৩৬০ ডিগ্রী Cctv Camera কেনাকাটা
বর্তমানে বাসা-বাড়ি, অফিস ও গুরুত্বপূর্ণ স্থানে ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরার ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ৩৬০ ডিগ্রী সিসিটিভি ক্যামেরাগুলো যেকোনো এংগেল থেকে নির্দিষ্ট এরিয়ার যাবতীয় বিষয় পর্যবেক্ষণে করে ভিডিও ফুটেজ সংরক্ষনে সাহায্য করে। বাংলাদেশে ডাহুয়া, জোভিশন, হিকভিশন, লাইভ ভিউ, ইউনিভিউ, এভটেক, ও সিপি প্লাস সহ বিভিন্ন ব্র্যান্ডের ৩৬০ ডিগ্রী সিসি ক্যামেরা পাওয়া যায়।
কেন ৩৬০ ডিগ্রী সিসি ক্যামেরা ব্যবহার করব?
৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরাগুলোর ব্লাইন্ড স্পট থাকে না বিধায় নিরাপত্তার কাজে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
ভিউইং অ্যাঙ্গেলঃ ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরা সবদিকে ঘুরে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারে। নির্দিষ্ট সময় পর পর সিসি ক্যামেরা ডানে, বামে, উপরে,নিচে সব দিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করে। এবং, কিছু কিছু ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরা কোন নড়াচড়া ছাড়াই ৩৬০-ডিগ্রী ভিডিও ফুটেজ ধারণ করতে পারে।
ক্যামেরা মুভমেন্টঃ ক্যামেরা গুলোতে অটো ও ম্যানুয়াল দুই ধরনের মুভমেন্ট সিস্টেম রয়েছে। ৩৬০-ডিগ্রী এংগেলে ক্যামেরা নিজে থেকে মুভ করার পাশাপাশি ব্যবহারকারী চাইলে ম্যানুয়ালী মুভ করে যেকোনো এংগেল থেকে পর্যবেক্ষণ এরিয়া দেখতে পারবেন।
কানেক্টিভিটিঃ ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরাগুলো মূলত আইপি ক্যামেরা যা একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক ও ওয়াইফাই এর সাথে যুক্ত থাকে। ফলে ব্যবহারকারী ইন্টারনেট সংযোগের মাধ্যমে বাসা বা অফিস যেকোনো স্থান থেকে রেকর্ডেড ভিডিও ও লাইভ ভিডিও পর্যবেক্ষন করতে পারবে। তবে, একই সময় নির্দিষ্ট ব্যবহারকারীই শুধুমাত্র পর্যবেক্ষণ করতে পারবেন।
আইআর রেঞ্জঃ ক্যামেরা মেগা পিক্সেল, লেন্স, ও জুম কন্ট্রোল ভিত্তিতে দিনে ও রাতে ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরার পর্যবেক্ষণ রেঞ্জ ভিন্ন হয়ে থাকে। তবে, ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরায় যদি ৫ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স থাকে তাহলে ১০ থেকে ২০ মিটার পর্যন্ত পর্যবেক্ষণ করতে সক্ষম এবং পরিষ্কার ভিডিও ফুটেজ ক্যাপচার করতে পারে।
অ্যালারমিং সিস্টেমঃ ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরার উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে অ্যালারমিং সিস্টেম। এই ক্যামেরার সেন্সর গুলো উন্নত প্রযুক্তি যুক্ত থাকার ফলে দুর্ঘটনা কিংবা সন্দেহজনক কিছু হলে পর্যবেক্ষণ কারীকে সতর্কতামূলক অ্যালারম দিবে।
৩৬০ ডিগ্রী সিসি ক্যামেরা কেনার আগে কি কি দেখতে হবে?
বাংলাদেশে বিভিন্ন মডেল ও ভিন্ন ফিচারসযুক্ত ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরা পাওয়া যায়। তাই কেনার পূর্বে অবশ্যই প্রয়োজনীয়তা অনুযায়ী ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরার কিছু বিষয় লক্ষণীয়।
- বাড়ির ভিতরে ব্যবহারের জন্য ইনডোর ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরা ও বাড়ির বাহিরে ব্যবহার করার জন্য আউটডোর ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরা উপযুক্ত।
- প্রয়োজনীয়তা অনুসারে ক্যামেরার মেগা পিক্সেল, সেন্সর, ও কানেক্টিভিটি নির্বাচন করুন।
- স্মার্ট জুম কন্ট্রোল ও অ্যালারমিং সিস্টেমযুক্ত ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরা নির্বাচন করতে হবে।
- ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরা নেওয়ার আগে প্রয়োজন অনুযায়ী এরিয়া পর্যবেক্ষণ করতে পারবে কিনা সে বিষয়ে অবশ্যই জেনে নেওয়া উচিত।
বাংলাদেশে ৩৬০ ডিগ্রী সিসি ক্যামেরার দাম কত?
বাংলাদেশে ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরার দাম ব্র্যান্ড, কভারেজ রেঞ্জ, লেন্স, টেকনোলোজি ও ফিচারের ভিত্তিতে ১২০০ টাকা থেকে শুরু হয়। তাছাড়া, ইনডোর বা আউটডোরে ৩৬০-ডিগ্রী সিসি ক্যামেরা দাম ২,৫০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।