bdstall.com

ইলেকট্রিক চুলা এর দাম 2024

আইটেম ১-২১ এর ২১
বাংলাদেশে সংশ্লিষ্ট ইলেকট্রিক চুলা এর দাম

ইলেকট্রিক চুলা কেনাকাটা

ইলেকট্রিক চুলা হচ্ছে বিদ্যুৎ ব্যবহার করে খাবার রান্না করার সহায়ক ডিভাইস। এটি রান্না করার ক্ষেত্রে প্রয়োজনীয় তাপ দক্ষভাবে সরবারহ করে পাশাপাশি রান্নার সময় ও রান্নাকে তরান্বিত করে। বর্তমানে বাংলাদেশে ইলেকট্রিক চুলা রান্নার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সীমিত অ্যাক্সেস এবং এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যায় বহুল হওয়ায় বাংলাদেশের বাজারে ইলেকট্রিক চুলার চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রিক কুকার বাংলাদেশে ইলেকট্রিক চুলা নামে সবচেয়ে বেশি পরিচিত। বর্তমানে ফিলিপস, সেনকর, ওসাকা, মিয়াকো, কিয়াম এর মত জনপ্রিয় ব্র্যান্ডের পাশাপাশি চায়না ও দেশীয় ব্র্যান্ডের ইলেকট্রিক চুলা বাংলাদেশে সাশ্রয়ী দামে পাওয়া যায়।

ইলেকট্রিক চুলা কেন কিনবো?

  • ইলেকট্রিক চুলা রান্নার পাত্রকে সরাসরি গরম করে থাকে তাই দ্রুত রান্না করা যায়।
  • ইলেকট্রিক চুলায় সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রনের ব্যবস্থা রয়েছে ফলে রান্নার প্রয়োজন অনুযায়ী তাপ সামঞ্জস্য করা যায়।
  • এছাড়াও ইলেকট্রিক চুলায় বিল্ট-ইন সেফটি ফিচার রয়েছে যার ফলে কোনো কুকওয়্যার শনাক্ত না হলে কিংবা সরিয়ে নিলে অটোমেটিক বন্ধ হয়ে যায়।
  • ইলেকট্রিক চুলা মসৃণ ও সমতল হওয়ায় সহজেই পরিষ্কার করা যায়।
  • রান্নার সময় ইলেকট্রিক চুলায় শুধুমাত্র কুকওয়্যার ও এর আশেপাশের অংশ গরম করে থাকে। ফলে কুকটপ স্পর্শ করলে পোড়ার সম্ভবনা খুবই কম।
  • চাইল্ড সেফটি লক সহ বিভিন্ন ধরণের সেফটি ফিচারের সমন্বয়ে ইলেকট্রিক চুলা ডিজাইন করা হয়েছে। ফলে এই ধরণের ইলেকট্রিক কুকার ব্যবহারে দুর্ঘটনার ঝুকি অনেক কম।
  • ইলেকট্রিক চুলা মসৃণ এবং আধুনিক ডিজাইনে তৈরি হওয়ায় রান্নাঘরের আকর্ষণীয় করে তুলবে।

ইলেকট্রিক চুলা কেনার আগে

পাওয়ার রেটিংঃ বাসা-বাড়ির বৈদ্যুতিক পাওয়ার এর সাথে চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় রান্নার কাজ পরিচালনা করার ক্ষেত্রে ইলেকট্রিক চুলার পাওয়ার রেটিং অবশ্যই যাচাই করতে হবে।

বৈদ্যুতিক কুকারের ক্যাপাসিটিঃ সাধারণত ইলেকট্রিক চুলায় কত লোকের জন্য রান্না করা যাবে এবং চাহিদা অনুযায়ী ইলেকট্রিক কুকারের ক্যাপাসিটি রয়েছে কিনা তা যাচাই করতে হবে।

পাওয়ার লেভেলঃ ইলেকট্রিক চুলায় রান্না করার ক্ষেত্রে প্রেসার কুকিং, স্লো কুকিং, স্যুটিং এবং স্টিমিং এর মত পাওয়ার সেটিংস কম বা বেশি করা যাবে কিনা তা যাচাই করতে হবে।

তৈরিকৃত উপাদানঃ ইলেকট্রিক চুলা সাধারনত স্টেইনলেস স্টিল, অ্যালুমিনিয়াম, রাবারের সমন্বয়ে তৈরি যা যথেষ্ট টেকসই এবং দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগী হয়ে থাকে। তাই ইলেকট্রিক চুলা কেনার ক্ষেত্রে যাচাই করতে হবে।

