আইপি ফোন কেনাকাটা
আইপি এর পুর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রটোকল। এক কথায় বলা যায় ইন্টারনেটের মাধ্যমে যে ফোন ব্যবহার করা যায় তাই আইপি ফোন। এই ফোন ব্যবহার করে বাংলাদেশে সবচেয়ে কম খরচে কথা যায়।
আইপি ফোনের জন্য কি কি লাগবে?
১। প্রথমত ইন্টারনেটের সংযোগ থাকতে হবে।
২। আইপি ফোন কেনার সময় রেজিস্টেশন র্ফম পূরণ করতে হবে ।
৩। জাতীয় পরিচয়পত্রের ফটকপি লাগবে।
৪। কপি ছবি লাগবে ২ কপি।
এসআইপি অ্যাকাউন্ট কী?
এসআইপি হচ্ছে সেশন ইনিশিয়েশন প্রোটোকল যা আইপি ফোনের অ্যান্ড্রয়েড আপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। এটির সাহায্যে অ্যাপ্লিকেশনগুলিতে এসআইপি-ভিত্তিক ইন্টারনেট টেলিফোনির কাজ করা যায়। আইপি ফোনের অ্যান্ড্রয়েড সুবিধা গ্রহনের জন্য এসআইপি অ্যাকাউন্ট এর প্রয়োজন হয়।
আইপি ফোনের সুবিধাসমূহ কি?
১। সবচেয়ে কম খরচে যোগাযোগের সুবিধা প্রদান করে আইপি ফোন। এক আই.পি. ফোন থেকে অন্য আই.পি. ফোনে বিনামূল্যে কল করা যায়। মোবাইল, ল্যান্ড ফোন ইত্যাদিতে কল করলে স্বাভাবিক ফোন কলের চেয়ে অনেক কম টাকা খরচ হয়।
২। সাধারণ ফোনে কথা বলা ছাড়াও যে সকল কাজ করা যায় আইপি ফোনের দিয়েও ঠিক একই রকমের কাজ করা যায়।
৩। নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম থাকলে নিজের ইচ্ছে মত নিয়ন্ত্রণ করা যায়। তাই আইপি ফোনের সিকিউরিটি যে কোন টেলিফোন সিস্টেম বা মোবাইল সিস্টেম থেকে বেশি নিরাপদ হয়।
৪। আইপি ফোনের সাহায্য ভিডিও কল যায় তবে দুই পাশে ভিডিও আইপি ফোন থাকতে হবে।
৫। সার্ভার থেকে ম্যাসেজ ও ভয়েস ম্যাসেজ পাঠানো যাবে এই আইপি ফোনের সাহায্যে। পাশাপাশি রেকর্ডিং সিস্টেম থাকায় গুরুত্বপূর্ণ কথা করা যায়।
বাংলাদেশে আইপি ফোনের দাম কত?
আইপি ফোনের দাম ২৫০০ টাকা থেকে শুরু যা ভাল মানের ভয়েস দেবে। যদি এইচডি মানের ভয়েস পেতে চান তাহলে বাংলাদেশে আইপি ফোনের দাম হবে কমপক্ষে ৩০০০ টাকা বা তার কিছু বেশি। সাধারণত দাম যত বেশি, ফিচার তত ভালো। সুতরাং, আপনার বাজেটের সাথে ফিচারের তুলনা করুন এবং আপনার প্রয়োজন অনুসারে সেরাটি কিনুন৷
আইপি ফোনের কনফারেন্স ক্ষমতা কত?
অন্যান্য যে কোন ফোনের তুলনায় আইপি ফোনের কনফারেন্স ক্ষমতা অনেক বেশি। এ ফোন দিয়ে একসাথে প্রায় ১০,০০০ জন মানুষের সাথে একসাথে কনফারেন্স করা যাবে। যা অন্যান্য ফোন দিয়ে করা অসম্ভব।
আইপি ফোন ইন্টারনেটের সাথে কিভাবে কানেক্ট করব?
আইপি ফোনগুলি সরাসরি ইন্টারনেট সংযোগে সাথে সংযুক্ত করতে হয় এর জন্য আলাদাভাবে এডাপ্টারের প্রয়োজন হয় না। রাউটারের ল্যান পোর্ট এর ইন্টারনেট ক্যাবলের সাথে আইপি ফোনের ল্যান পোর্টে সংযুক্ত করে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়।