তোশিবা হার্ডডিস্ক কেনাকাটা
বাংলাদেশে হার্ডডিস্ক এর সেরা ব্র্যন্ডের তালিকায় তোশিবা ব্র্যান্ড শীর্ষস্থানে রয়েছে। কেননা, তোশিবা উন্নত গুণমানের হার্ডডিস্ক সাশ্রয়ী দাম সরবরাহ করতে সক্ষম। বর্তমানে, বাংলাদেশে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের পাশাপাশি ডেস্কটপ পিসির ডাটা স্টোরেজ জন্য হিসেবে তোশিবা হার্ডডিস্ক ব্যাপক হরে ব্যবহার হচ্ছে। সম্প্রতি কমদামে তোশিবা ৫০০জিবি এইচডিডি, তোশিবা ১টিবি এইচডিডি, এবং তোশিবা ২টিবি এইচডিডি বিডিস্টলে পাওয়া যায়।
তোশিবা হার্ডডিস্ক এর দাম কত?
বাংলাদেশে তোশিবা হার্ডডিস্ক এর দাম এর ধরণ, ক্যাপাসিটি, কানেক্টিভিটি, আরপিএম, এবং ডাটা বাফার এর ভিত্তিতে কম হয়ে থাকে। বর্তমানে বিডিতে তোশিবা হার্ডডিস্ক এর দাম সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু যা একটি ৫০০জিবি ক্যাপাসিটির ল্যাপটপ হার্ডডিস্ক। অন্যদিকে, বিডিতে তোশিবা ১টিবি এইচডিডি এর দাম ২,২০০ টাকা থেকে শুরু যাতে ৭২০০ আরপিএম রয়েছে। তাছাড়া, তোশিবা ২টিবি এইচডিডি কেনার জন্য বিডিতে কমপক্ষে ৪,০০০ টাকা খরচ করতে হবে।
তোশিবা এইচডিডি কেন ব্যবহার করব?
১। তোশিবা হার্ডডিস্ক কম্পিউটারকে তুলনামূলক দ্রুত গতিতে এবং মসৃণ ভাবে চলতে সাহায্য করে।
২। তোশিবা হার্ডডিস্ক উন্নত গুণমানের উপাদান দ্বারা তৈরি করা হয়েছে ফলে এটি ব্যবহারের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য ডাটা সংরক্ষণ ও সুরক্ষিত রাখা যায়।
৩। তোশিবা হার্ডডিস্ক এর আবরন স্টেইনলেট স্টিল উপাদান দ্বারা তৈরি করা হয়ছে ফলে এটি সম্পূর্ণ রূপে মরিচারোধী।
৪। তোশিবা হার্ডডিস্ক যেকোনো কম্পিউটার সেটআপ এর সাথে সামঞ্জস্য এবং দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
৫। এমনকি, কম্পিউটার ওয়ার্কস্টেশন বা ২৪/৭ কাজ করার মত কম্পিটারের সাথে তোশিবা হার্ডডিস্ক স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
৬। তোশিবা হার্ডডিস্ক এর আরপিএম স্পিড ৫৪০০ আরপিএম থেকে ৭২০০ আরপিএম পর্যন্ত হয়ে থাকে। আর, তোশিবা হার্ডডিস্ক এর ক্যাশ বাফার তুলনামূলক বেশি হয়ে থাকে।
তোশিবা এইচডিডি কি পোর্টেবল হার্ডডিস্ক হিসেবে ব্যবহার করা যায়?
সাধারণত তোশিবার ল্যাপটপ হার্ডডিস্ক এর সাথে হার্ডডিস্ক এনক্লোসার ব্যবহার করে পোর্টেবল হার্ডডিস্ক হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া, আজকাল তোশিবা ডেস্কটপ এইচডিডি সাইজ অনুসারে এনক্লোসার ব্যবহার করে পোর্টেবল হার্ডডিস্ক হিসেবে ব্যবহার করা যায়। তবে, তোশিবা হার্ডডিস্ক পোর্টেবল হার্ডডিস্ক হিসেবে দীর্ঘদিন ব্যবহারের জন্য ভালো মানের হার্ডডিস্ক এনক্লোসার ব্যবহার করতে হবে। আর, উচ্চ ডাটা ট্রান্সফার রেট প্রাপ্তির জন্য কমপক্ষে ইউএসবি ৩.০ কানেক্টিভিটি সম্পন্ন এইচডিডি এনক্লোসার নির্বাচন করতে হবে।