৪ টিবি Hdd কেনাকাটা
হার্ডডিস্ক যা কম্পিউটার ও সার্ভারের স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে। বর্তমানে অধিক স্টোরেজের জন্য ৪ টেরাবাইট ক্যাপাসিটি হার্ডডিস্ক তুলনামূলক বেশি ব্যবহার করা হয়। বিশেষ করে সার্ভিলেন্স হার্ডডিস্ক হিসেবে ৪ টেরাবাইট হার্ডডিস্ক অধিক ব্যবহার করা হয়। এছাড়া, পোর্টেবল হার্ডডিস্ক হিসেবেও ৪ টিবি হার্ডডিস্ক ব্যবহার করা হয়। বর্তমানে ওয়েস্টার্ন ডিজিটাল, তোশিবা, সিগেট, ট্রান্সসেন্ড, স্যামসাং, এডাটা, এবং বিভিন্ন চায়না ব্র্যান্ডের ৪-টেরাবাইট হার্ডডিস্ক বাংলাদেশে পাওয়া যায়।
৪ টিবি হার্ড ডিস্কের দাম কত?
বর্তমানে ৪ টেরাবাইট হার্ডডিস্ক নতুন ও পুরাতন উভয় কন্ডিশনে বাংলাদেশে পাওয়া যায়। ৪ টিবি হার্ডডিস্কের দাম এর ব্র্যান্ড, ধরণ, আরপিএম স্পিড, এবং কন্ডিশনের ভিত্তিতে নির্ধারিত হয়। বিডিতে ৪টিবি এইচডিডি এর দাম ৮,৫০০ টাকা থেকে শুরু যা কম্পিউটারের জন্য উপযুক্ত এবং ৫৪০০ আরপিএম স্পিড সম্পন্ন। অন্যদিকে, ৪-টেরাবাইট সার্ভার হার্ডিস্কের দাম ১২,০০০ টাকা থেকে শুরু হয় যার আরপিএম স্পিড ৭২০০ এবং পুরাতন কন্ডিশনের হয়ে থাকে।
৪-টিবি হার্ডডিস্ক ব্যবহারে সুবিধা কি কি?
- ৪-টেরাবাইট হার্ডডিস্ক সার্ভিলেন্স সিস্টেমের সাথে ব্যবহার করলে দীর্ঘদিনের ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখা যাবে
- ৪-টেরাবাইট হার্ডডিস্ক ব্যবহারে সার্ভারে ডেটা সংরক্ষণে সুবিধা হয় এবং সহজেই ডেটা অক্সেস করা যায়
- ৪-টেরাবাইট হার্ডডিস্ক সহজে নষ্ট হয় না ফলে দীর্ঘদিন ডেটা সংরক্ষণ করে রাখা যায়
- সার্ভার বা সার্ভিলেন্স সিস্টেমের বে এর সাথে ৪-টেরাবাইট হার্ডডিস্ক মানানসই
- ৪-টেরাবাইট এইচডিডি পোর্টেবল হার্ডডিস্ক হিসেবে ব্যবহার করে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও যেকোনো জায়গায় বহন করে নেওয়া যায়
৪-টিবি হার্ডডিস্ক কেনার আগে কি কি দেখতে হবে?
৪-টেরাবাইট হার্ড ডিস্ক সাধারণত কম্পিউটার ও সার্ভারে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করার জন্য স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। তাই, অবশ্যই ৪-টিবি হার্ড ডিস্ক কেনার আগে কিছু বিষয় বিবেচনা করতে হবে।
১। হার্ডডিস্কের ধরণঃ ৪টিবি হার্ডডিস্কগুলো কম্পিউটার ও সার্ভারের জন্য আলাদা ধরনের হয়ে থাকে। তাই, ৪টিবি হার্ডডিস্ক কেনার আগে অবশ্যই প্রয়োজন অনুসারে এর ধরণ বিবেচনা করতে হবে।
২। ট্রান্সফার রেটঃ ৪-টেরাবাইট হার্ড ডিস্ক সাধারণত ৫জিবি/এস ও ৬জিবি/এস ট্রান্সফার রেটের হয়ে থাকে যা এর ধরনের উপর নির্ভর করে। তাই, অবশ্যই ৪-টেরাবাইট হার্ড ডিস্ক কেনার আগে এর ট্রান্সফার রেট চেক করে নিতে হবে।
৩। ২৪/৭ সামঞ্জস্যতাঃ বেশিরভাগ ক্ষেত্রে ৪-টেরাবাইট হার্ড ডিস্ক সার্ভার ও সার্ভিলেন্স সিস্টেমের সাথে ২৪/৭ ব্যবহার করা হয়। তাই, ৪-টেরাবাইট হার্ড ডিস্ক কেনার আগে দেখতে হবে এটি ২৪/৭ ব্যবহারের জন্য উপযুক্ত কিনা।
৪। ইন্টারফেসঃ ৪-টেরাবাইট হার্ড ডিস্কগুলো কম্পিউটার ও সার্ভারের জন্য আলাদা ইন্টারফেস হয়ে থাকে তাই প্রয়োজন অনুসারে নির্দিষ্ট ইন্টারফেস আছে কিনা তা দেখতে হবে।
৫। ওয়ারেন্টিঃ ৪-টেরাবাইট হার্ডডিস্ক কেনার আগে এর পার্টস ওয়ারেন্টি ও সার্ভিস ওয়ারেন্টি কত দিনের তা বিবেচনা করতে হবে।