৪জি Internet Modem কেনাকাটা
৪জি মডেম এর মধ্যে সিম ব্যবহার করে ল্যাপটপ বা কম্পিউটারে ইউএসবি সংযোগের মাধ্যমে ৪জি স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যায়। বর্তমানে লোডশেডিং নির্বিঘ্নে ব্যবহার উপযোগী এবং একসাথে কয়েকজন ব্যবহারকারী যুক্ত হওয়ার সুবিধা থাকায় বাংলাদেশে ৪জি ওয়াফাই মডেমের চাহিদা অনেক। এমনকি চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি নিয়ে ৪জি এল টি ই মডেম তৈরি যাতে ৫ম প্রজন্মের নেটওয়ার্কের সুবিধাও পাওয়া যায়। ইউএসবি মডেম, রাউটার যুক্ত মডেম, মোবাইল হটস্পট, ওয়াইফাই নেটওয়ার্ক সম্পন্ন মডেম হওয়ায় একাধিক ডিভাইসের সাথে অনায়সে সংযোগ করতে পারে, ফলে বিডিতে ৪জি মডেম খুবই জনপ্রিয় একটি ডিভাইস।
বাংলাদেশে কয় ধরণের ৪জি মডেম পাওয়া যায়?
ধরণ, উন্নত প্রযুক্তি এবং ভিন্ন ভিন্ন সুবিধা থাকায় ৪জি মডেম বিভিন্ন মডেলের হয়ে থাকে। উল্লেখযোগ্য তিনটি ধরণ সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
১। ইউএসবি ৪জি মডেমঃ ইউএসবি মডেম মূলত এক ধরণের ছোট ডিভাইস যা কম্পিউটারের ইউএসবি পোর্টে যুক্ত করে ইন্টারনেট ব্যবহার করা যায়। প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা ইউএসবি ৪জি মডেম ব্যবহার করে যেকোনো অবস্থান থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে।
২। মোবাইল হটস্পট সংযুক্ত ৪জি মডেমঃ এই ধরণের ৪জি মডেম সহজেই ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে পারে ফলে একাধিক ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখা যাবে৷
৩। রাউটার যুক্ত ৪জি মডেমঃ একটি রাউটার এবং একটি ৪জি মডেমকে একত্র করে ৪জি এলটিই মডেম তৈরি করা হয়েছে। ফলে বাসা কিংবা অফিসে ইন্টারনেট সুবিধা প্রদানে যথেষ্ট কার্যকর রাউটার যুক্ত ৪জি মডেম।
বিডিতে ৪জি মডেমের দাম কত?
বর্তমানে বিডিতে ৪জি মডেমের দাম এর ধরণ, প্রযুক্তি, ও বৈশিষ্ট্যর ভিত্তিতে ১৩০০ টাকা থেকে শুরু হয়। তাছাড়া, মোবাইল হটস্পট, ওয়াফাই সুবিধা যুক্ত এবং বেশি কভারেজ সম্পন্ন ৪জি মডেমের দাম ৩,০০০ টাকা থেকে শুরু।
৪জি মডেম ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যাবে?
মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে উচ্চ-গতি, নির্ভরযোগ্য এবং সুরক্ষিত ইন্টারনেট সংযোগ প্রদান করার জন্য ৪জি মডেম অপরিহার্য ডিভাইস।
দ্রুত গতি সম্পন্নঃ ৪জি মডেমের নেটওয়ার্ক ৩জি নেটওয়ার্কের তুলনায় ডাউনলোড এবং আপলোডের ক্ষেত্রে বেশি গতি প্রদান করে। ফলে ৪জি ওয়াইফাই মডেম ব্যবহারে ঝামেলাহীনভাবে ইন্টারনেট ব্রাউজ, ভিডিও স্ট্রিমিং করা যাবে, এবং ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে বেশি গতি পাওয়া যাবে।
বিস্তৃত কভারেজঃ ৪জি এলটিই মডেমের নেটওয়ার্ক আগের প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের তুলনায় বেশি কভারেজ প্রদান করে। ফলে গ্রামীণ বা দূরবর্তী স্থানে থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে।
অ্যাক্সেস সুবিধাঃ ইন্টারনেটে সংযোগ প্রদানের জন্য তারযুক্ত সংযোগের উপর ৪জি মডেম নির্ভর করে না। তাই ভ্রমণের সময় কিংবা বাসা, অফিসের মধ্যে ঘোরাঘুরি অবস্থাতেও ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে।
নিরাপদ ট্রান্সমিশনঃ ৪জি মডেম নিরাপদ ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করতে এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করে। ফলে ব্যবসার কাজে ব্যবহার কিংবা ব্যক্তিগত কাজে ইন্টারনেট ব্যবহারের জন্য যথেষ্ট নিরাপদ।
সাশ্রয়ীঃ ব্রডব্যান্ড সংযোগের বিপরীতে ৪জি মডেম সাশ্রয়ী বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। তাছাড়া ৪জি মডেমে সীমাহীন ডাটা প্ল্যান থাকায় অতিরিক্ত চার্জ ছাড়াই সুবিধাজনক ভাবে ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে।