জিপিএস ট্র্যাকার কেনাকাটা
বাংলাদেশে বর্তমানে অনেক ক্ষেত্রেই জিপিএস ট্র্যাকার ব্যবহার দেখা যাচ্ছে। বিভিন্ন কাজে জিপিএস ট্র্যাকার ব্যবহৃত হয়ে যেমন গাড়ির জন্য জিপিএস ট্র্যাকার, বাইকের জন্য জিপিএস ট্র্যাকার এবং অন্যান্য যানবাহন বা যন্ত্রের মধ্যে বেশি ব্যবহৃত হয়ে থাকে। জিপিএস ট্র্যাকারের সাহায্যে বাংলাদেশের ভিতর লোকেশন পাওয়া যায় খুব সহজেই। আর বর্তমানে বিডিতে এসব জিপিএস ট্র্যাকার প্রতিযোগিতামূলক দামে পাওয়া যাচ্ছে। কিছু জিপিএস ট্র্যাকারে ইন্টারনেট বা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করার জন্য সিম কার্ড সুবিধা রয়েছে। এটি ব্যবহার করার আগে নিশ্চিত করুন যে তারা সরকার অনুমোদিত।
বিডিতে জিপিএস ট্র্যাকার কত দামে পাওয়া যায়?
বিডিতে জিপিএস ট্র্যাকারের দাম ১,১৯৯ টাকা থেকে শুরু এবং এটি দিয়ে ভয়েস ডাটা, জিও ফেন্স অ্যালার্ম, স্টেটাস স্ক্রিন ও অন্যান্য সুবিধা পাওয়া যায়। আর জিপিএস ট্র্যাকারের ব্যবহারের উপর ভিত্তি করে কেনা উচিত যেমন বাচ্চাদের উপর নজর রাখার জন্য চাইল্ড ট্র্যাকার, ভেহিকলের জন্য ভেহিকল ট্র্যাকার ইত্যাদি।
জিপিএস ট্র্যাকারের কি কাজে লাগে?
জিপিএস ট্র্যাকার ব্যবহারের ফলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, সেগুলো হলোঃ
১। জিপিএস ট্র্যাকারের ফলে চুরি হয়ে যাওয়া বাইক বা গাড়ির লোকেশন খুব সহজেই পাওয়া যায়।
২। বাইক বা গাড়ি জিপিএস ট্র্যাকারের সাহায্যে ড্রাইভারের লোকেশন দেখে নিতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে।
৩। বিশেষ করে ছোট বাচ্চা স্কুলে যাচ্ছে তাই বাচ্চাদের সাথে মিনি জিপিএস ট্র্যাকার রাখলে বাচ্চার লোকেশন আপনি মোবাইল ব অন্যান্য এ জাতীয় ডিভাইসে দেখতে পারেন।
৪। প্রশাসনিক কাজে জিপিএস ব্যবহারের ফলে অপরাধীর গতিবিধি শণাক্ত করা যাবে খুব সহজেই।
৫। এটির সাহায্যে নিজের অবস্থান অপরজনকে পাঠানো যায় ফলে হারিয়ে গেলেও একে অপরকে খুঁজে পাওয়া যাবে সহজেই। ফলে বৃদ্ধদের সাথে এটি রাখলে তাদের হারিয়ে যাওয়ার ভয় নেই।