bdstall.com

ডেস্কটপ পিসির দাম ২০২৫

বাংলাদেশে সর্বনিম্ন ডেস্কটপ পিসির দাম ৩৫০০ টাকা এবং পিসির সর্বোচ্চ দাম ১.৫ লাখ টাকার বেশি। পিসির দাম মূলত প্রসেসর এবং মাদারবোর্ডের উপর নির্ভর করে। Read more

slide 4 to 10 of 4
আইটেম ১-৪০ এর ৭০৪
বাংলাদেশে সংশ্লিষ্ট ডেস্কটপ পিসি এর দাম

ডেস্কটপ পিসি কেনাকাটা

ডেস্কটপ পিসি হল একটি ব্যক্তিগত কম্পিউটার যা প্রতিদিনের কাজের জন্য একটি মাত্র নির্দিষ্ট জায়গায় রেখে ব্যবহার করা যায়। ডেস্কটপ পিসি বলতে সাধারনত বোঝায় মনিটর, কিবোর্ড, মাউস এবং একটি সিপিইউ এর সমন্বয় । যা দিয়ে সকল প্রকার কাজ করা সম্ভব হয়। এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের ডেস্কটপ পিসি রয়েছে বিভিন্ন ফাংশন এবং দামের রেঞ্জের উপর ভিত্তি করে। এক নজরে দেখে নেওয়া যাক কোন কাজের জন্য কোন ধরনের ডেস্কটপ পিসি।

অনলাইন ক্লাসের জন্য বাংলাদেশে কম দামের পিসি কোনটি?

করোনার (কোভিড-১৯) সংক্রমণ এড়াতে ইন্টারনেটনির্ভর পড়াশোনা বেড়েছে। অনলাইনভিত্তিক পড়াশোনায় কাঙ্ক্ষিত ডিভাইস যেমন ডেস্কটপ পিসি বাংলাদেশে বেশি প্রয়োজন কারন এটা নিজের বাজেট অনুযায়ী তৈরি করে নেওয়া যায়। শিক্ষার্থীদের বই ইনস্টল কিংবা ডাউনলোড করার বিষয় থাকে সেজন্য অন্তত ৫০০ জিবির হার্ডডিস্ক ও ৪ জিবি র‍্যাম হলে ভালো হয়। সাথে ১৯ ইঞ্চির একটি মনিটর হলে ভাল হয়। অনলাইন ক্লাসের জন্য সর্বনিম্ন বাজেট হতে হবে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা।

আউটসোর্সিং পিসির জন্য কনফিগারেশনটি কী হওয়া উচিত?

আউটসোর্সিং করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো কম খরচে একটি ভালো মানের পিসি। আপনার কাজের ধরন অনুযায়ী কোর আই-৩ বা কোর আই-৫ এর পিসি নিতে পারেন। যদি কোর আই ৫ নেন তাহলে সাথে এসএসডি নিবেন কারণ ভাল পারফরমেন্স পাবেন। তাছাড়া, আউটসোর্সিং করার জন্য যথেষ্ট শক্তিশালী ডেস্কটপ কম্পিউটার বাংলাদেশে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে পাওয়া যায় তবে, মনিটর আলাদা কিনতে হবে।

কোন ধরণের পিসি গ্রাফিক্স সফটওয়্যার চালাতে পারে?

গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য দরকার শক্তিশালী একটা ডেস্কটপ পিসি। এজন্য উন্নত মানের প্রসেসর যেমন ইন্টেল কোর আই-৫ অথবা আই-৭ হলে ভালো হয়। র‍্যাম যত বেশি হবে কাজের প্রসেসিং তত বেশি হবে তাই প্রসেসরের কার্যক্ষমতা বাড়াতে সর্বনিম্ন ৮ জিবি র‍্যাম ব্যবহার করা ভালো হবে। গ্রাফিক ডিজাইন এ ফটোশপ অনেক জনপ্রিয় একটা সফটওয়্যার আর ফটোশপ চালাতে মেমরি বেশি প্রয়োজন হয়। ২১-২৪ ইঞ্চির মনিটর মিনিমাম ১৯২০ x ১২০০ পিক্সেল ডাইমেনশন হলে ভালো হয়। সাথে পিসিকে আরও দ্রুত কাজ করাতে ১২৮ জিবি এসএসডি নিতে পারেন অপারেটিং সিস্টেমের জন্য তাহলে পিসি অনেক দ্রুত চলবে। বর্তমানে, গ্রাফিক্স কার্ড সহ শুধু ডেস্কটপ পিসি কিনতে চাইলে কমপক্ষে ৪০,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকা খরচ করতে হবে।

ইঞ্জিনিয়ারিং কাজের জন্য কি কোনও বিশেষ পিসি প্রয়োজন?

