ঘাস কাটার মেশিন কেনাকাটা
বাংলাদেশে প্রায় অধিকাংশ মানুষের ইচ্ছা একটি সুন্দর বাগান করার। কিন্তু বাগান করার পরে দেখা যায় কিছু আগাছা বা অতিরিক্ত ঘাস বাগানের সোন্দর্যকে নষ্ট করে। তাই বাগানকে সুন্দর এবং পরিপাটি রাখতে ঘাস কাটার মেশিন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন খেলার মাঠে অতিরিক্ত ঘাস কাটার কাজে এই মেশিন গুলো দেখতে পাওয়া যায়। ব্যক্তিগত ব্যবহার অথবা সামাজিক কাজে ব্যবহার হওয়া এই ঘাস কাটার মেশিন গুলো বর্তমানে অনেক দেখা যাচ্ছে। বাংলাদেশে ঘাস কাটার মেশিন এর দাম অনেক সস্তা।
ঘাস কাটার মেশিনের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যায়?
১। পছন্দের বাগানকে সুবিন্যস্ত রাখতে ঘাস কাটার মেশিনের থাকে বিশেষ অবদান।
২। বিভিন্ন আগাছা বা অতিরিক্ত ঘাস মাটিকে স্যাতস্যাতে করে ফেলে ফলে মাটির উর্বরতা হ্রাস পায়। এ সময়ে ঘাস কাটার মেশিন ব্যবহার করে অতিরিক্ত ঘাস গুলোকে তুলে ফেলা যায় খুব সহজেই।
৩। ঘাস কাটার মেশিন দিয়ে বিভিন্ন গবাদি পশুর খাদ্য সংগ্রহের জন্য ঘাস, খর-কুটা ইত্যাদি কাটা যায় সহজেই। এর ফলে খামারিরা পশুর খাদ্যের খরচ অনেকটাই কমিয়ে আনতে পারেন।
৪। ঘাস কাটার মেশিন শ্রম এবং সময় দুটোই কমিয়ে আনে।
৫। ঘাস কাটার মেশিন দিয়ে ব্যবসা করে বেকারত্ব দূর করা যায়।
৬। বাংলাদেশে বিভিন্ন ইঞ্জিনের ঘাস কাটার মেশিন পাওয়া যায় ফলে স্থান ভেদে নির্বাচন করা যায় কাঙ্খিত ঘাস কাটার মেশিন।
বাংলাদেশে ঘাস কাটার মেশিনের দাম কত?
বাংলাদেশে ঘাস কাটার মেশিনের দাম শুরু হয় মাত্র ৮,৫০০ টাকা থেকে। এটি ম্যানুয়াল ভাবে পরিচালিত হয়। এটিতে ৫ টি ধাতব ব্লেড আছে যা ঘাস কাটতে সাহায্য করে। এছাড়াও বিভিন্ন প্রযুক্তির ঘাস কাটার মেশিন বর্তমানে আছে বাংলাদেশের বাজারে। ঘাস কাটার মেশিনের দাম নির্ভর করে এগুলোর বিশেষত্বের উপর।
ঘাস কাটার মেশিনে কি তেল বেশি লাগে?
বাংলাদেশে তেল সহ এবং তেল ছাড়া দুইটি প্রযুক্তির ঘাস কাটার মেশিন পাওয়া যায় এবং এগুলো দামেও বেশ সস্তা। তবে তেল দ্বারা পরিচালিত ঘাস কাটার মেশিন গুলো অল্প তেলে কাজ করে। মাত্র ৬০০ মিলি লিটার প্রতি ঘন্টায় খরচ হয় বা এরও কম খরচ হয় এমন ঘাস কাটার মেশিন এর দাম খুব সস্তা এবং এগুলো বাংলাদেশের বাজারে অনেক আছে।
কীভাবে একটি ভালো মানের ঘাস কাটার মেশিন নির্বাচন করা যায়?
১। যতটুকু জায়গায় আগাছা বা অতিরিক্ত ঘাস পরিষ্কার করার পরিকল্পনা আছে তার জন্য যথেষ্ট শক্তিশালী একটি ঘাস কাটার মেশিন বেছে নিতে হবে।
২. ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য দীর্ঘদিন ব্যবহার করা যাবে এমন ঘাস কাটার মেশিন কেনা অত্যাবশ্যক।
৩. ঘাস কাটার মেশিনের কি দিয়ে তৈরি সেটি জেনে নিতে হবে এবং হ্যান্ডেলবারে বিশেষ কোনো সেবা প্রদানের সুইচ আছে কিনা দেখে নিতে হবে। অধিকাংশ ঘাস কাটার মেশিনের সাথে কিছু অতিরিক্ত সেবার জন্য বিশেষ কিছু বাটন থাকে।
৪. কতক্ষণ পরিচালিত হতে পারে পছন্দের ঘাস কাটার মেশিন সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
৫. কম কম্পনের ঘাস কাটার মেশিন অধিক ভালো।
৬। সহজে নিয়ন্ত্রণ করা যায় এমন ঘাস কাটার বেশি ভালো ফলে সময়ও বাঁচবে।
৭। ঘাস কাটার মেশিনের সাথে দরকারি সব আনুষাঙ্গিক এবং কাটিং সরঞ্জাম আছে কি না সেটি দেখে নিন।