bdstall.com

হজ প্যাকেজ ২০২৫ এর খরচ

আইটেম ১-৯ এর ৯

হজ প্যাকেজ কেনাকাটা

হজ হচ্ছে মূলত সারাবিশ্বের মুসলিম উম্মাহর জন্য ইসলাম ধর্মে নির্ধারিত মূল পাঁচটি স্তম্ভের একটি। এটি মূলত সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অনুষ্ঠিত হয়। প্রতিবছর আরবী জিলহজ্জ মাসের ৮-১২ তারিখের মধ্যে সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশ থেকেও হজ পালনের উদ্দেশ্যে মানুষ একত্রিত হয়ে থাকে। তবে, সৌদি সরকারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক মানুষ হজ পালনের জন্য যাওয়ার সুযোগ পেয়ে থাকে। বর্তমানে, হজ যাত্রীদের চাহিদা অনুযায়ী বাংলাদেশে সরকার অনুমোদিত বিভিন্ন ট্রাভেল এজেন্সি সাশ্রয়ী খরচে হজ প্যাকেজ সরবারহ করছে।

হজ প্যাকেজের ধরণ

বাংলাদেশে সরকার অনুমোদিত এবং বেসরকারি ট্রাভেল এজেন্সি সাশ্রয়ী দামে বিভিন্ন ধরনের হজ প্যাকেজ প্রদান করে। তবে, প্যাকেজ সমূহ সাধারণত সার্ভিস, থাকার ব্যবস্থা এবং অন্যান্য সুবিধা সমূহের উপর নির্ভর করে হজ প্যাকেজ খরচ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশে সরকার নির্ধারিত খরচ অনুযায়ী সরকারী ও বেসরকারী হজ প্যাকেজ হচ্ছেঃ

সরকারী হজ প্যাকেজঃ হজ ২০২৪ সালে সরকার ধর্ম মন্ত্রনালয়ের থেকে সাধারণ হজ যাত্রীদের জন্য দুইটি প্যাকেজ নির্ধারিত করেছেন। প্যাকেজগুলো হচ্ছে

  • সাধারণ হজ প্যাকেজঃ এই প্যাকেজটি বাংলাদেশ সরকার থেকে সাধারণ হজযাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই প্যাকেজটিতে হজ পালনের জন্য সাধারণ হজ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সার্ভিস যেমন বাসস্থান, পরিবহন, খাবার এবং সরকার-নিযুক্ত কর্মকর্তাদের নির্দেশিকা সহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশে সাধারণ হজ প্যাকেজ সর্বনিম্ন ৫৭৮,৮৪০ টাকা সংগ্রহ করা যাবে।
  • বিশেষ হজ প্যাকেজঃ বিশেষ হজ প্যাকেজটিও বাংলাদেশ সরকার থেকে সরবরাহ করা হবে তবে সাধারণ প্যাকেজের তুলনায় অতিরিক্ত সুবিধা এবং সার্ভিস রয়েছে। এতে আপগ্রেডেড আবাসন ব্যবস্থা, ভিআইপি পরিবহন এবং অতিরিক্ত সহায়তার মত অন্যান্য সার্ভিস অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশে বিশেষ হজ প্যাকেজ সর্বনিম্ন ৯৩৬,৩২০ টাকায় সংগ্রহ করা যাবে।

বেসরকারী হজ প্যাকেজঃ সরকারীভাবে সীমিত সংখ্যক হজ যাত্রী যাওয়ার পাশাপাশি বাংলাদেশে বেসরকারিভাবে হজে যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। তবে, বেসরকারী ভাবে হজে যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত খরচ অনুযায়ী প্যাকেজ ব্যবস্থা রয়েছে। তবে, আবাসন, খাওয়া দাওয়া, যাতায়াত এবং অন্যান্য সুবিধা সমূহের উপর ভিত্তি করে বেসরকারি হজ প্যাকেজ সমূহ বিস্তৃত পরিসরে রয়েছে। সরকার নির্ধারিত বেসরকারী হজ প্যাকেজ সমূহ হচ্ছেঃ