ইঞ্জিনিয়ারিং কাজের জন্য অনেক স্যফটওয়্যারের প্রয়োজন হয় । এর জন্য উচ্চ কনফিগারেশনের পিসির প্রয়োজন পড়ে। এছাড়াও মধ্যম পর্যায়ের পিসি দিয়ে কাজ করা সম্ভব তবে এর সাথে অবশ্যই শক্তিশালী প্রসেসর ও মাদারবোর্ড থাকতে হবে।

শুধু সিপিইউ এর সর্বনিম্ন দাম কত?

সিপিইউ বলতে মনিটর ব্যতীত ডেস্কটপ পিসিকে বোঝায়। বাংলাদেশে সর্বনিম্ন ৭,০০০ টাকায় সিপিইউ পাওয়া যায় যা সাধারণ ব্রাউজিং ও অনলাইন ক্লাস করার জন্য উপযুক্ত।

সর্বশেষ গেমস খেলার জন্য সেরা পিসি কোনটি?

সাম্প্রতিক গেমগুলো খেলতে উচ্চ ক্ষমতার পিসির প্রয়োজন যাতে অনেক ভাল রেসপন্স পাওয়া যায়। ৪জিবি বা আরও অধিক মানের গ্রাফিক্স কার্ডের সাথে সর্বশেষ প্রযুক্তির কোর আই-৭ প্রয়োজন। হাইব্রিড স্ট্রোরেজ সুবিধা দিবে তাই ২৫৬ জিবি এসএসডি এবং ৪ টিবি হার্ডডিস্কের সংমিশ্রণটি আপনার পিসি কর্মক্ষমতা অনেক বাড়াবে। গেমিং মাদারবোর্ড, অতিরিক্ত সিপিইউ কুলার, মেমরি কুলার, গেমিং পাওয়ার ইউনিট সর্বোচ্চ পারফরম্যান্স পাওয়ার জন্য প্রয়োজন হতে পারে।

পিসি কিনতে বাজেট কী হওয়া উচিৎ?

বাংলাদেশে ডেস্কটপ পিসির দাম ১০,০০০ টাকা থেকে শুরু যেটি দিয়ে ইন্টারনেট ব্রাউজিং, অডিও ও ভিডিও, লেখা সম্পাদনা এবং অনুরূপ কাজের মতো মৌলিক কম্পিউটিংয়ের জন্য ভাল। তবে আপনি যদি পেশাদার হন তাহলে পিসির দাম একটু বেশি হবে যেমন ২০,০০০ টাকা বা তার বেশি সেক্ষেত্রে আপনি দেশের বাজার থেকে একটি ভাল মানের ডেস্কটপ পিসি কিনতে পারবেন। কিছু পিসি আরও কম দামে পাওয়া যায় যদি শুধু সিপিউ কেনা হয়। চলুন বাজেট অনুযায়ী কিছু পিসি কনফিগারেশন দেখি তাতে একটি ভাল ধারনা পাওয়া যাবে আর বাংলাদেশের মার্কেটে দামের অনুপাতে কিছু কম বা বেশি হতে পারে।

৮০০০ থেকে ১০,০০০ টাকাঃ ডুয়েল কোর বা কোর আই-৩ পিসি পাওয়া যাবে। সাথে ৪ জিবি র‍্যাম, বিল্ট-ইন গ্রাফিক্স কার্ড, সাধারণ মনিটর। এই বাজেটের পিসিগুলো সবার ক্রয় ক্ষমতার মধ্যে বিধায় ছাত্রদের জন্য আদর্শ এবং সহজে অনলাইন ক্লাস করতে পারা যাবে।

