এডাটা পিসি র্যাম কেনাকাটা
এডাটা র্যামের উচ্চ-স্পিড, দ্রুত ডেটা স্থানান্তরের সক্ষমতা, ও উন্নত মানের গঠনসহ বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্যর কারণে বর্তমানে বাংলাদেশে ল্যাপটপ, ডেস্কটপ, ও সার্ভার ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এডাটা ব্র্যান্ড তুলনামূলক কম দামে ভালো কোয়ালিটি সম্পন্ন র্যাম সরবরাহ করে থাকে। অন্যদিকে, সব ধরণের ডিভাইসের সাথে মানানসই র্যাম সরবরাহ করতে পারে বিধায় এডাটা র্যামের বিশেষ খ্যাতি রয়েছে।
এডাটা র্যামের সুবিধা কি কি?
- এডাটা র্যাম তুলনামূলক বেশি ট্রান্সমিশন ব্যান্ডউইথ প্রদান করে
- সকল বাজেটের সাথে মানানসই এডাটা র্যাম পাওয়া যায়
- প্রয়োজনীয়তা অনুযায়ী ২জিবি, ৪জিবি, ৮জিবি, ১৬জিবি, ও ৩২জিবি পর্যন্ত র্যাম পাওয়া যায়
- প্রয়োজনীয়তা অনুযায়ী ১৩৩৩ মেগাহার্টজ, ১৬০০ মেগাহার্টজ, ২১৩৩ মেগাহার্টজ, ২৪০০ মেগাহার্টজ, ২৬৬৬ মেগাহার্টজ, ৩২০০ মেগাহার্টজ, ৩৬০০ মেগাহার্টজ, ৪৮০০ মেগাহার্টজ, ৫২০০ মেগাহার্টজ, ও ৬০০০ মেগাহার্টজ স্পিড পর্যন্ত এডাটা র্যাম পাওয়া যায়
- এডাটা র্যামে ফ্রিজিং এর মত সমস্যা তুলনামূলক কম হয়
- এডাটা র্যাম তুলনামূলক কম তাপ উৎপন্ন করে
- সব ধরণের প্রসেসরের সাথে এডাটা র্যাম মানানসই
বাংলাদেশে এডাটা র্যামের দাম কত?
বিডিতে এডাটা র্যামের দাম, র্যামের ক্যাপাসিটি, স্পিড, র্যামের টাইপ, ও র্যামের গঠন কোয়ালিটির ভিত্তিতে সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে বিডিতে ৮জিবি ল্যাপটপ র্যামের দাম র্যামের স্পিড ও র্যামের টাইপের উপর ভিত্তি করে ১,২০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে, সার্ভার র্যামের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
প্রশ্নঃ গেমিং এর জন্য কি এডাটা র্যাম ভালো হবে?
উত্তরঃ গেমিং এর জন্য এডাটা র্যাম ভালো হবে তবে গেমিং এর জন্য কমপক্ষে ডিডিআর৪ এর ৮জিবি র্যাম ব্যবহার করতে হবে। তবে, হাই-গ্রাফিক্স ভিডিও গেমের জন্য কমপক্ষে ডিডিআর৪ এর ১৬জিবি র্যাম ও গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে।
প্রশ্নঃ ভিডিও এডিটিং এর জন্য এডাটা রেম কেমন হবে?
উত্তরঃ ভিডিও এডিটিং এর জন্য কমপক্ষে ২৪০০ মেগাহার্টজের ৮জিবি এডাটা র্যাম ব্যবহার করতে হবে। তবে, ৩২০০ মেগাহার্টজের এডাটা র্যাম ভিডিও এডিটিং এর জন্য উপযুক্ত। ভিডিও এডিটিং এর জন্য কমপক্ষে ৮জিবি র্যাম প্রয়োজন হবে তবে ১৬জিবি র্যাম ব্যবহার করলে ঝামেলা মুক্ত ভাবে ভিডিও এডিটিং এর কাজ করা যাবে।
প্রশ্নঃ এডাটা র্যাম কত দিন ভালো পারফরমেন্স প্রদান করে?
উত্তরঃ সাধারণত এডাটা র্যাম কখনো পরিপূর্ণ ভাবে নষ্ট হয় না। কয়েক বছর ব্যবহার করার পর ফাংগালস জনিত কারণে র্যামে কিছুটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইরেজার ব্যবহার করে র্যামের পিনগুলোতে ঘষা দেওয়ার মাধ্যমে ফাংগালস পরিষ্কার করা যায়। তাছাড়া, এডাটা র্যাম যুগের পর যুগ অনায়াসে চলতে পারে। তবে, মাদারবোর্ড জনিত শর্টসার্কিট সমস্যার কারণে র্যামের সমস্যা হতে পারে।