স্মার্ট Door Lock কেনাকাটা
বর্তমানে সারাবিশ্বে বাসাবাড়ি, অফিস, ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আধুনিক প্রযুক্তির কল্যাণে নিরাপত্তা নিশ্চিতকরনে বাজারে এসেছে স্মার্ট ডোর লক। স্মার্ট ডোর লক হচ্ছে মূলত ওয়াই-ফাই বা ব্লুটুথ মাধ্যমে সংযুক্ত সিকিউরিটি লক যা ব্যবহারকারীকে বাসা বাড়ি, অফিস, ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশের জন্য সাধারণত ভয়েস কমান্ড, ফেস ডিটেকশন, ফিংগারপ্রিন্ট, এবং নাম্বার প্রেস করে ডোর লক এবং আনলক করেত পারে। স্মার্ট লক ব্যবহার করলে আলাদা করে চাবি বহন করার প্রয়োজন হয় না। স্মার্ট ডোর লক আকর্ষণীয় ডিজাইন, অধিক নিরাপদ, ও ব্যবহারে সুবিধাজনক হওয়ায় দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে।
বাংলাদেশে কয় ধরনের স্মার্ট ডোর লক পাওয়া যায়?
ফিঙ্গারপ্রিন্ট যুক্ত স্মার্ট ডোর লকঃ স্মার্ট ডোর লকের মধ্যে অন্যতম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত ডোর লক। এই ধরনের দরজার লক চাবিহীন এবং বার বার ফিঙ্গার ব্যবহারে নষ্ট না হওয়ার মত প্রতিরোধ ক্ষমতা দিয়ে তৈরী করা হয়েছে। তাই ফিঙ্গারপ্রিন্ট যুক্ত স্মার্ট ডোর লক প্রচলিত লকের থেকে যথেষ্ট ভালো। তাছাড়া এই স্মার্ট ডোর লকে রুমমেট কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের ফিংগারপ্রিন্ট সংরক্ষন করে রাখার ব্যবস্থা রয়েছে। তবে, কিছু কিছু ফিঙ্গারপ্রিন্ট যুক্ত ডোর লক স্মার্ট হোম সিস্টেম যুক্ত থাকার ফলে দূরবর্তী স্থান থেকে আনলক করা যায়।
পাসওয়ার্ড সংযুক্ত স্মার্ট ডোর লকঃ পাসওয়ার্ড সংযুক্ত স্মার্ট ডোর লক মূলত একটু পুরোনো ধরনের স্মার্ট ডোর লক। এই ধরনের ডোর লকে সাধারণত নিজের ইচ্ছানুযায়ী পাসওয়ার্ড সেট করা যায়। যা পরবর্তীতে পাসওয়ার্ড জানা সদস্যরা সহজেই বাড়ি কিংবা অফিসে প্রবেশ করতে পারে। তাছাড়া এই ধরনের ডোর লকে পাসওয়ার্ড সেট করার পাশাপাশি এক ধরনের স্পেশাল কী সেট করার ফাংশন রয়েছে। যার ফলে পাসওয়ার্ড ভুলে গেলেও কী ডায়াল করার মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যাবে।
ভিডিও ইন্টারকম সংযুক্ত স্মার্ট ডোর লকঃ ভিডিও ইন্টারকম যুক্ত স্মার্ট লক বর্তমানে উন্নত প্রযুক্তির সেরা ডোর লক। স্মার্ট লকের সাথে ডিভাইসটি মূলত সংযুক্ত থাকে এবং ওয়াইফাই কানেক্টিভিটির মাধ্যমে দরজার বাইরে থাকা লোকজনকে সহজে শনাক্ত করা যাবে। গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় ভিডিও ইন্টারকম সংযুক্ত স্মার্ট লক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওয়াইফাই যুক্ত থাকায় ভিডিও ইন্টারকম সংযুক্ত স্মার্ট তালার মাধ্যমে বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের দরজার বাইরে অবস্থান করা লোকদের সহজে শনাক্ত করা যায় এবং ভিতরে প্রবেশের অনুমতি প্রদান করা যাবে।
পুল এন্ড পুশ স্মার্ট ডোর লকঃ পুল এন্ড পুশ ডোর লক মূলত পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট এবং কার্ড ইত্যাদি ব্যবহার করে আনলক করা যায়। এই ধরনের স্মার্ট ডোর লকে ব্যবহৃত ডিভাইসটির সুবিধা, ব্যবহারকারী বান্ধব এবং প্রিমিয়াম আউটলুকে তৈরি ফলে বাসা, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের দরজার হাতল হিসেবে নিখুতভাবে মানানসই হবে৷ তাছাড়া পুল এন্ড পুশ স্মার্ট ডোর লক প্রবীণ বয়সী লোকদের জন্য সহজে ব্যবহার উপযোগী হয়ে থাকে।
বাংলাদেশে স্মার্ট ডোর লকের দাম কত?
বর্তমানে বাংলাদেশে স্মার্ট ডোর লকের দাম ডোর লকের ডিজাইন, সেন্সর, লক বা আনলক করা ফাংশন এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে ১,৭০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্য থেকে শুরু হয়। তবে কার্ড,ফিঙ্গার প্রিন্ট, এবং পাসওয়ার্ড ইত্যাদি ফিচারযুক্ত স্মার্ট ডোর লকের দাম ১৭,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকার মধ্য থেকে শুরু হয়।