  • সাধারণ হজ প্যাকেজঃ বেসরকারী ট্রাভেল এজেন্সিগুলো মূলত এই প্যাকেজটি সরবারহ করে। বেসরকারীভাবে সাধারণ হজ প্যাকেজে আবাসন, পরিবহন, খাবার সুবিধা রয়েছে। পাশাপাশি বেসরকারী ট্রাভেল এজেন্সির দ্বারা পরিচালিত নিজস্ব দল বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। এছাড়াও, সাধারণ হজ প্যাকেজের সুবিধা সমূহ বেসরকারি ট্রাভেল এজেন্সির উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। তবে, এই প্যাকেজটি হজ সম্পাদনের জন্য মৌলিক প্রয়োজনীয়তাগুলো কভার করবে। বাংলাদেশে বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজ ৫৮৯,৮০০ টাকায় পাওয়া যাবে।
  • বিশেষ হজ প্যাকেজঃ বেসরকারী ট্রাভেল এজেন্সি থেকে বিশেষ প্যাকেজও সরবারহ করে থাকে, যা উন্নত সার্ভিস এবং সুবিধা প্রদান করে। বেসরকারীভাবে বিশেষ প্যাকেজটিতে বিলাসবহুল আবাসন ব্যবস্থার পাশাপাশি, হজে যাতায়াতের ক্ষেত্রে ব্যক্তিগতকৃত সহায়তা, নির্দিষ্ট এরিয়ায় একক অ্যাক্সেস এবং পছন্দ অনুযায়ী অতিরিক্ত সার্ভিস অন্তর্ভুক্ত করা যাবে। বেসরকারীভাবে বিশেষ হজ প্যাকেজ ৬৯৯,৩০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যাবে।

তাছাড়া, সরকারী ও বেসরকারী ভাবে নির্ধারিত বাজেট সমূহের বাইরেও হজ যাত্রী চাহিদা অনুযায়ী বিভিন্ন সুবিধা হজ প্যাকেজে যুক্ত করতে পারবেন। তবে, সুবিধা সমূহের জন্য হজ যাত্রীদের আলাদা খরচ বহন করতে হবে।

বাংলাদেশে হজ প্যাকেজ এর দাম

বাংলাদেশে হজ প্যাকেজ মূলত আবাসন, খাবার, যাতায়াত এবং অন্যান্য সুবিধা সমুহের উপর নির্ভর করে হজ প্যাকেজের দাম পরিবর্তিত হয়। বাংলাদেশে হজ প্যাকেজ সমূহ সাধারণত সর্বনিম্ন ৫৭৯,০০০ টাকা থেকে শুরু করে ৯৩৬,৫০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। হজ যাত্রীদের চাহিদা অনুযায়ী বাংলাদেশে প্যাকেজ সমূহ-

১,৬৯৫, ০০০ টাকার নিচে হজ প্যাকেজ 

বাংলাদেশে হজ প্যাকেজ সাধারণত ১,৬৯৫,০০০ টাকায় পাওয়া যায়, যা মক্কা থেকে জিরো মিটার দূরত্বে ৫ তারকা হোটেলে প্রায় ১৪ দিন থাকার ব্যবস্থা, ৫ তারকা হোটেলে বুফে ব্রেকফাস্ট, ডিনার সহ অভিজ্ঞ হজ গাইড সহায়তা প্রদান করে। এছাড়াও, এই হজ প্যাকেজে প্রাইভেট পরিবহন ব্যবস্থা, সৌদি বিমানের ভিসা ও রিটার্ন এয়ার টিকেট সহ অন্যান্য সুবিধা প্রদান করে থাকে। তাছাড়া, হজ যাত্রী সংখ্যা বিবেচনায় হজ প্যাকেজের খরচ কিছুটা পরিবর্তিত হয়ে থাকে।

১,২৪৫, ০০০ টাকার নিচে হজ প্যাকেজ 

বাংলাদেশে ১,২৪৫,০০০ টাকার হজ প্যাকেজ পাওয়া যায়, যা জিরো মিটার বা ৩মিনিট হাঁটার দূরত্বে ৫ তারকা হোটেলের মত আবাসন ব্যবস্থায় ১৪-১৮ দিন থাকার সুবিধা, ৫ তারকা হোটেলে বুফে ব্রেকফাস্ট, ডিনারের ব্যবস্থা এবং অভিজ্ঞ হজ গাইড সুবিধা প্রদান করে। এছাড়াও, সমস্ত গন্তব্যে বিলাসবহুল এসি বাসে যাতায়াত সুবিধা, সৌদি বিমানের ভিসা ও হজ এয়ার টিকেট সহ অন্যান্য সুবিধা প্রদান করে। তবে, হজ যাত্রীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশে এই হজ প্যাকেজের দাম ১,৩৪১,০০০ টাকা থেকে ১,৫৩৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

