bdstall.com

গেমিং পিসির দাম ২০২৪

আইটেম ১-৪০ এর ৯০

গেমিং Desktop Pc কেনাকাটা

গেমিং পিসির জন্য কি কি পার্টস গুরুত্বপূর্ণ?

গেম খেলার জন্য দরকার সর্বশেষ প্রযুক্তি যাতে গেমগুলো ভাল ভাবে চলতে পারে আর এজন্য পিসি ভালো মানের পার্টস দিয়েই তৈরি করতে হবে। আরে বিশেষ কিছু পার্টস যেগুলো গেমিং পিসির জন্য খুবই জরুরি।

প্রসেসরঃ
গেমিং পিসির জন্য প্রসেসর কিনতে হলে প্রসেসরের ক্লক স্পিড, কোরের সংখ্যা, মেগাহার্জ, গিগাহার্জ বিষয়গুলো দেখে কিনতে হবে। এইজন্য কোর আই-৭ অথবা এএমডি রাইজেন এর সর্বশেষ জেনারেশন হলে ভাল হয়। এবং আরও ভাল যদি প্রসেসরের খুব বেশি ওভারক্লকিং বৈশিষ্ট্য থাকে।   

মাদারবোর্ডঃ
গেমিং পিসির জন্য ভালো মানের একটি মাদারবোর্ড নির্বাচন করা উচিৎ যেগুলো সর্বশেষ প্রযুক্তি সাপোর্ট করে।

গাফিক্স কার্ডঃ
গেমিং পিসির জন্য গ্রাফিক্স কার্ড একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। মাদারবোর্ড এর সাথে সংযুক্ত যে গ্রাফিক্স কার্ড আসে সেগুলো দিয়ে ভাল গেম খেলা যায় না। একটি সঠিক মানের আলাদা গ্রাফিক্স কার্ড পিসিতে ব্যবহার করলে গেমিং পিসি সবোর্চ্চ পারফরমেন্স দিতে পারবে। গ্রাফিক্স কার্ড কেনার সময় যে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা হলো সর্বনিম্ন যেন ৪ জিবি হয় সাথে জিডিডিআর-৫ এর মেমরি থাকে।

র‍্যামঃ
আপনার বাজেট যেমনই হোক না কেন গেমিং পিসি তৈরিতে ৮ জিবির কম র‍্যাম ব্যবহার করা উচিত নয়। র‍্যাম ৮ জিবির চেয়ে যত বেশি হবে আপনার পিসির পরফর্ম্যান্স তত ভালো দিবে। আর এগুলো যেন ডিডিআর-৪ প্রযুক্তির হ্য়।

স্টোরেজঃ
গেমিং পিসির জন্য হাইব্রিড স্টোরেজ প্রয়োজন। এসএসডি এবং হার্ডডিস্কের সমন্বয় ভাল পারফরমেন্স দিবে। কারন এতে খরচ কিছুটা কম পড়বে। তবে শুধু এসএসডি ব্যাবহার করলে সবচেয়ে ভাল হবে।

পাওয়ার সাপ্লাইঃ
গেম খেলার সময় পিসির প্রতিটি পার্টসের সর্বাধিক পাওয়ার এর প্রয়োজন হ্য়। অনেকক্ষণ গেম খেললে সাধারণ পাওয়ার সাপ্লাইঃ তখন পুড়ে যেতে পারে।  তাই ৮০-প্লাস রেটিং এর পাওয়ার সাপ্লাই কেনা উচিত। বেশি হলে আরও ভাল হয়।

কুলিং সিস্টেমঃ
গেম খেলার সময় পিসির সর্বোচ্চ ব্যবহার হয় বিধায় সাধারণ কুলিং সিস্টেম কাজ করে না পিসি গরম হয়ে বন্ধ হয়ে যেতে পারে। কাজেই গেমিং পিসি তৈরির জন্য ভাল মানের কুলিং সিস্টেম কেনা উচিত।

গেমিং পিসি দিয়ে আর কি কাজ করা যায়?

গেমিং খেলার জন্য উচ্চমানের হার্ডওয়্যার ব্যাবহার করা হয় বিধায় এগুলো দিয়ে যে কোন কাজ করা যাবে। আর ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর কাজ আরও ভালভাবে করা যাবে।

গেমিং পিসি বানাতে সর্বনিম্ন কত খরচ হবে?

গেমিং পিসি তৈরিতে আধুনিক পার্টস ব্যবহার হয় তাই একটু খরচ বেশি পড়ে কিন্তু আপনি ১৫,০০০ টাকার মধ্যে গেম খেলার জন্য পিসি তৈরি করতে পারবেন।

গেমিং পিসির দাম কত?

বর্তমানে, গেমিং পিসির দাম এর কনফিগারেশনের ভিত্তিতে কম-বেশি হয়ে থাকে। বিডিতে গেমিং পিসির দাম ১২,০০০ টাকা থেকে শুরু যা সাধারণ মানের গেম খেলার জন্য উপযুক্ত। তাছাড়া, বাংলাদেশে গেমিং পিসির দাম ৩০,০০০ টাকা থেকে শুরু হয় যাতে এএমডি রাইজেন ৫ প্রসেসর থাকে এবং সাথে ১৯-ইঞ্চি মনিটর রয়েছে। অন্যদিকে, নির্দিষ্ট হাই-কোয়ালিটি গ্রাফিক্স গেম খেলার জন্য গ্রাফিক্স কার্ড সহ হাই-কনফিগারেশনের গেমিং পিসি তৈরি করে নিতে হবে, তবে এর দাম তুলনামূলক বেশি হবে।

বাংলাদেশের সেরা গেমিং ডেস্কটপ পিসি এর মূল্য তালিকা December, 2024

December, 2024-এর বাংলাদেশের সেরা গেমিং ডেস্কটপ পিসি এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের গেমিং ডেস্কটপ পিসি ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা গেমিং ডেস্কটপ পিসি এর তালিকা তৈরি করা হয়েছে।

গেমিং ডেস্কটপ পিসি মডেল বাংলাদেশে দাম
Gaming PC Ryzen 5 5600G 21.5" Monitor ৳ ৩৮,৫০০
Gaming PC Core i7 3rd Gen 16GB RAM 240GB SSD ৳ ১১,৫০০
Gaming Desktop PC AMD Ryzen 5 5600G 16GB DDR4 RAM ৳ ৩৫,৯৯৯
Gaming PC Core i5 6th Gen 8GB RAM / 256GB SSD ৳ ১৭,৩০০
Gaming PC Core i5 10th Gen with 8GB RAM 21.5" Monitor ৳ ৩৮,০০০
Gaming PC Core i5 4th Gen 16GB RAM 2TB HDD ৳ ১২,৫০০
Gaming PC Ryzen 5 5600G 16GB RAM & 256GB M.2 SSD ৳ ৩৪,৫০০
Gaming PC Core i7 9th Gen 8GB RAM 256GB SSD ৳ ২৪,৫০০
Gaming PC Core i7 7th Gen 16GB RAM 1TB HDD ৳ ২৭,০০০
Gaming PC Core i5 2nd Gen 8GB RAM & 256GB SSD ৳ ১২,০০০