১ টিবি Hdd কেনাকাটা
বর্তমানে বিভিন্ন ক্যাপাসিটির হার্ড ডিস্ক পাওয়া যায় তবে তন্মধ্যে ১ টিবি হার্ড ডিস্ক উল্লেখযোগ্য। বাংলাদেশে ডেল, এইচপি, তোশিবা, এডাটা, স্যামসাং, ট্রান্সসেন্ড, এবং ওয়েস্টার্ন ডিজিটাল সহ বিভিন্ন ব্র্যান্ডের ১ টিবি হার্ড ডিস্ক পাওয়া যায়। ১,০০০ জিবি বা ১০,০০,০০০ এমবি ডাটা সংরক্ষণ বা ট্রান্সফার করার মত ডিভাইসকে ১ টিবি হার্ড ডিস্ক বলা হয়।
কেন ১ টিবি হার্ড ডিস্ক ব্যবহার করবেন?
১ টিবি হার্ড ডিস্ক সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এবং দ্রুত গতিতে ডেটা সংরক্ষণ করার পাশাপাশি অ্যাক্সেস করতে সহায়তা করে। তাছাড়া ১ টিবি হার্ড ডিস্ক ইন্টারনাল বা এক্সটারনাল দুইভাবেই ব্যবহার করা যায়। যেকোন ল্যাপটপ, কম্পিউটার, এবং গেম কনসোলে সহজে সেট আপ এবং সংযোগ করা যায়। তাছাড়া ১ টিবি হার্ড ডিস্ক আকারে ছোট এবং ব্যবহারে অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় হয় না। তাছাড়া ১ টিবি হার্ড ডিস্কের সাহায্যে নিরাপদে ডেটা সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুযায়ী অ্যাক্সেস করা যায়।
১টিবি হার্ডডিস্ক বিশেষত্ব কি?
গতিঃ হার্ড ডিস্কের গতি নির্ধারণ করা হয় মূলত আরপিএম এর সাহায্যে। আরপিএম এর মাধ্যমে প্রতি মিনিটে কি পরিমাণ ডাটা পড়তে ও লিখতে পারবে তা বোঝা যায়। ল্যাপটপ ও ডেস্কটপের জন্য ১ টিবি হার্ড ডিস্ক আরপিএম ভিন্ন ভিন্ন পরিমাণের হয়ে থাকে। ১টিবি হার্ড ডিস্কে সাধারণত ৫৪০০ আরপিএম থেকে ৭২০০ আরপিএম হয়ে থাকে। তাই কার্যক্ষমতা দেখে প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া উচিত।
ইন্টারফেসঃ হার্ড ডিস্কের ইন্টারফেস হচ্ছে মূলত ল্যাপটপ বা ডেস্কটপের সাথে সংযোগ স্থাপনে সহযোগিতা করে থাকে। ডাটা কত দ্রুত ১ টিবি হার্ড ডিস্ক ট্রান্সফার করতে পারবে তাও ইন্টারফেসের ওপর নির্ভর করে থাকে। ১ টেরাবাইট হার্ড ডিস্ক সাধারণত সিরিয়াল অ্যাডভান্সড প্রযুক্তি অ্যাটাচমেন্ট প্রয়োগ করে থাকে যা মূলত সাটা নামে পরিচিত। তবে সাটা তিনটি সংস্করণে বিদ্যমান যা সাটা ১, সাটা ২, এবং সাটা ৩ নামে পরিচিতি। সাটা বিন্যাসভেদে গতি তফাৎ হয়ে থাকে। এইজন্য ১ টিবি হার্ড ডিস্ক নেওয়ার পূর্বে যাচাই করে নেওয়া উচিত।
ফর্ম ফ্যাক্টরঃ ফর্ম ফ্যাক্টর হচ্ছে হার্ড ডিস্কের বাহ্যিক সাইজকে বুঝায়। ১ টিবি হার্ড ডিস্ক সাইজ সেট আপ ডিভাইসের উপর ভিত্তি করে ২.৫ ইঞ্চি হতে ৩.৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। কিন্তু ল্যাপটপ এর ক্ষেত্রে ২.৫ ইঞ্চির হার্ড ডিস্ক ব্যবহার করা হয়। অন্যদিকে ডেস্কটপ কম্পিউটারের জন্য ৩.৫ ইঞ্চির হার্ড ডিস্ক ব্যবহার করা হয়ে থাকে। এজন্য ১ টেরাবাইট হার্ড ডিস্ক নেওয়ার ক্ষেত্রে ল্যাপটপ না ডেস্কটপে ব্যবহার যোগ্য সাইজ কিনা জেনে নেওয়া উচিত। এমনকি ১ টিবি পোর্টেবল হার্ড ডিস্ক অভ্যন্তরীণ হার্ড ডিস্ক থেকে আকারে বড় হয়ে থাকে। কারণ এই হার্ড ডিস্কের উপর আলাদা ভাবে কেসিং থাকে ফলে দরকার অনুযায়ী অন্য যেকোনো ল্যাপটপ অথবা ডেস্কটপে ক্যাবলের সাহায্যে সংযুক্ত করে ব্যবহার করা যায়।
সামঞ্জস্যতাঃ ১ টিবি হার্ড ডিস্ক নির্দিষ্ট পরিমাণ ডাটা সংরক্ষণ করা যায়। ১ টিবি হার্ড ডিস্ক ব্যবহারে কম শক্তির প্রয়োজন ফলে বিদ্যুৎ খরচ কম হয়। তাছাড়া ইন্টারনেট সার্ফিং, ইমেল এবং মাইক্রো সফটের মতো সাধারণ কাজ করার জন্য ১ টিবি হার্ড ডিস্ক যথেষ্ট। তবে প্রয়োজন অনুযায়ী ১ টিবি হার্ড ডিস্কে ডাটা সংরক্ষণ করে রাখা যাবে। ফলে, কম্পিউটার, ল্যাপটপ, এবং সার্ভার এর জন্য ১-টেরাবাইট হার্ডডিস্ক সামঞ্জস্য।
বাংলাদেশে ১ টিবি হার্ড ডিস্কের দাম কত?
বর্তমানে, বিডিতে ১ টিবি এইচডিডির দাম ২,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা মধ্য থেকে শুরু যা হার্ড ডিস্কের স্পিড, ডাটা ট্রান্সফারের গতি, এবং ব্র্যান্ড অনুযায়ী নির্ধারিত হয়। তবে, দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার, বেশি আরপিএম সম্পন্ন ১ টিবি হার্ড ডিস্কের দাম হয় ৩,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া, সার্ভিলেন্স কাজে ব্যবহৃত ১টিবি হার্ড ডিস্কের দাম তুলনামূলক বেশি।