bdstall.com

পোর্টেবল হার্ড ডিস্কের দাম ২০২৪

আইটেম ১-৯ এর ৯

বহনযোগ্য Hdd কেনাকাটা

পোর্টেবল হার্ডডিস্ক হলো বাহ্যিক স্টোরেজ ডিভাইস যা যেকোনো কম্পিউটার, ল্যাপটপ, এবং সার্ভারের সাথে ইউএসবি বা নির্দিষ্ট পোর্টের সাহায্যে সংযুক্ত করা যায়। বর্তমানে কম্পিউটার ও সার্ভারের ডেটা ব্যকআপ রাখার জন্য পোর্টেবল হার্ডডিস্ক ব্যবহার করা হয়। পোর্টেবল হার্ডডিস্কের সাহায্যে বিপুল পরিমাণ তথ্য কোন ঝুঁকি ব্যতীত সংরক্ষণ করে রাখা যায়। এবং, প্রয়োজন অনুসারে যেকোনো স্থানে পোর্টেবল হার্ডডিস্ক বহন করে নিয়ে যাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে এডাটা, ট্রানসেন্ড, ওয়েস্টার্ন ডিজিটাল, এবং বিভিন্ন চায়না ব্র্যান্ডের পোর্টেবল হার্ডডিস্ক পাওয়া যায়।

পোর্টেবল হার্ডডিস্কের দাম কত?

পোর্টেবল হার্ডডিস্কের দাম এর ব্র্যান্ড, ক্যাপাসিটি, সাইজ, এবং ডেটা ট্রান্সফার রেটের উপর নির্ধারণ করা হয়। বর্তমানে বিডিতে পোর্টেবল হার্ডডিস্কের দাম ৪,২০০ টাকা থেকে শুরু হয় যা সাধারণত ১-টেরাবাইট ক্যাপাসিটির হার্ডডিস্ক হয়ে থাকে। ২-টিবি পোর্টেবল হার্ডডিস্কের দাম ৭,০০০ টাকা থেকে শুরু হয় যার আরপিএম ৫৪০০ আছে এবং ৩.০ ইউএসবি কানেকশন সমর্থণ করে। তাছাড়া, পাসওয়ার্ড নিরাপত্তা যুক্ত পোর্টেবল এইচডিডি বাংলাদেশে পাওয়া যায় যার দাম কিছুটা বেশি।

পোর্টেবল হার্ডডিস্ক কেনার আগে কি কি দেখতে হবে?

বর্তমানে পোর্টেবল হার্ডডিস্ক তথ্য সংরক্ষণ করার জন্য সর্বত্র ব্যবহার করা হচ্ছে। তাই, পোর্টেবল হার্ডডিস্ক কেনার আগে এর ব্যবহারের সুবিধার্থে অবশ্যই কিছু বিষয় বিবেচনা করতে হবে।

১। ক্যাপাসিটিঃ পোর্টেবল হার্ডডিস্ক কেনার আগে সর্বপ্রথম যে বিষয় বিবেচনা করতে হবে তা হলো এর ক্যাপাসিটি। প্রয়োজন অনুসারে পোর্টেবল হার্ডডিস্ক এর ক্যাপাসিটি নির্বাচন করতে হবে। তবে, বিশেষ করে ১-টেরাবাইট ও ২-টেরাবাইট পোর্টেবল হার্ডডিস্ক অধিক হারে ব্যবহার করা হয়। তাছাড়া, ১২-টেরাবাইট ক্যাপাসিটি পর্যন্ত পোর্টেবল হার্ডডিস্ক বাংলাদেশে পাওয়া যায়।

২। সাইজঃ সাধারণত পোর্টেবল হার্ডডিস্ক ২.৫ থেকে ৩.৫ ইঞ্চি ফর্ম ফ্যাক্টর বা সাইজের হয়ে থাকে। তাই, পছন্দ ও প্রয়োজন অনুসারে নির্দিষ্ট সাইজের পোর্টেবল হার্ডডিস্ক সংগ্রহ করতে হবে।

