ইলেকট্রনিক সিগারেট কেনাকাটা
ইলেকট্রিক সিগারেট মূলত ধূমপান আসক্ত ব্যক্তিদের সিগারেট থেকে দূরে রাখে। অধিকাংশ সময়ে ইলেকট্রিক সিগারেট ধূমপান আসক্ত ব্যক্তিদের পরিপূর্ণ ভাবে ধূমপান ছাড়তে সাহায্য করে। ইলেকট্রিক সিগারেট বর্তমানে বাংলাদেশে ভেপ নামেও পরিচিত। তবে, ভেপ ব্যবহারে কিছু বিধিমালা ও ব্যবহারকালিন সতর্কতা রয়েছে যা অবহেলার কারনে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে।
কে ইলেকট্রিক সিগারেট ব্যবহার করবে?
ইলেকট্রিক সিগারেট শুধুমাত্র ধূমপান আসক্ত ব্যক্তিদের ব্যবহারের জন্য উপযুক্ত। কারণ, ধূমপান ছাড়ার উপকরণ হিসেবে ভেপ বা ইলেকট্রিক সিগারেট ব্যবহার করা হয়। এছাড়াও, অনেক সময় তরুণরা শখ করে ইলেকট্রিক সিগারেট ব্যবহার শুরু করে এবং পরবর্তীতে আসক্তিতে রূপান্তর হয়। তাই, শখের বশে ও স্টাইল করার জন্য ইলেকট্রিক সিগারেট ব্যবহার করা উচিত হবে না।
ইলেকট্রিক সিগারেট ব্যবহারে সতর্কতা
- দীর্ঘ সময় ধরে ইলেকট্রিক সিগারেট বা ভেপ ব্যবহার থেকে বিরত থাকুন।
- ভেপ নিয়মিত ধূমপানের ন্যায় ব্যবহার করা উচিত হবে না। ভেপ শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে হবে। যাতে করে ধূমপানে আসক্তি কমে যায় এবং ধূমপান ছাড়তে সুবিধা হয়।
- শখের বশে ইলেকট্রিক সিগারেট বা ভেপ ব্যবহার হতে বিরত থাকুন।
- ১৮ বছরের নিচে যাদের বয়স তারা ইলেকট্রিক সিগারেট ব্যবহার হতে বিরত থাকুন।
- ভেপ ব্যবহারের পাশাপাশি ধূমপান থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে।
- ভেপের সাথে নিকোটিন মুক্ত লিকুইড ব্যবহার করুন। অন্যথায়, ক্যান্সারের মত প্রাননাশক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
- লিকুইড ব্যবহারের পূর্বে মেয়াদ দেখে নিতে হবে। মেয়াদোত্তীর্ণ লিকুইড কোন ভাবেই ব্যবহার করা যাবে না।
বিডিতে ভেপের দাম কত?
বিডিতে ভেপের দাম কোয়ালিটির ভিত্তিতে ৫০০ টাকা থেকে ৭,০০০ টাকা মধ্যে হয়ে থাকে। বিশেষ করে উন্নতমানের ইলেকট্রিক সিগারেটগুলো ৩,৫০০ টাকা থেকে ৭,০০০ টাকার মধ্যে পাওয়া যায়।