২০,০০০ হাজার টাকাঃ বাংলাদেশে এ দামের মধ্যে পিসি কিনলে প্রসেসর ইন্টেলের কোর আই-৫ এর সাথে সর্বোচ্চ ৫ জেনারেশন পাওয়া যাবে । যা দিয়ে আফিসের কাজগুলো দ্রুত ও খুব সহজেই করতে পারবেন। সাথে সাধারণ আউটসোর্সিং এর যেকোন কাজ করা যাবে।

৩০,০০০ টাকাঃ এই বাজেটে ডেস্কটপ পিসি কিনলে ভালো মানের একটি ডেস্কটপ পিসি পাওয়া যাবে। এর সাথে অষ্টম জেনারেশন ইন্টেলের কোর আই৫ ও কোর আই৭ পাওয়া যাবে যা দিয়ে যে কোন কাজ অনায়াশে করা যাবে। ইঞ্জিনিয়ারিং কাজের জন্য এই ধরনের পিসি ভাল কাজ করবে।

৪০,০০০ টাকাঃ উচ্চ কনফিগারেশনের ডেস্কটপ পিসি পাওয়া যাবে। এটি দিয়ে যে কোন জটিল কাজ খুব সহজেই করা যাবে। এতে লেটেস্ট ভার্শনের প্রসেসর ও হার্ডডিস্ক যুক্ত থাকবে। প্রোগ্রামিং এবং গ্রাফিক্সের কাজ করার জন্য এই বাজেটের পিসি কেনা দরকার।

পিসির জন্য কোন সিপিইউ বেছে নেবেন?

এটি কাজের ধরন এবং সিপিইউ এর বর্তমান দামের উপর নির্ভর করে। কোর আই-৩ পিসি বাজেট ক্রেতাদের কাছে বেশি জনপ্রিয়। কোর আই-৫ পিসি বেশিরভাগ অ্যাপ্লিকেশনের জন্য ভাল কর্মক্ষমতা প্রদান করে। কোর আই-৭ পিসি উচ্চ পারফরমেন্সের জন্য আদর্শ।

ব্র্যান্ড পিসির পারফরমেন্স কেমন?

বাংলাদেশে যেসকল ব্র্যান্ডে পিসি পাওয়া যায় তা কনফিগারেশনের ভিত্তিতে তুলনামূলক উন্নত পারফরমেন্স প্রদান করতে সক্ষম। সাধারণত, এই পিসিগুলোর রক্ষণাবেক্ষণের প্রয়োজন কম হয় বিধায় অফিস ও কম্পিউটার ট্রেইনিং সেন্টারে অধিক হারে ব্যবহার করা হয়। এইচপি, ডেল, আসুস, লেনোভো, এসার, গিগাবাইট সহ বিভিন্ন ব্র্যান্ডের পিসি বাংলাদেশে সাশ্রয়ী দামে পাওয়া যায়।

পিসি কাস্টমাইজ করা যাবে?

পিসির অংশগুলি প্রয়োজনীয়তা অনুসারে কাস্টমাইজ করা যেতে পারে। পিসি নেওয়ার আগে, পিসির কনফিগারেশন এর উপর ধারণা নিতে পিসি বিল্ডার টুলটি ব্যবহার করে দেখুন। এছাড়া বাজেট কম হলেও পিসির প্রধান যন্ত্রাংশ যেমন মাদারবোর্ড, প্রসেসর এর আপগ্রেড সংস্করণ কেনা ভাল। কারণ এগুলো পরিবর্তন করা ব্যয়বহুল এবং পুরো পিসি পরিবর্তন করার মতো।

ডেস্কটপ কম্পিউটার কেনার আগে আর কি কি জানতে হবে?

প্রসেসর ও মাদারবোর্ডঃ ডেস্কটপ পিসির সব পার্টস প্রয়োজনে আপডেট করা গেলেও প্রসেসর ও মাদারবোর্ড পরিবর্তন করা যায় না। তাই, ভবিষ্যতের কথা মাথায় রেখে সেই প্রয়োজন অনুসারে ডেস্কটপ পিসির জন্য নির্দিষ্ট প্রসেসর নির্বাচন করতে হবে এবং প্রসেসরের সাথে সামঞ্জস্যপূর্ণ মাদারবোর্ড নির্বাচন করতে হবে।