১,০৯৫, ০০০ টাকার নিচে হজ প্যাকেজ 

বাংলাদেশে ১,০৯৫, ০০০ টাকায় হজ প্যাকেজ পাওয়া যায়, যা মক্কা থেকে জিরো মিটার দূরত্বে ৫ তারকা হোটেলে ১৬ দিন থাকার ব্যবস্থা, বাংলাদেশী রেস্টুরেন্ট থেকে খাবার ব্যবস্থা, বিশেষজ্ঞ হজ গাইড ব্যবস্থা এবং যাতায়াতের জন্য এসি বাস সরবারহ করে থাকে। এছাড়াও, সৌদি এয়ারলাইন্সে হজ এয়ার টিকেট সহ যাবতীয় অন্যান্য সুবিধা প্রদান করে। তবে, হজ যাত্রী সংখ্যা বিবেচনায় এই হজ প্যাকেজের দাম পরিবর্তিত হয়ে থাকে।

১,০১২, ০০০ টাকার নিচে হজ প্যাকেজ 

বাংলাদেশে সাধারণত ১,০১২,০০০ টাকা থেকে ১,৩৯৩,০০০ টাকা বাজেটের মধ্যে হজ প্যাকেজ পাওয়া যায়। এই প্যাকেজ মূলত মক্কা আল হারাম থেকে ২০০ মিটারের মধ্যে আবাসন ১৪-১৮ দিনের আবাসন ব্যবস্থা, ৩-বেলা বাংলাদেশী খাবার সরবারহ করে থাকে। এছাড়াও , এই হজ প্যাকেজে মিনা ও আরাফাতে ইকোনমি তাঁবুতে অবস্থান করার সুবিধা ছাড়াও বিমানের রিটার্ন এয়ার টিকেট, যাতায়াতের জন্য বিলাসবহুল এসি বাস সহ মক্কা ও মদীনায় জিয়ারাহ সুবিধা প্রদান করে।

৯৭৮, ০০০ টাকার নিচে হজ প্যাকেজ 

বাংলাদেশে সাধারণত ৯৭৮,০০০ টাকা থেকে ১,০৭০,০০০ টাকা বাজেটের মধ্যে হজ প্যাকেজ পাওয়া যায়। এই প্যাকেজে মূলত আল হারাম থেকে জিরো মিটার দূরত্বে আবাসন ব্যবস্থা, ৫ তারকা হোটেলে বুফে ব্রেকফাস্ট, বাংলাদেশী রেস্টুরেন্ট থেকে লাঞ্চ-ডিনার সরবারহ করে থাকে। এছাড়াও, বাংলাদেশে এই হজ প্যাকেজের আওতায় হজের দিনগুলোতে সিসা হোটেলে থাকার ব্যবস্থা, বিশেষজ্ঞ হজ গাইড, যাতায়াতের জন্য এসি বাস সহ সৌদিয়া বিমান এর রিটার্ন এয়ার টিকেট সহ অন্যান্য সুবিধা প্রদান করে।

৮৭৫, ০০০ টাকার নিচে হজ প্যাকেজ 

বাংলাদেশে হজ প্যাকেজ সাধারণত ৮৭৫,০০০ টাকা থেকে ৯৯৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। এই প্যাকেজ মূলত ১৪-৩০ দিন থাকার জন্য মক্কা থেকে ৩০০ মিটারের মধ্যে আবাসন ব্যবস্থা, ৩ বেলা বাংলাদেশী খাবার, অভিজ্ঞ হজ গাইড এবং সৌদিয়া বিমানের সাথে হজ গ্রুপ এয়ার টিকেট সহ অন্যান্য সুবিধা প্রদান করে থাকে।

৭৩৮, ০০০ টাকার নিচে হজ প্যাকেজ 

বাংলাদেশে হজ প্যাকেজ সাধারণত ৭৩৮,০০০ টাকা থেকে ৮৯৭,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। এই প্যাকেজ মূলত মক্কা থেকে ৭৫০ মিটারের মধ্যে ১৪-৪০ দিনের আবাসন ব্যবস্থা, ৩ বেলা বাংলাদেশী খাবার, ছোট দলের জন্য অভিজ্ঞ হজ গাইড সরবারহ করে। এছাড়াও, মিনা ও আরাফাতে এসি তাঁবুতে অবস্থান করার সুবিধা, হজ গ্রুপ এয়ার টিকেট রিটার্ন, সৌদি আরবে হজ পরিবহন সার্ভিস এবং মক্কা, মদীনা ও তায়েফে গ্রুপ জিয়ারাহ করার সুবিধা প্রদান করে।

