bdstall.com

ইয়ার প্লাগ এর দাম ২০২৫

আইটেম ১-৬ এর ৬

ইয়ার প্লাগ কেনাকাটা

ইয়ার প্লাগ হচ্ছে কানের সুরক্ষা ডিভাইস যা ব্যবহারকারীকে অতিরিক্ত শব্দ থেকে নিরাপদ রাখে। এটি বাংলাদেশে মূলত কোলাহলপূর্ণ এরিয়া, শিল্প অঞ্চল এবং প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের শব্দ দূষণ থেকে নিরাপদ থাকতে সহায়তা করে। ইয়ার প্লাগ শব্দের তীব্রতা হ্রাস করে এবং সম্ভাব্য ক্ষতি থেকে কানকে রক্ষা করে। বর্তমানে শব্দ দূষণ থেকে কানকে নিরাপদ রাখতে এবং সামগ্রিক সুস্থতা বাড়াতে বাংলাদেশে ইয়ার প্লাগ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশে কি কি ধরণের ইয়ার প্লাগ পাওয়া যায়?

ফোম ইয়ারপ্লাগঃ ফোম ইয়ারপ্লাগ সাধারণত নরম, প্রসারণযোগ্য ফোম দিয়ে তৈরি। এই ধরণের ইয়ারপ্লাগ কানের সাথে ফিট ভাবে ব্যবহারের জন্য রোল এবং সংকুচিত করে ব্যবহার করা যায় যা শব্দ কমাতে যথেষ্ট কার্যকর।

সিলিকন ইয়ারপ্লাগঃ সিলিকন ইয়ারপ্লাগ নরম, নমনীয় সিলিকন উপাদান দিয়ে তৈরি এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার উপযোগী। এই ধরণের ইয়ারপ্লাগ আরামদায়ক এবং কাস্টমাইজড ফিট নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে।

এছাড়াও বর্তমানে বিডিতে সাশ্রয়ী দামে মোমের ইয়ার প্লাগ, মিউজিশিয়ান ইয়ার প্লাগসহ আকর্ষণীয় ডিজাইনে বিভিন্ন ধরণের ইয়ারপ্লাগ পাওয়া যায়।

ইয়ার প্লাগ ব্যবহার করা কেন জুরুরি?

১। ইয়ার প্লাগ ব্যবহারের প্রধান উদ্দেশ্য হচ্ছে উচ্চ শব্দের এক্সপোজার কমানো। নির্মাণ সাইট, কনসার্ট বা উচ্চশব্দের কর্মক্ষেত্রে ইয়ার প্লাগ ব্যবহারের ফলে শব্দের মাত্রা কানের ভিতরের সংবেদনশীল কাঠামোর ক্ষতি করে না এবং স্থায়ী শ্রবণশক্তি হ্রাস বা অন্যান্য শ্রবণ সমস্যা সৃষ্টি করে না।

২। শব্দ জনিত কারণে যেন ঘুমের ব্যাঘাত না হয় সেক্ষেত্রে ইয়ারপ্লাগ শান্ত পরিবেশ তৈরি করে স্বাভাবিক ঘুমে সহায়তা করে।

৩। বিমান, ট্রেন কিংবা বাসে ভ্রমণের ক্ষেত্রে ইঞ্জিনের উচ্চ শব্দ ভ্রমণে অস্বস্তি তৈরি করতে পারে। আর এক্ষেত্রে ভ্রমণের সময় ইয়ারপ্লাগ ব্যবহার করলে শব্দের প্রভাব কমানোর পাশাপাশি যাত্রাকে আরামদায়ক থাকতে সাহায্য করে।

৪। ইয়ারপ্লাগ ব্যবহারে সাধারণত সাঁতার কাটার সময়,কিংবা বিভিন্ন ওয়াটার স্পোর্টসের ক্ষেত্রে ব্যবহারকারীর কানে পানি প্রবেশে বাধা সৃষ্টি করে।

৫। পড়াশোনা কিংবা কোলাহলপূর্ণ পরিবেশে কাজ করার সময় কাজে কিংবা পড়াশোনায় কন্সেন্ট্রেশন এবং ফোকাস করতে সহায়তা করে।

তবে, ইয়ারপ্লাগ ব্যবহারের ক্ষেত্রে ডাক্তার বা অডিওলজিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যবহার করা উত্তম।

ইয়ার প্লাগের দাম কত?

ইয়ার প্লাগের দাম সাধারণত ব্র্যান্ড, গুণমান এবং ডিজাইনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে ইয়ার প্লাগের দাম ৫০ টাকা থেকে শুরু যা ২৯ ডেসিবল পর্যন্ত শব্দ কমানোর সক্ষমতা রয়েছে।এছাড়াও স্পোর্টস ইভেন্ট, স্টাডি জোন, কনস্ট্রাকশন সাইট, অটোমোবাইল রেসিং, কারখানায় কাজের ক্ষেত্রে ব্যবহার উপযোগী ইয়ার প্লাগ ১৫০ টাকা ২০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়।

ইয়ার প্লাগ কেনার আগে কি কি দেখতে হবে?

নয়েজ রিডাকশন রেটিংঃ ইয়ার প্লাগ কেনার আগে প্রয়োজন অনুযায়ী কার্যকরভাবে শব্দ দূষণ কমানোর সক্ষমতা সম্পন্ন নয়েজ রিডাকশন রেটিং যাচাই করতে হবে।

ফিটঃ কানের সাথে সঠিক সাইজ এবং আরামদায়ক ভাবে ফিট হয় না কিনা তা যাচাই করতে হবে।

তৈরিকৃত উপাদানঃ বর্তমানে বাংলাদেশে সিলিকন, ফোম কিংবা মোমের তৈরি ইয়ার প্লাগ পাওয়া যায়। তৈরিকৃত উপাদান ভেদে ইয়ার প্লাগের দামের পার্থক্য হয়ে থাকে। তাই ইয়ার প্লাগ কেনার আগে ভালো ভাবে যাচাই করে নেওয়া উচিত।

ডিসপোজাল ও রিইউজেবলঃ ইয়ার প্লাগ একবার ব্যবহার করা যাবে না বার বার ব্যবহার করা যাবে তা যাচাই করে নেওয়া উচিত।

সামঞ্জস্যতাঃ নিরপত্তা হেলমেট কিংবা চশমা ব্যবহারের সাথে সামঞ্জস্যভাবে ইয়ার প্লাগ ফিট হবে কিনা তা যাচাই করে নেওয়া উচিত।

ব্যবহারের উদ্দেশ্যঃ ব্যবহৃত স্থানের পরিবেশ বিবেচনায় নিয়ে উপযুক্ত ইয়ার প্লাগ বিবেচনা করা উচিত।

বাংলাদেশের সেরা ইয়ার প্লাগ এর মূল্য তালিকা April, 2025

2024 & April, 2025-এর বাংলাদেশের সেরা ইয়ার প্লাগ এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের ইয়ার প্লাগ ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা ইয়ার প্লাগ এর তালিকা তৈরি করা হয়েছে।

ইয়ার প্লাগ মডেল বাংলাদেশে দাম
Good Quality Ear Plug ৳ ৩৫০
Buffter Noise Filter ৳ ৩৫০
Buffer Ear Plug ৳ ১৫০
3M Ear Plug ৳ ১৪০
Best Noise Reduction Ear Muff ৳ ৮৫০