কেসিং ও কুলারঃ বেশীর ভাগ সময় ডেস্কটপ পিসি কেনার ক্ষেত্রে কেসিং নির্বাচনের বিষয়টি অবহেলায় থাকে। বেশীরভাগ কমদামী ডেস্কটপ কেসিং এ তাপ নিষ্কাশনের সঠিক ব্যবস্থা থাকে না। তাই, ভালো মানের কেসিং নির্বাচন করতে হবে যাতে একাধিক কুলিং ফ্যান যুক্ত রয়েছে।

পাওয়ার সাপ্লাইঃ বেশীরভাগ সময় ডেস্কটপ পিসি কেনার ক্ষেত্রে সস্তা পাওয়ার সাপ্লাই নির্বাচন করা হয়, যা মোটেও উচিত নয়। কেননা, পাওয়ার সাপ্লাই নষ্ট হলে বা এতে কোন প্রকার ঝামেলা হলে ডেস্কটপ পিসির অন্যান্য পার্টস নষ্ট হতে পারে। তাই, ভালো মানের পাওয়ার সাপ্লাই নির্বাচন করা বাঞ্ছনীয়।

অভ্যন্তরীণ ওয়্যারিংঃ ডেস্কটপ পিসিতে অনেক ছোট ছোট ওয়্যারিং কানেকশন থাকে সাধারণত এগুলোর গুনমানের দিকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ফলে, লুজ কানেকশনের সমস্যা দেখা দেয় এবং ডেস্কটপ পিসির অন্যান্য পার্টসের ক্ষতি হয়। তাই, ডেস্কটপ পিসির জন্য লক সিস্টেম সম্পন্ন উন্নত মানের ওয়্যারিং নির্বাচন করতে হবে যাতে লুজ কানেকশনের সম্ভাবনা না থাকে।

ওয়ারেন্টিঃ ডেস্কটপ পিসির পার্টস ভেদে ওয়ারেন্টি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন, প্রসেসরের জন্য নির্দিষ্ট সময়ের ওয়ারেন্টি থাকে আবার মাদারবোর্ডের ক্ষেত্রে এর সমান, কম বা বেশি সময়ের ওয়ারেন্টি থাকতে পারে। তাই, ডেস্কটপ পিসি কেনার আগে এর পার্টসের ওয়ারেন্টি সম্পর্কে অবগত হতে হবে।

ইউপিএসঃ ডেস্কটপ পিসি ব্যবহারের ক্ষেত্রে ইউপিএস হলো একটি অবিচ্ছেদ্য অংশ। কেননা বাংলাদেশে প্রায়ই লোডশেডিং সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে  কম্পিউটারে কাজ করাকালীন লোডশেডিং হলে ইউপিএস কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট ব্যাকআপ প্রদান করতে পারে যাতে চলমান কাজ সংরক্ষণ করা যায়।

বাংলাদেশের সেরা ডেস্কটপ পিসি এর মূল্য তালিকা March, 2025

2024 & March, 2025-এর বাংলাদেশের সেরা ডেস্কটপ পিসি এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের ডেস্কটপ পিসি ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা ডেস্কটপ পিসি এর তালিকা তৈরি করা হয়েছে।

ডেস্কটপ পিসি মডেল বাংলাদেশে দাম
Desktop PC Core i5 4th Gen 16GB RAM 1TB SSD ৳ ১৩,৮০০
Desktop Core i5 7th Gen 8GB RAM PC with 19" LED Monitor ৳ ১৭,০০০
Desktop PC Core i7 4th Gen 16GB RAM 1TB HDD ৳ ১৪,৫০০
Desktop PC Core i3 4th Gen 8GB RAM 256GB SSD ৳ ১৩,৫০০
Gaming PC Core i5 6th Gen 8GB RAM / 256GB SSD ৳ ১৫,৫০০
Gaming PC Core i7 3rd Gen 16GB RAM 240GB SSD ৳ ১১,৫০০
Gaming Desktop PC AMD Ryzen 5 5600G 16GB DDR4 RAM ৳ ৩৪,০০০
Desktop PC Core i7 6th Gen 8GB RAM Asus H110M-K ৳ ২২,৫০০
Desktop PC Core i5 12th Gen 16GB RAM 1TB SSD ৳ ৩৪,৫০০
Desktop PC Core i5 12th Gen 16GB RAM & 256GB SSD ৳ ২৮,৫০০