ভিত্তি করে এসার ল্যাপটপের দাম নির্ধারিত হয়।
এসার কোর আই ৩ ল্যাপটপগুলো দিয়ে কি অফিসের সকল কাজ করা যাবে?
এসার কোর আই ৩ ল্যাপটপ গুলো দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ সকল ধরণের মাইক্রোসফট অফিসের কাজ করা যাবে। শুধু তাই নয়, বরং মার্কেটপ্লেসের বিভিন্ন কাজ করা যাবে এসার কোর আই ৩ ল্যাপটপে। কাজের ধরণ অনুযায়ী প্রসেসর জেনারেশন নির্বাচন করলেই সকল ধরণের কাজ করা যাবে এসার কোর আই ৩ ল্যাপটপ দিয়ে। বাংলাদেশে খুব কম দামে এসার কোর আই ৩ ল্যাপটপ পাওয়া যায়।
এসার কোর আই ৫ প্রসেসরের ল্যাপটপগুলোর দাম কেমন?
এসার কোর আই ৫ প্রসেসরের ল্যাপটপ গুলোর দাম খুবই সস্তা বিডিতে। মাত্র ১৯,৪৯৯ টাকার মধ্যেই এসার কোর আই ৫ ল্যাপটপ পাওয়া যায়। এটির প্রসেসর ৬ষ্ঠ জেনারেশন দেয়া হয়েছে। ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ড ড্রাইভ আছে এসারের এই ল্যাপটপটিতে।