সিসিটিভি প্যাকেজ কেনাকাটা
সিসি ক্যামেরা প্যাকেজে কী থাকে?
একটি সিসিটিভি ফুল সেটআপ করতে ভাল মানের একটি সিসি ক্যামেরার পাশাপাশি আরও কিছু জিনিষের দরকার হয়। নিম্নে সেগুলোর কিছু সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলঃ
১। সিসি ক্যামেরাঃ সিসি ক্যামেরা হল সিসিটিভি সিস্টেমের চোখ তাই এটা যত পরিষ্কার হবে তত ভাল মানের ছবি ধারণ করতে পারবে। সিসি ক্যামেরা এর মান নির্ভর করে এর লেন্স, দিন এবং রাত্রে ধারণ, জুম করা এবং অন্যান্য বিষয়ের উপর।
২। ভিডিও রেকর্ডারঃ ডিভিআর, এনভিআর দিয়ে ধারণকৃত ভিডিও সংগ্রহ করা যায় যা পরে প্রয়োজনমত দেখা যায়। ডিভিআর এর মান নির্ভর করে এর চ্যানেল সংখ্যা, ভিডিওর মান এবং ডিস্ক-বে এর সংখ্যা।
৩। এডাপটারঃ প্রতিটি সিসি ক্যামেরার এবং ডিভিআর চালানোর জন্য এডাপটার দরকার হয়।
৪। ভিডিও বেলুনঃ যদি কোয়াক্সিয়াল ক্যাবলের পরিবর্তে ইউটিপি ক্যাবল দিয়ে সংযোগ করতে হয় তবে ভিডিও বেলুন দরকার হবে।
৫। ক্যাবলঃ ভিডিও রেকর্ডার থেকে প্রতিটি ক্যামেরার সংযোগের জন্য প্রয়োজন সংখ্যক কোয়াক্সিয়াল বা ইউটিপি ক্যাবল দরকার হবে। তবে ইউটিপি ক্যাবল ব্যবহার করলে নেটওয়ার্ক সুইচের মাধ্যমে ক্যাবলের সাশ্রয় করা যায়।
৬। হার্ডডিস্কঃ এটি মূলত ভিডিও রেকর্ডারে ব্যবহৃত হয় এবং অনেক সময় একাধিক একত্রে ব্যবহার করা যায়। এইক্ষেত্রে একটি ভাল মানের সারভিলেন্স ডিস্ক হলে ভাল হয়।
৭। স্থাপনঃ সিসি ক্যামেরা, ভিডিও রেকর্ডার সঠিক জায়গায় স্থাপনের জন্য একজন দক্ষ লোকের প্রয়োজন হবে।
বাংলাদেশে সিসিটিভি ক্যামেরা ফুল সেট এর দাম কত?
বাংলাদেশে সিসিটিভি ক্যামেরা ফুল সেটের দাম সাধারণত সিসি ক্যামেরার সংখ্যা, ডিভিআর এর চ্যানেল সংখ্যা, হার্ডডিস্ক, ওয়্যারিং, ও অন্যন্য এক্সোসোরিজ সহ প্যাকেজে অন্তর্ভূক্ত ডিভাইসগুলোর কোয়ালিটির ভিত্তিতে নির্ধারণ করা হয়। সর্বনিম্ন ৭,০০০ টাকার মধ্যে ১পিস সিসি ক্যামেরাসহ সম্পূর্ণ সিসিটিভি প্যাকেজ পাওয়া যায়। সিসিটিভির ফুল সেটের কনফিগারেশন যত বেশি হবে দাম তত বৃদ্ধি পাবে। ৩২-পিস সিসি ক্যামেরা সহ সম্পূর্ণ সিসিটিভি প্যাকেজ ৬০,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। তাছাড়া, আরো বেশি সিসি ক্যামেরা সহ প্যাকেজ প্রয়োজন হলে একাধিক সিসিটিভি প্যাকেজ সংগ্রহ করতে পারেন।