খাবার টেবিল কেনাকাটা
বাংলাদেশে ডাইনিং টেবিল দৈনন্দিন জীবনে সবার চাহিদার একটি গুরুত্বপূর্ণ আসবাবপত্র। একটি ডাইনিং টেবিল গৃহসজ্জাকে পরিপূর্ণতা প্রদান করে থাকে। খাবারের সময় মনোরম পরিবেশ গড়ে তুলতে ডাইনিং টেবিল একটি আদর্শ ভূমিকা পালন করে। আর বাংলাদেশে মানুষ ডাইনিং টেবিল ব্যবহার করতে অভ্যস্ত তাই বিভিন্ন ডিজানের ডাইনিং টেবিল পাওয়া যায়।
কি কি উপকরণের ডাইনিং টেবিল সেট বাংলাদেশে পাওয়া যায়?
বাংলাদেশে কাঠ, গ্লাস এবং মার্বেল উপকরণের তৈরি ডাইনিং টেবিল পাওয়া যায়। কাঠের ডাইনিং টেবিলে গ্রাহকের ইচ্ছা মতো নকশা করা হয়ে থাকে। বেশিরভাগ পরিবারে কাঠের তৈরি ডাইনিং টেবিল দেখা যায়। গ্লাস ডাইনিং টেবিল গুলো মূলত বানানো হয় চারটি পায়ার ভরে উপরে গ্লাস দিয়ে। মার্বেল ডাইনিং টেবিল গুলো বেশির ভাগ রেস্টুরেন্টে দেখা যায় আবার অনেকে বাসায় ব্যবহার করে। মার্বেলের তৈরি ডাইনিং টেবিল গুলো পরিবেশ বান্ধব। এগুলো পরিষ্কার করাও খুব সহজ।
বাংলাদেশে কোন কোন সাইজের ডাইনিং টেবিল পাওয়া যায়?
বাংলাদেশে ৪ চেয়ার, ৬ চেয়ার, ৮ চেয়ার বা সিটার ডাইনিং টেবিল বেশি পাওয়া যায়। ৪ চেয়ার এবং ৬ চেয়ারের ডাইনিং টেবিল বাংলাদেশে বেশির ভাগ ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। ৮ চেয়ারের ডাইনিং টেবিল বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার হয়ে থাকে।
বাংলাদেশে ডাইনিং টেবিলের দাম কত?
বাংলাদেশে ডাইনিং টেবিলের দাম ১৭,০০০ টাকা থেকে শুরু এবং এগুলো সাধারণত ৪ চেয়ার বা ৬ চেয়ারের আকর্ষণীয় ডিজাইনের হয়। টেবিলের উপরিভাগ কাঠের বা গ্লাসের হয়। তবে ডাইনিং টেবিলের দাম নির্ভর করে এর ম্যাটারিয়াল, ডিজাইন, কালার কোয়ালিটি এবং নতুনত্বের উপর। দাম যাই হোক নিজের পছন্দের উপর প্রাধান্য দেয়া উচিত।
কোন আকৃতির ডাইনিং টেবিল বেশি ভালো?
গোলাকার, চারকোনা এবং আয়তকার আকৃতির ডাইনিং টেবিল বেশি ব্যবহার হয় বাংলাদেশে। রুমের আকৃতির উপর ভিত্তি করে ডাইনিং টেবিলের আকৃতি নির্বাচন করা ভালো। রুমের আকৃতি বড় হলে মাঝ বরাবর গোলাকার টেবিল এবং চারকোনা টেবিল ব্যবহার করা যেতে পারে। এটি দেখতেই খুব ভালো লাগবে। রুমের আকার ছোট হলে এক পাশ দিয়ে আয়তকার টেবিল রাখলে বেশি মানাবে।
একটি ভালো মানের ডাইনিং টেবিল কেনার ক্ষেত্রে কি কি জানা দরকার?
নিচের গাইডলাইন গুলো জানলে পছন্দ অনুযায়ী একটি ভালো মানের ডাইনিং টেবিল কেনা যাবেঃ
ঘরের মাপঃ
ঘরের মাপ অনুযায়ী ডাইনিং টেবিল কেনা উচিৎ। একটি ডাইনিং টেবিল কেনার এটি রাখার স্থানের মাপ সম্পর্কে অবশ্যই জানতে হবে। ডাইনিং স্পেস যদি বড় হয় আর টেবিল যদি ছোট হয় তাহলে এটি হবে বেমানান, আবার ঘরের মাপ ছোট কিন্তু টেবিল বড় সেটি অনেক জায়গা দখল করবে। তাই ঘরের মাপ সম্পর্কে অবগত হয়ে ডাইনিং টেবিলের সাইজ পছন্দ করতে হবে।
ডাইনিং টেবিলের ডিজাইন এবং কালারঃ
বিভিন্ন রকমের ডিজাইন এবং কালারের ডাইনিং টেবিল বাংলাদেশের বাজারে কম দামে পাওয়া যাচ্ছে। তবে বাসার অন্যান্য আসবাবপত্রের কালারের সাথে মিলিয়ে ডাইনিং টেবিল কেনা দরকার। নকশার ক্ষেত্রেও একই জিনিস বিবেচনা করতে হবে। বাংলাদেশে দুই ধরণের ফার্নিচার কালার পাওয়া যায় একটি হচ্ছে নেচারাল হ্যান্ড পলিশ কালার এবং আরেকটি হচ্ছে স্প্রে কালার। নেচারাল হ্যান্ড পলিশ কালার আসবাবপত্রের জন্য বেশি উপযোগী। এই রঙ গুলো আসবাবপত্রের পাকৃতিক রঙ বজায় রাখতে সহায়তা করে। অন্যদিকে স্প্রে কালার গুলো দীর্ঘস্থায়ী বেশি হয়।
ডাইনিং টেবিল পরিষ্কারের ক্ষেত্রে কি কি জানা ভাল?
পছন্দের ডাইনিং টেবিলের রঙ নষ্ট হয়ে যাওয়ার পিছনে মূল কারণ সঠিক ভাবে পরিষ্কার না করায়। অনেকেই কাঠের ডাইনিং টেবিল গুলোতে বিভিন্ন লিকুইড স্প্রে ছিটিয়ে পরিষ্কার করে যার ফলে টেবিলের রঙ এবং চেয়ারের রঙ মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাঠের ডাইনিং টেবিল গুলো হালকা ভেজা সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে মোটা কাপড় দিয়েও পরিষ্কার করা থেকে বিরত থাকতে হবে। গ্লাস এবং মার্বেলের ডাইনিং টেবিল সেট পরিষ্কারের ক্ষেত্রে বিভিন্ন লিকুইড জেল ব্যবহার করা যাবে।