ইন্টারনেট মডেম কেনাকাটা
অনেক সময় বাড়িতে থাকা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অথবা লোড শেডিং-এর কারণে দরকারি অনলাইন ক্লাস, অনলাইন মিটিং এবং বিভিন্ন দরকারি কাজ করা যায় না অথবা ভ্রমনের সময় ইন্টারনেট দরকার হয় তখন মডেমের মধ্যে থাকা সিম দিয়ে ল্যাপটপ বা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা যায়। এগুলো আকারে ছোট এবং ওজনে হালকা হওয়াতে ভ্রমণকালে সাথে রাখা যায়।
কোন নেটওয়ার্ক টেকনোলজির মডেম কিনব?
বাংলাদেশে ৪জি মডেম বেশি জনপ্রিয় কারন এগুলো এখন দামে বেশ সস্তা। বর্তমানে ৫জি মডেমে বাজারে পাওয়া যায় তবে সবার সাধ্যের মধ্যে হতে একটু সময় লাগবে। আর কম দামে কিছু আগের মডেলের ইন্টারনেট মডেম পাওয়া যায় যেগুলো শুধু ৩জি সাপোর্ট করে। তবে মনে রাখা ভাল লেটেস্ট প্রজুক্তির মডেম পূর্ববর্তী প্রকতি সাপোর্ট করে।
বাংলাদেশের নেটওয়ার্কের জন্য কত স্পীড ভাল?
৩জি মডেমগুলো সাধারণত ৭.২ এমবিপিএস স্পিড হয় এটি বাংলাদেশের ইন্টারনেটের জন্য কাজ করে তবে বিভিন্ন মোবাইল অপারেটর তাদের নেটওয়ার্কের গতি বাড়ানোর ফলে ১৫০ এমবিপিএস গতির নিলে ভাল হয়। প্রযুক্তির উন্নতির জন্য এই ধরনের মডেমের দাম বাংলাদেশে এখন তুলনামূলকভাবে অনেক কম।
বাংলদেশে মডেমের দাম কত?
বাংলাদেশে মডেমের দাম মাত্র ১,৪৯৯ টাকা থেকে শুরু যেটি দিয়ে যেকোন মোবাইল অপারেটরের সিম ব্যবহার করে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যায়। আর ওয়াইফাই প্রযুক্তি থাকে ফলে একাধিক ব্যবহারকারীর জন্য শেয়ার করা যায় বলে একে ওয়াইফাই মডেম বলে আর দামও প্রায় এক। তবে ভাল মডেমের দাম নির্ভর করে এটির গতি বা নেটওয়ার্ক প্রযুক্তি এবং বিভিন্ন সুবিধার উপর।
মডেমে কি ডাটা প্যাক বেশি খরচ হয়?
মডেমে ডাটা প্যাক অন্যান্য ডিভাইস থেকে ডাটা প্যাক বেশি খরচ হয় এ ধারণা ঠিক নয়। ডাটা প্যাক ততটাই খরচ হবে যতটা ডাটা প্যাকের কাজ করা হবে।
ইন্টারনেট মডেম কীভাবে সংযোগ করা যায়?
ইন্টারনেট মডেম ইউএসবি সংযোগের মাধ্যমে ল্যাপটপ বা ডেক্সটপের সাথে সংযোগ হয়ে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে। এটি মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিধায় যেকোন স্থানে সহজে বহন করা যায়।
মডেমে আর কি সুবিধা থাকলে ভাল হয়?
সাধারণত একটি মডেম দিয়ে ৭-৮ জন ব্যবহারকরি একসাথে ইন্টারনেট ব্যবহার করতে পারে যদি ওয়াইফাই প্রযুক্তি থাকে। এটির প্রয়োজন হলে এই ফিচারটি দেখে কিনুন। আর কিছু মডেমে মেমরি কার্ড যুক্ত করার সুবিধা থাকে ফলে বিভিন্ন ফাইল ডাউনলোড & আপলোড করে সব ব্যবহারকারীর সাথে শেয়ার করা যায়। আর এটি কোন অপারেটিং সিস্টেম সাপোর্ট করে জেনে নেয়া ভাল।