মিনি সিসি Cctv Camera কেনাকাটা
মিনি সিসি ক্যামেরা সাধারণত সাধারণ সিসি ক্যামেরা থেকে আকারে ছোট হয়ে থাকে। মিনি সিসি ক্যামেরা সেটআপ করা সহজ এবং তুলনামূলক সাশ্রয়ী দামে বাংলাদেশে পাওয়া যায়। তাছাড়া, প্রয়োজন অনুসারে বিভিন্ন আকার এবং আকৃতির মিনি সিসি ক্যামেরা বিডিস্টল.কম থেকে কমদামে কেনা যায়।
মিনি সিসি ক্যামেরা কেন কিনব?
১। কমপ্যাক্ট সাইজঃ মিনি সিসি ক্যামেরা কমপ্যাক্ট সাইজের হয়ে থাকে ফলে যেকোনো জায়গায় সহজেই সেটআপ করা যায়। তাছাড়া, মিনি সিসি ক্যামেরা ছোট সাইজের হওয়ায় সহজেই সকলের চোখে ধরা পরে না।
২। বহনযোগ্যতাঃ মিনি সিসি ক্যামেরা সাইজে ছোট এবং ওজনে হালকা হয় ফলে ভিডিও রেকর্ডিং এর জন্য যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায়।
৩। ব্যবহার করা সহজঃ মিনি সিসি ক্যামেরা ব্যবহার করা সহজ। মাত্র কয়েকটি পদক্ষেপ অনুসরণ করে মিনি সিসি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা যায়।
৪। রিয়েল-টাইম স্ট্রিমিংঃ কিছু কিছু মিনি সিসি ক্যামেরায় রিয়েল-টাইম স্ট্রিমিং অপশন থাকে ফলে ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি নির্দিষ্ট ডিভাইসে শেয়ার করতে পারে।
৫। ডিভিআর প্রয়োজন নেইঃ মিনি সিসি ক্যামেরার সাথে ডিভিআর ব্যবহার করার প্রয়োজনীয়তা নেই। মিনি সিসি ক্যামেরায় অন্তর্নির্মিত মেমোরি থাকে এবং বাহ্যিক মেমোরি কার্ড ব্যবহার করার জন্য মেমোরি স্লট থাকে। ফলে, নির্দিষ্ট সময়ের ভিডিও রেকোর্ডিং এবং সংরক্ষণ করে রাখতে পারে।
মিনি সিসি ক্যামেরা কেনার আগে
- প্রয়োজন অনুসারে নির্দিষ্ট সাইজের ও ডিজাইনের মিনি সিসিটিভি ক্যামেরা নির্বাচন করতে হবে।
- কত রেজোলিউশনে মিনি সিসি ক্যামেরা ভিডিও রেকর্ডিং করতে পারবে তা বিবেচনা করতে হবে।
- মিনি সিসি ক্যামেরা কেনার আগে এটি সর্বোচ্চ কত গিগাবাইট মেমোরি কার্ড সমর্থন করবে তা বিবেচনা করতে হবে।
- প্রয়োজন অনুসারে দ্বিমুখী কল এআই, মানুষ সনাক্তকরণ, রিয়েল-টাইম স্ট্রিমিং, ইত্যাদি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত আছে কিনা তা বিবেচনা করতে হবে।
- মিনি সিসি ক্যামেরা গুণমানের অনুসারে দাম ঠিকআছে কিনা তা বিবেচনায় এটি কিনতে হবে।
বাংলাদেশে মিনি সিসি ক্যামেরার দাম কত?
মিনি সিসি ক্যামেরার দাম এর আকার, আকৃতি, গুণমান, সর্বোচ্চ মেমোরি ক্যাপাসিটি, ব্যাটারি ক্যাপাসিটি, ইত্যাদির ভিত্তিতে নির্ধারিত হয়। বর্তমানে, বাংলাদেশে মিনি সিসি ক্যামেরা কিনতে কমপক্ষে ৫০০ টাকা খরচ করতে হয়। তাছাড়া, উন্নত গুণমান সম্পন্ন মিনি সিসি ক্যামেরা কেনার জন্য ১৫০০ টাকার বেশি খরচ করতে হবে।