ডিহিউমিডিফায়ার কেনাকাটা
বাতাসের মধ্যে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে মানবদেহে দেখা যায় অনেক রকমের রোগ। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চাওড়া ওঠা, চুলকানি ইত্যাদি আরও বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা উচিৎ। এটি বাতাসে থাকা বাড়তি আর্দ্রতাকে কমিয়ে আনতে পারে। ফলে বাতাসের সাথে আর্দ্রতার সামঞ্জস্যতা বজায় থাকে। বাংলাদেশে দুই ধরণের ডিহিউমিডিফায়ার পাওয়া যায় এগুলো হলো ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং ইন্ডাজট্রিয়াল কাজে ব্যবহার করার জন্য। বাংলাদেশে ব্যক্তিগত ব্যবহারের ডিহিউমিডিফায়ার অনেক সস্তা দামে পাওয়া যায় আর ইন্ডাজট্রিয়াল ব্যবহারের জন্য চাহিদা অনুযায়ী ডিহিউমিডিফায়ার কেনা উচিত।
বাংলাদেশে ডিহিউমিডিফায়ারের দাম কত?
বাংলাদেশে ডিহিউমিডিফায়ারের দাম ১৭,৫০০ টাকা থেকে শুরু হয় যেটিতে আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য ভাল। এটি ছোট কারখানায় বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা যেতে পারে। এই ডিহিউমিডিফায়ারে পানির ট্যাংক, ওয়াটার ফুল ইন্ডিকেটর, আর্দ্রতা লেভেল ইন্ডিকেটর বিভিন্ন সুবিধা রয়েছে। মূলত বাংলাদেশের বাজারে ডিহিউমিডিফায়ারের দাম নির্ধারণ করা হয় ডিহিউমিডিফায়ার কতটুক জায়গা ডিহিউমিডিফাই করতে পারে এবং কতটুক পর্যন্ত করতে পারে।
ডিহিউমিডিফায়ার কেনার আগে কি কি জানতে হবে?
ডিহিউমিডিফায়ার কেনার আগে জেনে নিতে হবে ডিহিউমিডিফায়ার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমনঃ
১। ডিহিউমিডিফায়ার কেনার আগে রুমের পরিমান দেখে নিতে হবে। রুমের পরিমান অনুযায়ী ডিহিউমিডিফায়ার নির্বাচন করলে এটির সঠিক কার্যকরিতা পাওয়া যাবে।
২। ডিহিউমিডিফায়ারের ক্যাপাসিটি দেখে ডিহিউমিডিফায়ার কেনা উচিৎ। কারণ ব্যবহারের সাথে এটির ক্যাপাসিটি সম্পৃক্ত।
৩। বাংলাদেশে অনেক ডিহিউমিডিফায়ার আছে যা বিদ্যুৎ সাশ্রয়ী। এই ডিহিউমিডিফায়ার গুলো কেনা ভাল।
৪। ডিহিউমিডিফায়ারে ফিল্টারিং সিস্টেম কেমন সেটি সম্পর্কে জেনে নিতে হবে। অনেক ডিহিউমিডিফায়ার আছে যেগুলোতে অটোমেটিক ফিল্টার পরিষ্কার হয় তাই এরকম ডিহিউমিডিফায়ার কেনা ভাল।
৫। অটোমেটিক অফ হবে এমন বৈশিষ্ট্যের ডিহিউমিডিফায়ার কেনা ভাল। কারন ব্যবহারের পর অথবা পানি শুকিয়ে গেলে অটোমেটিক ভাবে অফ হয়ে যাবে ফলে বৈদ্যুতিক ঝুঁকি নিয়ে চিন্তা করতে হবে না।
ডিহিউমিডিফায়ারের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?
ডিহিউমিডিফায়ারের মাধ্যমে বিভিন্ন রকমের সুবিধা পাওয়া যায়। এটি মানবদেহে সুস্বাস্থ্য নিশ্চিত করতে অনেক সাহায্য করে। আর বাংলাদেশের বেশিভাগ মাস আদ্রতাপূর্ণ ফলে ডিহিউমিডিফায়ার অনেক সুবিধা দিবে যেমন:
১। এটি সাইনাসের সমস্যা যাদের আছে তাদের আরাম প্রদান করে।
২। এলার্জির সমস্যা আছে এমন ব্যক্তিদের জন্য ডিহিউমিডিফায়ার বেশি উপযোগী।
৩। চুলকানি জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাংলাদেশে অনেক। এই রোগীদের জন্য তাদের জন্য ডিহিউমিডিফায়ার খুব গুরুত্বপূর্ণ।
৪। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে হাঁপানি রোগীদের বেশি কষ্ট হয়। এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ডিহিউমিডিফায়ার দিবে বিশেষ সেবা।
৫। ফুসফুস এবং শ্বাসযন্ত্রের জন্য ডিহিউমিডিফায়ার অধিক গুরুত্বপূর্ণ। কোনো বাধা ছাড়া সুষ্ঠভাবে শ্বাসক্রিয়া পরিচালন করতে এটি সাহায্য করে।
৬। বাংলাদেশের যেসব কারখানায় অধিক জলীয়বাষ্প বেশি তৈরী হয় সেখানে গরমের অনুভুতি বেশি লাগে। এই ডিহিউমিডিফায়ার মানবদেহের সাথে সামঞ্জস্যপূর্ণ জলীয়বাষ্প প্রদান করে।