সিপিউ কুলার কেনাকাটা
কম্পিউটার বা পিসি যে যা নামেই বলে থাকুক না কেনো এটি পুরোপুরি নির্ভর তার সিপিউ এর উপর। আর এই সিপিইউকে সুরক্ষিত রাখতে সিপিইউ কুলার ব্যবহারের গুরুত্ব অপরিসীম। কম্পিউটার বা পিসিতে কিছু সময় কাজ করার ফলে সিপিইউ গরম হয়ে যায়। সিপিউতে যদি ভাল কুলিং সিস্টেম না থাকে তাহলে পিসি বা কম্পিউটার ধীরগতিতে কাজ করবে এছাড়াও সিপিইউকে ক্ষতিগ্রস্ত করবে। আর এই জিনিসগুলো বিবেচনা করে বিডিতে সকল পিসি ব্যবহারকারী বিশেষ করে গেমাররা সিপিইউতে বিভিন্ন ব্র্যান্ড মডেলের কুলার লাগিয়ে থাকেন।
বিডিতে সিপিইউ কুলারের দাম কত?
বিডিতে সিপিইউ কুলারের দাম ৩০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত হয় এবং এটি দিয়ে নিরাপদে সিপিউকে ওভারক্লকিং করা যায়। সিপিউ কুলিং ফ্যানের দাম নির্ভর করে এর টেকনোলজি, ফ্যান রোটেশন স্পিড, এয়ারফ্লোয়ের মাত্রা এবং অন্যান্য জিনিসের উপর। তাই আপনার বাজেটের উপর নির্ভর করে সিপিউ কুলার নির্বাচন করুন।
সিপিইউ কুলার কেনার আগে আর কি জিনিস জানা আবশ্যক?
বিডিতে বিভিন্ন ধরনের এবং দামের সিপিইউ কুলার পাওয়া যায়। সঠিক সিপিইউ কুলিং ফ্যান নির্বাচন করতে নিচে কিছু টিপস তুলে ধরা হলোঃ
১। প্রথমে ঠিক করুন কি ধরনের কাজ করার জন্য সিপিউ কুলার কিনতে চাচ্ছেন। যদি সাধারণ কাজ হয় এবং কিছু ওভারক্লকিং দরকার সেক্ষেত্রে কম দামের সিপিউ কুলার কিনতে পারেন। আর যদি গেম খেলতে চান বা সমমানের কাজ করতে চান তবে একটু ভাল মানের কুলার প্রয়োজন।
২। বাজেটের পর ভিত্তি করে টেকনোলজি নির্বাচন করুন যেমন এয়ার কুলিং এবং লিকুইড কুলিং। লিকুইড সিপিউ কুলার দিয়ে অনেক ভালভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় কিন্তু দাম একটু বেশি হবে। আর কম দামের কারনে বাংলাদেশে এয়ার সিপিউ কুলার অনেক বেশি জনপ্রিয়।
৩। টিডিপি রেটিং হল একটি সিপিউ কুলার নির্বাচন করার জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর। শুধু মনে রাখবেন সিপিউ কুলারের টিডিপি রেটিং প্রসেসরের সমান বা বেশি হতে হবে তা না হলে ভাল কাজ করবে না।
৪। বেশিরভাগ সিপিউ কুলার সবধরনের সকেটে কাজ করে তবে কিছু কুলার শুধু স্পেসিফিক সকেটে কাজ করে। তাই জেনে নেয়া ভাল।
৫। যদি অরিতিক্ত কেসিংএর কথা চিন্তা করেন তবে সিপিউ কুলারের হাইট জানে নেয়া ভাল কারন এটি ভালভাবে কেসিংএর ভিতর ফিট করবে।
৬। সিপিউ কুলিং ফ্যান খুব বেশি শব্দ করে কিনা তা জেনে নিন। কারন নীরব পরিবেশে যখন কাজ করবেন এটির শব্দ বিরক্তির কারন হতে পারে।
৭। গেমিং পিসির ক্ষেত্রে সিপিইউ কুলার অনেক শক্তিশালী নিতে হবে। একের অধিক সিপিইউ কুলার ব্যবহার করা গেমিং কম্পিউটারের জন্য দরকার হতে পারে। যেমন গ্রাফিক্স কার্ডে যদি কুলিং সিস্টেম না থাকে তবে সেক্ষেত্রে ভালো মানের কুলিং সিস্টেম লাগিয়ে নিতে হবে। অনেক ক্ষেত্রে র্যামের জন্যও আলাদা কুলার নিতে হতে পারে।
৮। বাংলাদেশে অনেক আরজিবি সিপিইউ কুলার পাওয়া যায়। এগুলো পিসির সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আরজিবি কুলিং সিস্টেম সিপিইউ এর জন্য কেনা যায়।