৩। ডেটা ট্রান্সফার রেটঃ ডেটার ধরনের ভিত্তিতে ডেটা ট্রান্সফার রেট উঠা নামা করতে পারে। তবে, সাধারণত পোর্টেবল হার্ডডিস্কগুলোর ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ ৫জিবি/এস হয়ে থাকে। তাই, পোর্টেবল হার্ডডিস্ক কেনার আগে অবশ্যই এর ডেটা ট্রান্সফার রেট চেক করে নিতে হবে।

৪। আরপিএম স্পিডঃ পোর্টেবল হার্ডডিস্ক ৫৪০০ আরপিএম এবং ৭২০০ আরপিএম এই দুই ধরনের আরপিএম স্পিডের হয়ে থাকে। আরপিএম হলো হার্ডডিস্কের প্রতি মিনিটের রোটেশন স্পিড। এবং, আরপিএম স্পিড যত বেশি হয় হার্ডডিস্ক তত দ্রুত ডেটা এক্সেস করা যায়। তাই, প্রয়োজন অনুসারে নির্দিষ্ট আরপিএম স্পিড এর পোর্টেবল হার্ডডিস্ক কিনতে হবে।

৫। কানেক্টিভিটিঃ পোর্টেবল হার্ডডিস্ক সাধারণত ইউএসবি ৩.০, ইউএসবি ৩.১, এবং ইউএসবি ৩.২ ইন্টারফেস এর হয়ে থাকে। এছাড়া, কিছু কিছু পোর্টেবল হার্ডডিস্ক এর সাথে ইউএসবি টাইপ সি, ইউএসবি টাইপ বি, এবং ইউএসবি টাইপ এ ইন্টারফেস টাইপ থাকে। ফলে, পোর্টেবল হার্ডডিস্কের সাথে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে সরাসরি সংযোগ করা যায় এবং ডেটা স্থানান্তর করা যায়।

৬। বিশেষ প্রযুক্তিঃ পোর্টেবল হার্ডডিস্কগুলোতে শক সেন্সর, শক প্রতিরোধশক্তি, শকপ্রুফ, পানি প্রতিরোধী, ধুলো প্রতিরোধী, এবং সামরিক-গ্রেড সুরক্ষাসহ বিভিন্ন ধরনের বিশষ প্রযুক্তি থাকে। তাই, প্রয়োজন অনুসারে বিশষ প্রযুক্তি সম্পন্ন পোর্টেবল হার্ডডিস্ক সংগ্রহ করতে হবে।

বাংলাদেশের সেরা বহনযোগ্য হার্ডডিস্ক এর মূল্য তালিকা December, 2024

December, 2024-এর বাংলাদেশের সেরা বহনযোগ্য হার্ডডিস্ক এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের বহনযোগ্য হার্ডডিস্ক ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা বহনযোগ্য হার্ডডিস্ক এর তালিকা তৈরি করা হয়েছে।

বহনযোগ্য হার্ডডিস্ক মডেল বাংলাদেশে দাম
Transcend StoreJet 25M3 4TB USB 3.1 Portable Hard Drive ৳ ১৪,৫০০
Apacer AC633 1TB Portable Hard Disk ৳ ৪,৮০০
Apacer AC631 Portable 1 TB Hard Drive ৳ ৪,৮০০
Apacer AC236 4TB Portable HDD ৳ ১২,০০০
Apacer AC630 Portable 1TB Hard Drive ৳ ৪,৮০০
Apacer AC236 1TB Ultra Slim External HDD ৳ ৫,২০০
Apacer AC633 2TB Portable Hard Disk ৳ ৭,৬০০
Western Digital My Passport 1TB USB 3.0 Portable Hard Disk ৳ ৫,৬০০