২ টিবি Hdd কেনাকাটা
২ টিবি হার্ডডিস্ক বলতে ২,০০০ গিগাবাইট বা ২,০০০,০০০ মেগাবাইটের স্টোরেজ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক ড্রাইভকে বোঝায়। এই ধরণের হার্ড ডিস্ক সাধারণত ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের পাশাপাশি সার্ভার এবং অন্যান্য ধরণের কম্পিউটিং ডিভাইসে ব্যবহার করা হয়। ফটো, ভিডিও, মিউজিক, নথি, এবং অন্যান্য ধরনের ফাইল সহ প্রচুর পরিমাণে ডেটা সঞ্চয় করতে পারে ২ টিবি হার্ড ডিস্ক। বর্তমানে ওয়েস্টার্ন ডিজিটাল, তোশিবা, ডেল, এবং বিভিন্ন চায়না ব্র্যান্ডের ২-টেরাবাইট হার্ডডিস্ক বাংলাদেশে পাওয়া যায়।
২-টেরাবাইট হার্ড ডিস্কের দাম কত?
বর্তমানে, বাংলাদেশে ২ টেরাবাইট হার্ডডিস্ক নতুন ও পুরাতন উভয় কন্ডিশনে পাওয়া যায়। ২ টিবি হার্ডডিস্কের দাম এর ব্র্যান্ড, ধরণ, আরপিএম স্পিড, এবং কন্ডিশনের ভিত্তিতে নির্ধারিত হয়। বিডিতে ২টিবি এইচডিডি এর দাম ৩,৮০০ টাকা থেকে শুরু যাতে ৬জিবিপিএস ডাটা ট্রান্সফার, ৫৪০০ আরপিএম স্পিড আছে, এবং কম্পিউটিং ডিভাইসের জন্য উপযুক্ত। তাছাড়া, ২-টেরাবাইট সার্ভার হার্ডিস্কের দাম ২২,০০০ টাকা থেকে শুরু হয় যার আরপিএম স্পিড ৭২০০।
২ টেরাবাইট হার্ড ডিস্কের সুবিধা কি কি?
- ২টিবি হার্ডডিস্কের প্রাথমিক সুবিধা হল বড় স্টোরেজ ক্ষমতা প্রদান করে। এছাড়াও, ২টিবি হার্ডডিস্কে বড় মিডিয়া ফাইল, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, এবং নথি সহ প্রচুর পরিমাণে ডেটা সঞ্চয় করা যাবে।
- সলিড-স্টেট ড্রাইভ বা ক্লাউড স্টোরেজের মতো অন্যান্য স্টোরেজ তুলনায় ২টিবি হার্ড ডিস্ক বিপুল পরিমাণ ডেটা সঞ্চয় করার জন্য যথেষ্ট ভালো।
- ২টিবি হার্ড ডিস্ক অফলাইন স্টোরেজ প্রদান করে ফলে ইন্টারনেটের সাথে সংযুক্ত না থেকেও সহজেই ডেটা অ্যাক্সেস করা যাবে।
- বেশিরভাগ ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটার কিংবা অন্যান্য ডিভাইসের সাথে ২ টেরাবাইট হার্ড ডিস্ক সামঞ্জস্যপূর্ণ ভাবে কাজ করে থাকে।
- কম্পিউটিং ডিভাইস কিংবা সার্ভিলেন্স কাজে ২ টেরাবাইট হার্ড ডিস্ক ডেটা স্থানান্তর এবং গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ রাখা যাবে সহজেই।
২ টেরাবাইট হার্ড ডিস্ক কেনার আগে কি কি দেখতে হবে?
২টিবি হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করতে হবেঃ
১। ডিভাইস সামঞ্জস্যতাঃ কম্পিউটিং ডিভাইসের সাথে ২ টেরাবাইট হার্ড ডিস্ক সামঞ্জস্যভাবে কাজ করবে কিনা তা নিশ্চিত করার ইন্টারফেসের ধরন, ফর্ম ফ্যাক্টর এবং অন্য কোনো প্রয়োজনীয়তা যাচাই করতে হবে।
২। ডিস্কের গতিঃ ২টিবি হার্ড ডিস্ক ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ গতি এবং ভালো কর্ম ক্ষমতা পেতে বেশি আরপিএমের হার্ড ডিস্ক বাছাই করা উচিত। তাই ২ টেরাবাইট হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে ৭২০০ আরপিএম গতি সম্পন্ন হার্ড ডিস্ক বাছাই করা উচিত।
৩। ক্যাশের আকারঃ বর্তমানে হার্ড ডিস্কে অল্প পরিমাণে বিল্ট-ইন ক্যাশে মেমরি থাকে, যা কম্পিউটারের হার্ড ড্রাইভের কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাই ২ টিবি হার্ড ডিস্ক কেনার আগে কমপক্ষে ৬৪ এমবি ক্যাশে মেমরি আছে এমন হার্ড ডিস্ক বাছাই করা উচিত।
৪। ব্যবহারের উদ্দেশ্যঃ ২ টেরাবাইট হার্ডডিস্কে কেনার আগে তা ডেটা সংরক্ষণ কিংবা ভিডিও ব্যাকআপ রাখার জন্য ব্যবহার করা হবে তা নিশ্চিত হওয়া। গেমিং বা ভিডিও এডিটিং জন্য দ্রুত রিড-রাইট গতি সম্পন্ন ২ টিবি হার্ড ডিস্ক বিবেচনা করা উচিত। আবার, ব্যাকআপ বা সংরক্ষণাগারে ব্যবহারের জন্য ক কম পাওয়ার খরচ হবে এবং দীর্ঘদিন অনায়াসে ব্যবহার করা যাবে এমন হার্ড ডিস্ক বাছাই করে নেওয়া উচিত।