৬৪২, ০০০ টাকার নিচে হজ প্যাকেজ 

বাংলাদেশে হজ প্যাকেজ সাধারণত ৬৪২,০০০ টাকা থেকে ৭৮৭,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। এই প্যাকেজ মূলত মক্কা, মদীনাতে ১৪-৪০ দিনের আবাসন ব্যবস্থা, ৩ বেলা বাংলাদেশী খাবার, ৫- ওয়াক্ত নামাজ আল হারামে জামাতে পড়ার সুবিধা প্রদান করে। এছাড়াও, মিনা ও আরাফাতে এসি তাঁবুতে অবস্থান করার সুবিধা প্রদানের পাশাপাশি হজ গ্রুপ এয়ার রিটার্ন  টিকেট এবং যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা প্রদান করে।

৫৯৫, ০০০ টাকার নিচে হজ প্যাকেজ 

বাংলাদেশে হজ প্যাকেজ সাধারণত ৫৯৫,০০০ টাকা থেকে ৭৪৩,০০০ টাকার মধ্যেও পাওয়া যায়। এই প্যাকেজ মূলত মক্কা, মদীনা থেকে ৭০০ মিটার বা ৮ মিনিট হাঁটার দূরত্বে ১৪-২৫ দিনের আবাসন ব্যবস্থা, ৩-বেলা বাংলাদেশী খাবার, রিটার্ন এয়ার টিকেট, যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা সহ অন্যান্য সুবিধা প্রদান করে থাকে।

হজ প্যাকেজ নেওয়ার পূর্বে যে বিষয় সমূহ যাচাই করতে হবে

অনুমোদিত ট্রাভেল এজেন্সিঃ হজ প্যাকেজ নেওয়ার পূর্বে সরকারী মাধ্যম এবং ট্রাভেল এজেন্সি সমূহ বাংলাদেশ সরকারের নিবন্ধনভুক্ত এবং প্যাকেজ সমূহের যথাযথ অনুমোদন রয়েছে কিনা তা যাচাই করতে হবে।

প্যাকেজ যাচাইঃ এজেন্সি থেকে সরবারহকৃত প্যাকেজ সমূহে আবাসন, পরিবহন, খাবার এবং ধর্মীয় স্থানগুলোর অ্যাক্সেস সহ অন্যান্য কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এবং তা গুনমান সম্পন্ন কিনা তা যাচাই করতে হবে।

প্যাকেজ খরচ ও শর্ত সমূহঃ হজ প্যাকজে নেওয়ার আগে হজ প্যাকেজ যাবতীয় খরচ, ভ্যাট সমূহ পর্যালোচনা করার পাশাপাশি ডিপোজিটের পরিমান, পেমেন্ট ইন্সটলম্যান্ট এবং পেমেন্ট প্রদানের সময় সীমা যাচাই করতে হবে।

হজের সময়কালঃ হজ প্যাকেজ সংগ্রহ করার আগে অবশ্যই হজ যাত্রার সময় সূচী এবং সৌদি আরবের অবস্থান করার সময় সীমা সহ অন্যান্য ধর্মীয় স্থান ঘুরে দেখার সুবিধাদি যুক্ত রয়েছে কিনা তা যাচাই করতে হবে।

গ্রুপের আকার ও আবাসন ব্যবস্থাঃ হজ প্যাকেজ সংগ্রহ করার আগে প্যাকেজের আওতায় কতজন সদস্য রয়েছে এবং থাকার ব্যবস্থা কেমন তা যাচাই করতে হবে। পাশাপাশি, পরিবারের সদস্য কিংবা স্বামী-স্ত্রী একত্রে থাকার জন্য আলাদা আবাসন ব্যবস্থা রয়েছে কিনা তা যাচাই করতে হবে।