বৈদ্যুতিক কুকার প্লেটঃ ইলেকট্রিক চুলায় বিভিন্ন ধরণের প্লেট থাকে যেমন মাইক্রো ক্রিস্টাল, সিরামিক টেম্পার গ্লাস, ক্রিস্টাল গ্লাস, পলিশড ক্রিস্টাল প্লেট সহ বিভিন্ন ধরনের প্লেটের সমন্বয়ে পাওয়া যায়। উপরন্তু, ইনফ্রারেড কুকার বাংলাদেশে পাওয়া যায় এবং সবচেয়ে সুবিধা হল এর প্লেট যেকোনো পাত্রকে গরম করতে পারে যেখানে ইন্ডাকশন প্লেট শুধুমাত্র সামঞ্জস্যপূর্ণ পাত্রকে গরম করতে পারে। তাই ইলেকট্রিক চুলা কেনার আগে অবশ্যই প্লেট যাচাই করতে হবে।

নন স্টিক ইনার পটঃ ইলেকট্রিক চুলা সহজে পরিষ্কার এবং রান্নার পর খাবার ছাড়িয়ে নেওয়ার জন্য সুবিধাজনক নন স্টিক ইনার পট রয়েছে কিনা তা যাচাই করতে হবে।

সেফটি ফিচারঃ ইলেকট্রিক চুলা ব্যবহারে যেকোনো ধরণের দুর্ঘটনা এড়াতে চাইল্ড লক, ওভারহিট প্রটেকশন, সেলফ লুব্রিকেন্ট ফ্যান, অটোমেটিক পাওয়ার অফ অন ফাংশন রয়েছে কিনা যাচাই করতে হবে।

বাজেট সামঞ্জস্যতাঃ বাংলাদেশে ভিশন, ফিলিপস সহ বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক কুকার ভিন্ন ভিন্ন মডেলে পাওয়া যায়। মডেল এবং ফিচার সমূহের উপর ভিত্তি করে ইলেকট্রিক চুলার দাম কম বেশি হয়ে থাকে। তাই বাজেটের সাথে সামঞ্জস্য এবং মান সম্পন্ন বৈদ্যুতিক কুকার যাচাই করতে হবে।

গ্যাস কুকারের চেয়ে কি ইলেকট্রিক চুলা সাশ্রয়ী?

হ্যা, গ্যাস কুকারের তুলনায় ইলেকট্রিক চুলা যথেষ্ট সাশ্রয়ী। কারণ ইলেকট্রিক চুলা ব্যবহারে আলাদাভাবে গ্যাস লাইন সেট আপ এর প্রয়োজন হয় না। পাশাপাশি গ্যাস কুকারের তুলনায় ইলেকট্রিক চুলা ব্যবহারে রান্নার পাত্রকে সরাসরি গরম করে থাকে ফলে তাপের অপচয় কম হয়। এছাড়াও গ্যাস কুকারের তুলনায় বৈদ্যুতিক কুকার রক্ষণাবেক্ষণ এবং মেরামত খরচ অনেক কম হয়ে থাকে।

ইলেকট্রিক চুলার দাম কত?

ইলেকট্রিক চুলার দাম সাধারণত ব্র্যান্ড, মডেল, সাইজ, ফিচারস এবং গুণমানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। বাংলাদেশে ইলেকট্রিক চুলার দাম ১৮০০ টাকা সিঙ্গেল চুলা দিয়ে ডিজাইন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশে মান সম্পন্ন ইলেকট্রিক চুলার দাম ৩০০০ টাকা থেকে শুরু। পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে ও উন্নত সেফটি ফিচার সম্পন্ন বৈদ্যুতিক কুকারের দাম ৬,০০০ টাকার বেশি।

বাংলাদেশের সেরা ইলেকট্রিক চুলা এর মূল্য তালিকা March, 2025

2024 & March, 2025-এর বাংলাদেশের সেরা ইলেকট্রিক চুলা এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের ইলেকট্রিক চুলা ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা ইলেকট্রিক চুলা এর তালিকা তৈরি করা হয়েছে।

ইলেকট্রিক চুলা মডেল বাংলাদেশে দাম
Vision VSN-40A4-Eco Infrared Cooker ৳ ৩,৪৯৯
Vision RE-VSN-XI-30A3 Infrared Cooker ৳ ২,৯০০
Vision 40A3 HiLife Infrared Cooker ৳ ৩,৮৯০
Konka GA-KGF01 2-in-1 Infrared & Gas Hob 2 ৳ ১৬,৯০০
Vision VSN-1204-Eco Induction Cooker ৳ ৩,২৯৯
Vision 70% Energy Save Induction Cooker ৳ ৩,১৯০
Vision VSN-INF-XI26 Infrared Cooker ৳ ৩,৫৯৯
Konka KK-IN01 Copper Coil Induction Cooker ৳ ৬,৭০০
Philips HD4929 2100W Induction Cooktop ৳ ৬,৯৯০
YUEERDE 1.5 Liter Electric Mini Cooking Pot ৳ ৯৫০