লুমিনাস আইপিএস কেনাকাটা
লুমিনাস কোম্পানি বাসা-বাড়ি ও অফিসে ব্যবহারের জন্য বিভিন্ন ক্যাপাসিটি ও প্রযুক্তি সম্বলিত লুমিনাস আইপিএস সরবরাহ করে থাকে। বাংলাদেশের বাজারে বর্তমানে সাশ্রয়ী মূল্যে লুমিনাস আইপিএস পাওয়া যায়। লুমিনাস আইপিএস বা ইনভার্টারগুলো উন্নত মানের উপাদান দ্বারা তৈরি করা হয় ফলে দীর্ঘদিন ঝামেলা মুক্ত ভাবে ব্যবহার করা যায়।
কেন লুমিনাস আইপিএস কিনব?
লুমিনাস আইপিএস লুমিনাস আইপিএস এর বিশেষ বৈশিষ্ট্যর কারনে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। সংক্ষিপ্ত আলোচনা করা হলঃ
নিরাপত্তা ব্যবস্থাঃ লুমিনাস আইপিএস এর মধ্যে ওভারলোড প্রটেকশন, ওভারচারজিং প্রটেকশন, এবং শর্ট সার্কিট প্রটেকশন অন্তর্ণির্মিত রয়েছে যা এই আইপিএস এর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। ইলেকট্রনিক্স ডিভাইস আউটপুট প্রদান কালে আইপিএস এ অধিক লোড পরলে ওভারলোড প্রটেকশন সিস্টেমটি লুমিনাস আইপিএসকে সুরক্ষিত রাখে। অন্যদিকে, লুমিনাস আইপিএস এর সাথে যুক্ত থাকা ব্যাটারিকে ওভারচারজিং থেকে সুরক্ষিত রাখতে ওভারচারজিং প্রটেকশন সিস্টেম কাজ করে। এবং, লুমিনাস আইপিএস এর শর্ট সার্কিটের কারনে দুর্ঘটনা এড়াতে শর্ট সার্কিট প্রটেকশন সিস্টেম ভূমিকা রাখে।
সাশ্রয়ী মূল্যঃ বাংলাদেশে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ও অধিক ক্যাপাসিটি সম্পন্ন লুমিনাস আইপিএস পাওয়া যায়। ফলে, বাংলাদেশের মানুষের মধ্যে লুমিনাস আইপিএস ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
ক্যাপাসিটিঃ বাংলাদেশের মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তার অনুপাতে বিভিন্ন ক্যাপাসিটির লুমিনাস আইপিএস বর্তমানে সহজলভ্য। তবে, শুধু মাত্র একটি ফ্ল্যাটের জন্য প্রয়োজন অনুসারে ৫০০ ওয়াট থেকে ১২০০ ওয়াটের লুমিনাস আইপিএস ব্যবহার করা হয়। তাছাড়া, প্রতিষ্ঠানের পরিসর ভেদে ৫কেভিএ পর্যন্ত উন্নত মানের লুমিনাস আইপিএস বাংলাদেশের বাজারে পাওয়া যায়।
ব্যাটারিঃ প্রয়োজনীয়তার অনুপাতে যেকোনো ব্র্যান্ডের এক বা একাধিক আইপিএস ব্যাটারি লুমিনাস আইপিএস এর সাথে ব্যবহার করা যায়। তাই, কতক্ষণ সময় ব্যকআপের প্রয়োজন হবে সে অনুসারে ব্যাটারি নির্বাচন করতে হবে।
ভোল্টেজঃ লুমিনাস আইপিএস এর ক্যাপাসিটি ও মডেল ভেদে ইনপুট ভোল্টেজের সক্ষমতা পরিবর্তন হয়ে থাকে। তবে, লুমিনাস আইপিএস সাধারণত ২২০ থেকে ২৪০ ভোল্টেজে আউটপুট প্রদান করতে পারে। তাই, এলাকা ভিত্তিক ভোল্টেজ সরবরাহের পরিসীমার ভিত্তিতে লুমিনাস আইপিএস নির্বাচন করতে হবে।
ডিসপ্লেঃ লুমিনাস আইপিএস গুলোতে এলইডি ইন্ডিকেশন সিস্টেম বা ডিজিটাল এলসিডি ডিসপ্লে থাকে যা আইপিএস এর লোড ও চার্জিং স্ট্যাটাস প্রদর্শন করে থাকে।
বাংলাদেশে লুমিনাস আইপিএস এর দাম কত?
বাংলাদেশে লুমিনাস আইপিএস এর দাম ৭,৮০০ টাকা থেকে শুরু যা সাধারণত ৫০০ ওয়াট ক্যাপাসিটির হয়ে থাকে এবং এই আইপিএস এর সাথে ১৫০ এএইচ ব্যাটারি ব্যবহার করলে ৩টি ফ্যান ও ৬ থেকে ৭ টি লাইট কমপক্ষে ২ ঘন্টা ব্যকআপ দিতে পারবে। তাছাড়া, উন্নত প্রযুক্তি ও অধিক ক্যাপাসিটি সম্পন্ন লুমিনাস আইপিএস এর দাম কিছুটা বেশি।