পরিবহন ব্যবস্থাঃ শহর এবং শহরের বাইরে যাতায়াতের ক্ষেত্রে ব্যবহৃত পরিবহণ ব্যবস্থা নির্ভরযোগ্য এবং আরমাদায়ক কিনা তা এজেন্সি থেকে যাচাই করতে হবে।

চিকিৎসা সহায়তাঃ হজে ভ্রমণের সময় এবং অবস্থানকালীন সময়ে চিকিৎসা সহায়তা, জরুরী সার্ভিস এবং স্বাস্থ্যসেবা টিকা সহ যথাযথ চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে কিনা তা যাচাই করতে হবে।

গাইড / অপারেটরঃ হজ যাত্রার আগে, চলাকালীন এবং পরে হজ অপারেটর দ্বারা যথাযথ গ্রাহক সহায়তা পাওয়া যাবে কিনা তা যাচাই করতে হবে। এছাড়াও, ইমারজেন্সি প্রয়োজনে ২৪/৭ হেল্পলাইন ব্যবস্থা এবং যোগাযোগের নির্দিষ্ট কোনো পয়েন্ট সরবারহ করবে কিনা তা জেনে নিতে হবে।

হজ রেজিষ্ট্রেশন

বেসরকারি মাধ্যমে রেজিষ্ট্রেশনের ধাপ সমূহঃ

১। বেসরকারি মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে ১৮ বছরের উপরের বয়সী হজযাত্রীর জন্য এন.আই.ডি কার্ড, ১৮ বছরের নীচের বয়সী হজ যাত্রীদের জন্মনিবন্ধন এবং বিদেশে বসবাসরত নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর জন্য জন্মনিবন্ধন, ওয়ার্ক পারমিট অথবা ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে।

২। বেসরকারিভাবে রেজিষ্ট্রেশন করতে হলে হজযাত্রীকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির কাছে যেতে হবে।

৩। হজ এজেন্সি হজযাত্রীর এন.আই.ডির তথ্য নিয়ে রেজিষ্ট্রেশন সিস্টেমে এন্ট্রি করে ব্যাংকে রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার ভাউচার তৈরি করে দিবেন। হজযাত্রী ভাউচার নিয়ে ব্যাংকে নির্ধারিত পরিমাণ টাকা জমা দিয়ে হজ রেজিষ্ট্রেশন সম্পন্ন করে রেজিষ্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হবে। তাছাড়া, রেজিষ্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে সিস্টেমে এন্ট্রিকৃত হজযাত্রীর মোবাইলে রেজিষ্ট্রেশন নিশ্চিতকরণ এস.এম.এস. যাবে।

৪। ১৮ বছরের কম বয়সী, মহিলা ও নন-রেসিডেন্ট বাংলাদেশি হজযাত্রীর ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি এন.আই.ডি আছে এমন একজন হজযাত্রী সঙ্গে রেজিষ্ট্রেশন করতে হবে।

৫। বেসরকারি মাধ্যমে রেজিষ্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সি সমূহের তালিকা www.hajj.gov.bd/#hjpNoticTabFour  এই লিংক থেকে দেখতে পারেন।

৬। ই-হজ বিডি মোবাইল অ্যাপস ব্যবহার করে হজ বিষয়ক যে কোন তথ্যে জানতে পারেন।

বাংলাদেশের সেরা হজ প্যাকেজ এর মূল্য তালিকা November, 2024

November, 2024-এর বাংলাদেশের সেরা হজ প্যাকেজ এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের হজ প্যাকেজ ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা হজ প্যাকেজ এর তালিকা তৈরি করা হয়েছে।

হজ প্যাকেজ মডেল বাংলাদেশে দাম
Economy Hajj Package 14-Day to 40-Day 2024 ৳ ৬০০,০০০
14-Day A-Grade Tent VIP 5-Star Hajj Package 2024 ৳ ১,৬৯৫,০০০
14 to 35 Days Standard Hajj Package 2024 ৳ ৭৫২,০০০
14-18 Days 5 Star Royal Hajj Package 2024 ৳ ১,৬৫০,০০০
14-Day to 30-Day 3-Star Executive Hajj Package 2024 ৳ ৮৭৫,০০০
14-Day to 30-Day Executive Hajj Package 2024 ৳ ৮৭৫,০০০
VIP 5-Star Comfort 23-Day to 30-Day Hajj Package 2024 ৳ ৯৭৮,০০০
Hajj Pre-Registration Service for 2024-25 ৳ ৩০,০০০