bdstall.com

অগ্নি নির্বাপক যন্ত্রের দাম

আইটেম ১-৩৬ এর ৩৬

অগ্নি নির্বাপক কেনাকাটা

অনেক জায়গায় যেখানে আগুন লাগার সুযোগ রয়েছে সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা খুবই প্রয়োজনীয়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করলে আগুন প্রতিরোধ করা যায়। কিছু ক্ষেত্রে ফায়ার ফাইটার কাজ শুরু না করা পর্যন্ত বড় অগ্নিকাণ্ডকে আরও ছড়িয়ে পড়া প্রতিরোধ করা যেতে পারে। তাই বাংলাদেশের অনেক জায়গায় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা অপরিহার্য। তাছাড়া বিডিতে অগ্নি নির্বাপক যন্ত্রের দাম তুলনামূলক কম তাই সবারই কেনা উচিত।

ফায়ার এক্সটিংগুইসারের প্রধারভেদ

সাধারণত বিভিন্ন দাহ্য পদাথের্র ক্ষেত্রে বিভিন্ন ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করা হয় কারণ ভুল জায়গায় আগুন নিভানোর জন্য ভুল অদাহ্য পদার্থ ব্যবহার করলে সেটা আরো ভয়ানক হতে পারে । যেমন তেল বা পেট্রোল জাতীয় পদার্থে আগুন লাগলে বা বৈদ্যুতিক কিছুতে আগুন লাগলে সেখানে পানি দিলে সেটা কখনোই কাজ করবে না। সেই ভিত্তিতে ফায়ার এক্সটিংগুইসারকে চারভাগে ভাগ করা যায়। যথা:-

ক্লাস এ: এই ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রে মূলত পানি ব্যবহৃত হয় এবং এ-ক্লাস রেটিং আগুণ নিভানোর জন্য আদর্শ  যেমন কাঠ, কাগজপত্র, কাপড়।

ক্লাস বি: ফেনা ভিত্তিক অগ্নিনির্বাপক যন্ত্র ক্লাস-এ এবং ক্লাস-বি আগুনের জন্য ব্যবহার করা যেতে পারে। ফেনা মূলত তরল অগ্নি (ক্লাস বি) যেমন পেট্রোল, ডিজেলের জন্য ব্যবহৃত হয় তবে এটি কাঠ, ফ্যাব্রিক (ক্লাস এ) ভিত্তিক আগুনকে কার্যকরভাবে নিভাতে পারে।

ক্লাস সি: কার্বন ডাই অক্সাইড অগ্নি নির্বাপক যন্ত্র বৈদ্যুতিক আগুন বা ক্লাস সি আগুনের জন্য ব্যবহৃত হয়। তাছাড়া এটি ক্লাস বি-আগুন যেমন ফ্লেম্যাবল তরলের আগুনের ক্ষেত্রেও কার্যকরী।

ক্লাস ডি: শুকনো গুঁড়া পাউডার মূলত এই ধরণের অগ্নি নির্বাপক যন্ত্রগুলিতে ব্যবহৃত হয় এবং ক্লাস-ডি আগুন বা ধাতব আগুনের জন্য ব্যবহৃত হয়।

বিডিতে অগ্নি নির্বাপক যন্ত্রের দাম কত?

বিডিতে অগ্নি নির্বাপক যন্ত্রের দাম সাধারণত ৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত যেখানে এটি রাসায়নিক, দাহ্য তরল, কাঠ, গ্যাস, বৈদ্যুতিক বিপদের আগুন নিভিয়ে দিতে পারে। যাইহোক, যে ধরনের আগুন নেভাতে হবে তার উপর ভিত্তি করে অগ্নি নির্বাপক যন্ত্র নির্বাচন করা উচিত।

ফায়ার এক্সটিংগুইসারের ব্যবহার

যেহুতু অগ্নিনির্বাপক যন্ত্রের ভিতরে বিশেষ অদাহ্য পদার্থ খুব উচ্চচাপে সংরক্ষিত থাকে তাই এটা ব্যবহারের কিছু সুনিদির্ষ্ট নিয়ম মেনে এবং ব্যবহারের সময় অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে।

১) সবার প্রথমে সেফটি পিনটি টেনে বের করুন।

২) তারপর নিরাপদ দুরত্বে থেকে নজলটি আগুনের দিকে তাক করে ধরুন।

৩) এরপর হাত দিয়ে নজলটি চাপুন ।

৪) ফায়ার এক্সটিংগুইসারটি আগুনের দিকে তাক করে এদিক ওদিক নাড়িয়ে আগুন নিভানোর চেষ্টা করুন।

বাংলাদেশের সেরা অগ্নি নির্বাপক এর মূল্য তালিকা November, 2024

November, 2024-এর বাংলাদেশের সেরা অগ্নি নির্বাপক এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের অগ্নি নির্বাপক ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা অগ্নি নির্বাপক এর তালিকা তৈরি করা হয়েছে।

অগ্নি নির্বাপক মডেল বাংলাদেশে দাম
AFO Auto Fire Extinguisher Ball ৳ ৯৫০
Fire Extinguisher Co2 5Kg ৳ ৩,৫০০
Taifun CO2 Fire Extinguisher 3Kg ৳ ৩,০০০
ABC Dry Powder 2 Kg Fire Extinguisher ৳ ১,২০০
Taifun CO2 Fire Extinguisher 5 Kg ৳ ৩,৫০০
ABC Dry Powder 3 Kg Fire Extinguisher ৳ ১,৫০০
6Kg Auto Fire Extinguisher ৳ ১,৮০০
Fire Stop Mini Fire Extinguisher 500ml ৳ ৩৬০
1000ml Portable Fire Stop Extinguisher ৳ ৪৫০
AFFF 9L Foam Type Fire Extinguisher ৳ ২,১০০