ইন্টেল কোর আই ৩ Desktop Pc কেনাকাটা
বর্তমান ডিজিটাল বাংলাদেশে ব্যক্তিগত কম্পিউটার মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সম্প্রতি ইন্টেল কোর আই৩ পিসি গুলো শিক্ষার্থী ও সাধারণ ব্যবহার কারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে কম দামে ১ম থেকে ১৩ তম জেনারেশনের কোর আই৩ ডেস্কটপ বাংলাদেশে পাওয়া যায়। তাছাড়া, কোর আই৩ পিসি গুলোর র্যাম ও স্টোরেজ প্রয়োজন অনুসারে পরিবর্তন ও বাড়ানো যায়।
বাংলাদেশে কোর আই৩ পিসির দাম কত?
বর্তমানে বিডিতে নতুন ও ব্যবহৃত উভয় কন্ডিশনে কোর আই ৩ ডেস্কটপ পিসি পাওয়া যায়। বাংলাদেশে কোর আই৩ পিসির দাম ৭,৫০০ টাকা থেকে শুরু হয় যাতে ২য় বা ৩য় জেনারেশন কোর আই৩ প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র্যাম, ১২০ জিবি এসএসডি স্টোরেজ থাকে, এবং নতুন কন্ডিশনে হয়ে থাকে। তবে, বাজেট কিছুটা বৃদ্ধি করলে সেই অনুপাতে অধিক র্যাম ও স্টোরেজ সম্বলিত আপডেট জেনারেশনের কোর আই ৩ পিসি সংগ্রহ করা যাবে। এছাড়া, ব্যবহৃত কন্ডিশনের কোর আই ৩ ডেস্কটপ এর দাম এর র্যাম, স্টোরেজ, এবং প্রসেসর জেনারেশনের ভিত্তিতে নির্ধারণ করা হয়। তবে, কোর আই ৩ পিসির মধ্যে ১১তম, ১২তম, এবং ১৩তম জেনারেশনের পিসি গুলোর দাম তুলনামূলক বেশি হয়ে থাকে।
কোর আই৩ পিসি কেন ব্যবহার করব?
প্রতিনিয়ত স্বাভাবিক অফিসিয়াল কাজ পরিচালনা ও বিনোদন মূলক ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য কোর আই৩ পিসি গুলো অন্যতম। এবং, বিশেষ করে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের জন্য ও নতুন কোন দক্ষতা বৃদ্ধির জন্য কোর আই৩ পিসি উপযুক্ত।
বাজেটের সাথে মানানসইঃ কোর আই৩ পিসি প্রসেসর জেনারেশনের ভিত্তিতে সব ধরণের বাজেটের সাথে মানানসই ফলে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অনলাইন ক্লাস ও দক্ষতা বৃদ্ধির জন্য সাশ্রয়ী দামে কোর আই৩ পিসি সংগ্রহ করে থাকে।
প্রসেসর জেনারেশনঃ পর্যায়ক্রমে ১ম জেনারেশন থেকে ১৩তম জেনারেশন প্রসেসর পর্যন্ত কোর আই৩ পিসি বাংলাদেশে পাওয়া যায়। সাধারণত প্রয়োজন অনুসারে র্যাম, স্টোরেজ, এবং প্রসেসর জেনারেশন নির্বাচন করে কোর আই৩ ডেস্কটপ পিসি সেটআপ করা যায়।
অ্যানার্জি এফিসিয়েন্সিঃ কোর আই৩ পিসি তুলনামূলক কম তাপ উৎপন্ন করে ফলে তুলনামূলক কম বিদ্যুৎ খরচ হয় যা এর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য।
র্যাম ও স্টোরেজঃ কোর আই৩ পিসিতে প্রসেসরের জেনারেশনের ভিত্তিতে প্রয়োজন অনুসারে র্যাম ও স্টোরেজ বাড়ানো যায়। তবে মাদারবোর্ডের ক্যাপাসিটির বেশি র্যাম ও স্টোরেজ যুক্ত করা যাবে না।
এছাড়া, অফিসিয়াল কাজে সাধারণ ই-মেইল ব্যবস্থাপনা, এক্সএল সিটে হিসার সংরক্ষণ, ফেসবুক মার্কেটিং, ইত্যাদি দৈনন্দিন কাজের জন্য কোর আই৩ পিসি যথেষ্ট।
কোর আই৩ পিসি কি গেমিং এর জন্য ভাল?
১২তম জেনারেশন প্রসেসর পিসির মাধ্যমে খুব সহজেই পিসি গেম গুলো খেলা যায়। এছাড়া, ১২তম জেনারেশনের কোর আই৩ পিসি বর্তমানে সবচেয়ে কমদামী গেমিং পিসি হিসেবে খ্যাতি পেয়েছে।
কোর আই৩ পিসি দ্বারা কি গ্রাফিক্স ডিজাইন সম্ভব?
কোর আই৩ পিসির মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কাজ করা যাবে। তবে, প্রফেশনাল গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এর কাজ করতে আলাদা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে।