লেমিনেটিং মেশিন কেনাকাটা
ল্যামিনেটিং মেশিনের কাজ কি?
ল্যামিনেটিং সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি । এটি মূলত যে কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টকে একটি প্লাস্টিকের আবরন দ্বারা শক্ত করে মুড়ে দেয় এবং বিভিন্ন ক্ষতিকর প্রভাব থেকে সেটিকে বাচায়।
একটি ল্যামিনেটিং মেশিনের ভাল গতি কি?
একটি ল্যামিনেটিং মেশিন বিভিন্ন স্পিডের হতে পারে তবে স্বাভাবিক স্পীড হলো ৩। আপনি চাইলে আপনার পছন্দ মত স্পিড কন্ট্রোল করে নিতে পারবেন।
এটা কিভাবে কাজ করে?
মূলত দুটি আলগা প্লাস্টিকের আবরন একটি ডকুমেন্টের দুই পাশে দিয়ে সেটিকে মেশিনে দেওয়া হয় এক্ষেত্রে প্লাস্টিকের আবরণ দুটি মেইন ডকুমেন্ট থেকে কিছুটা বড় হয়ে থাকে এবং সেই অতিরিক্ত অংশে মেশিন হিট দিয়ে প্লাস্টিকগুলোকে এটে দেয় যার ফলে ডকুমেন্টের চারপাশে প্লাস্টিকের আবরন দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এবং ডকুমেন্টটি ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত হয় । এখানে মূলত হিটিং সিস্টেমই সবচেয়ে ভালোভাবে প্লাস্টিকগুলোকে এটে দিতে পারে এছাড়াও হিটিং সিস্টেমগুলোতে রয়েছে তাপ কন্ট্রোল করার পদ্ধতি যার ফলে আপনি আপনার ইচ্ছা মত হিট দিয়েও কাজ করতে পারবেন।
কি আকারের কাগজ এটি সাপোর্ট করে?
বিভিন্ন ল্যামিনেটিং মেশিন বিভিন্ন সাইজের কাগজ সমর্থন করে থাকে তবে সাধারণ বেশিরভাগ মেশিনগুলো ৩০০ x ৩০০ মিলিমিটার থেকে ১১০০ x ১২০০ মিলিমিটার পর্যন্ত কাগজ সমর্থন করে থাকে।
বাংলাদেশে লেমিনেটিং মেশিনের দাম কত?
বাংলাদেশে লেমিনেটিং মেশিনের দাম সাধারণত ৪,০০০ টাকা থেকে ৬,৫০০ টাকার মধ্যে পাওয়া যায় যেটি একটি এ থ্রি লেমিনেটিং মেশিন। তবে সাইজ, কর্মক্ষমতা, ও কোয়ালিটির ভিত্তিতে লেমিনেটিং মেশিনের দামের তারতম্য দেখা যায়। এবং, কিছু এ থ্রি লেমিনেটিং মেশিন রয়েছে যেগুলো সাধারন লেমিনেটিং মেশিনের তুলনায় অধিক স্পিডে লেমিনেটিং করতে পারে, তাই দাম একটু বেশি যেমন ১৬,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও, কিছু লেমিনেটিং মেশিন রয়েছে যেগুলো অধিক থিকনেস সম্পন্ন পেজ লেমিনেটিং করতে পারে। এবং, এই লেমিনেটিং মেশিনগুলোর স্পিড তুলনামূলক সবচেয়ে বেশি হয় বিধায় এই লেমিনেটিং মেশিনগুলো ৬০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে।