bdstall.com

এএমডি প্রসেসর এর দাম

আইটেম ১-৪ এর ৪

এএমডি প্রসেসর কেনাকাটা

বিশ্বের অন্যতম খ্যাতিমান কম্পিউটার প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে এএমডি (AMD)। এর পূর্ণরূপ অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস (Advanced Micro Devices)। এর সাহায্যে মাদারবোর্ড চিপসেট, পার্সোনাল কম্পিউটার, মাইক্রোপ্রসেসর, ওয়ার্কস্টেশন ও সার্ভারের জন্য এমবেডেড প্রসেসর ও গ্রাফিক্স প্রসেসর, ডিজিটাল টেলিভিশন, মোটরগাড়ি, গেম কন্ট্রোল, হ্যান্ডহেল্ড ডিভাইস এবং অন্যান্য এমবেডেড সিস্টেম অ্যাপ্লিকেশানের জন্য এএমডি প্রসেসর ব্যবহার করা হয়। এক্স ৮৬ আর্কিটেকচারের উপর ভিত্তি করে নির্মিত মাইক্রোপ্রসেসর ইন্টেলের পরেই এ.এম.ডি র স্থান।

এমএমডি প্রসেসরের নতুন সিরিজ হচ্ছে রাইজেন। রাইজেন প্রসেসর এর দাম তুলনামুলক কম হলেও ভালো কাজের পার্ফরম্যান্স দেয়। বর্তমান বাজারে এএমডি এর চার ধরনের প্রসেসর পাওয়া যায় যথা, রাইজেন-৩, রাইজেন-৫, রাইজেন-৭ এবং রাইজেন-৯। এই সিপিইউ সিরিজে আই-৭ এর মতো রাইজেন-৭ শীর্ষ মানের প্রসেসর। আবারো আই-৭ এর মতো রাইজেন-৭ এ অনেক সিপিইউ অপশন আছে যেমন, রাইজেন-৭ এর ১৭০০, ১৭০০এক্স, এবং ১৮০০এক্স।

বাংলাদেশে কয়টি সিরিজের এএমডি প্রসেসর পাওয়া যায়?

বর্তমানে বাংলাদেশে বেশ কয়েকটি সিরিজের এএমডি প্রসেসর জনপ্রিয়তা পেয়েছে। এএমডি প্রসেসরে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় এবং তুলনামূলক কমদামে পাওয়া যায়। এএমডি জনপ্রিয় ডেস্কটপ প্রসেসর সিরিজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলঃ

এএমডি রাইজেনঃ এএমডি প্রসেসর গুলোর মধ্যে রাইজেন প্রসেসর গুলো তুলনামূলক অধিক জনপ্রিয়। এএমডি রাইজেন প্রসেসরে এএমডি এক্সপো প্রযুক্তি ব্যবহার করা হয় বিধায় ডেডিকেটেড ভিডিও এক্সিলারেটর সিস্টেম থাকে। এবং, এএমডি এক্সপো প্রযুক্তি সহজেই ওভারক্লকিং স্পিড প্রদান করে যা গেমিং পারফর্মেন্সকে বৃদ্ধি করে। তাছাড়া, রাইজেন প্রসেসরে ১৬ কোর, ৪.৯ গিগাহার্জ পর্যন্ত বুস্ট ক্লক স্পিড, ৩২ টি থ্রেড, এবং ৭২ এমবি পর্যন্ত ক্যাশ থাকে। এএমডি রাইজেন প্রসেসরের মধ্যে এএমডি রাইজেন ৩, এএমডি রাইজেন ৫, এবং এএমডি রাইজেন ৯ সিরিজের প্রসেসর বর্তমানে বাংলাদেশে পাওয়া যায়।  

এএমডি রাইজেন প্রোঃ এএমডি রাইজেন প্রো সিরিজের প্রসেসরগুলো বিশেষ করে অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। তাই, এএমডি রাইজেন প্রো প্রসেসর বিজনেস ক্লাস প্রসেসর হিসেবে পরিচিত। এই প্রসেসরগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে যাতে প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য সুরক্ষিত থাকে । এবং, এএমডি রাইজেন প্রো প্রসেসর গুলোতে সর্বোচ্চ ৮টি কোর থাকে।

এএমডি রাইজেন উইথ রিডন গ্রাফিক্সঃ এই সিরিজের রাইজেন প্রসেসরগুলোতে রিডন গ্রাফিক্স যুক্ত থাকে বিধায় এএমডি রাইজেন প্রসেসর উইথ রিডন গ্রাফিক্স নামে পরিচিত। এএমডি রাইজেন প্রসেসর উইথ রিডন গ্রাফিক্স বিশেষ করে গেমিং এর জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রসেসরগুলোতে একক-থ্রেড এবং মাল্টিথ্রেড ক্ষমতা আছে যা দ্রুততর ফ্রেম রেট প্রদান করে ফলে হাই-গ্রাফিক্স গেমগুলো গ্রাফিক্স কার্ড ব্যতীত খেলা যায়। ভিডিও রেন্ডারিং এর মত কাজের জন্য এএমডি রাইজেন উইথ রিডন গ্রাফিক্স এর প্রসেসর উপযুক্ত। এবং, এই প্রসেসরে ৮ কোর, ৪.৬ গিগাহার্জ বুস্ট ক্লক স্পিড, ১৬ টি থ্রেড, এবং ২০ এমবি পর্যন্ত ক্যাশ রয়েছে।

এএমডি রাইজেন থ্রেডরিপারঃ এএমডি রাইজেন থ্রেডরিপার প্রসেসর অন্যতম শক্তিশালী রাইজেন প্রসেসর। এএমডি রাইজেন থ্রেডরিপার এর দুইটি সিরিজ রয়েছে যা হলোঃ এএমডি রাইজেন থ্রেডরিপার প্রো এবং এএমডি রাইজেন থ্রেডরিপার উইথ রিডন গ্রাফিক্স। ওয়ার্কস্টেশন ডেস্কটপ পিসি সেটআপ করার জন্য এএমডি রাইজেন থ্রেডরিপার প্রো সিরিজের প্রসেসর উপযুক্ত। কেননা এই প্রসেসরগুলোর মাধ্যমে যেকোন লোড সম্পন্ন কাজ অনবরত করা যাবে।

এএমডি অ্যাথলনঃ এএমডি অ্যাথলন সিরিজের প্রসেসরগুলো দৈনন্দিন মাল্টি-টাস্কিং এর জন্য উপযুক্ত। এএমডি অ্যাথলন এক্সপি প্রসেসর সিরিজ, এএমডি অ্যাথলন ৬৪ প্রসেসর সিরিজ, এবং এএমডি অ্যাথলন এক্স২ প্রসেসর সিরিজ হলো এএমডি অ্যাথলন এর অন্যতম প্রসেসর সিরিজ। এছাড়াও, এএমডি অ্যাথলন উইথ রিডন গ্রাফিক্স প্রসেসর সিরিজ রয়েছে যেগুলোতে রিডন গ্রাফিক্স যুক্ত থাকে ফলে সহজেই ৪কে ভিডিও উপভোগ করা যায়। তাছাড়া, এই প্রসেসরে ৪টি অ্যাডভান্স জেন প্লাস প্রযুক্তি, ২টি প্রসেসিং কোর, এবং ৪টি প্রসেসিং থ্রেড রয়েছে।

এছাড়াও, বিশ্বব্যাপী প্রয়োজনীয়তার অনুসারে এএমডি ডিউরন, এএমডি সেমপ্রন, এএমডি ফিনম, এবং এএমডি এফএক্স সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়।

এএমডি প্রসেসর ব্যবহারের সুবিধা কি কি ?

এএমডি প্রসেসরের অ্যাডভান্স কর্মক্ষমতার জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। বিশেষ কিছু সুবিধা উল্লেখ করা হলঃ

  • সব ধরনের বাজেটের সাথে মানানসই এএমডি প্রসেসর পাওয়া যায়।
  • যেকোন কাজের জন্য বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এএমডি প্রসেসর পাওয়া যায়।
  • গ্রাফিক্স কার্ড ব্যতীত ভিডিও এডিটিং এর মত কাজ সহজেই করা যায়।
  • উচ্চ গ্রাফিক্স সম্পন্ন গেমগুলো ল্যাগ ব্যতীত খেলা যায়।
  • একক-থ্রেড ও মাল্টিথ্রেড উভয় থাকায় সহজেই মাল্টি-টাস্কিং করা যায়।

বিডিতে এএমডি প্রসেসরের দাম কত?

বর্তমানে বিডিতে এএমডি প্রসেসরের দাম এএমডি প্রসেসরের মডেল, স্পিড, কোর সংখ্যা, এবং ক্যাশ এর ভিত্তিতে ১০,০০০ টাকা থেকে ১১,০০০ টাকা মধ্য থেকে শুরু হয়। বাংলাদেশে এএমডি রাইজেন ৫ এর প্রসেসরগুলো মডেল ও সিরিজ ভেদে ১২,৫০০ টাকা থেকে ৩৬,০০০ টাকা মধ্যে পাওয়া যায়। এবং, রাইজেন ৭ এর প্রসেসরের দাম ২০,০০০ টাকা থেকে শুরু হয়। এছাড়াও, বর্তমানে রাইজেন ৯ প্রসেসর পাওয়া যাচ্ছে যেগুলোর দাম তুলনামূলক বেশি।