bdstall.com

কিয়া গাড়ি এর দাম

আইটেম ১-৭ এর ৭

গাড়ি কেনাকাটা

কিয়া গাড়ি মূলত দক্ষিণ কোরিয়ার মাল্টিন্যাশনাল অটোমোবাইল কোম্পানি কিউংসাং প্রিসিশন ইন্ডাস্ট্রি এবং কিয়া মোটরস কর্পোরেশনের তৈরি। ব্যাক্তিগত এবং বাণিজ্যিক যানবাহন হিসেবে কিয়া বিভিন্ন মডেলের কম্প্যাক্ট সাইজ এসিউভি ৪ x ৪, হ্যাচবেক বডি স্টাইলের গাড়ি সরবারহ করে থাকে।তাছাড়া, উন্নত প্রযুক্তি, মসৃণ নকশা এবং মানসম্পন্ন গাড়ি সরবারহ করায় কিয়া গাড়ি বাংলাদেশে ক্রমশ জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে, বাংলাদেশে কম বাজেটের গাড়ির বাজারে কিয়া গাড়ি ভালো অবস্থান তৈরী করেছে।

কিয়া গাড়ির বিশেষত্ব কি?

  • সিগনেচার ‘টাইগার-নোজ’ গ্রিলঃ কিয়া ব্র্যান্ডের প্রায় সকল গাড়িতেই সিগনেচার “টাইগার-নোজ” গ্রিল রয়েছে। প্রতিটি ভেরিয়েন্টের জন্য সিগনেচার গ্রিলও আলাদা, যেমন কিয়া স্পোর্টেজ, কিয়া নিরো, কিয়া সোল, কিয়া কার্নিভাল, কিয়া স্টোনিক ইত্যাদির ক্রোম বা ম্যাট ফিনিশে স্বতন্ত্র গ্রিল সরবারহ করে থাকে। এই ফ্রন্ট রেডিয়েটর গ্রিল কিয়া গাড়িকে চমৎকার আউটলুক প্রদান করে থাকে।
  • প্যানোরামিক সানরুফঃ লং ড্রাইভে পারিপার্শ্বিক  মনোরম দৃশ্য দেখার সুবিধা প্রদান করার জন্য কিয়া এসইউভি বডি স্টাইলের গাড়িতে প্যানোরামিক সানরুফ রয়েছে। কিছু কিছু আপডেটেড মডেলের কিয়া গাড়িতে সানরুফ ফিচারটি টপ অফ দ্য লাইন ভেরিয়েন্টে পাওয়া যায়। তবে, কিয়া স্পোর্টেজ আলফা মডেলের গাড়িতে এই ফিচারটি নেই। তবে কিয়া স্পোর্টেজ এডব্লিউডি এবং এফডব্লিউডি গাড়িতে প্যানোরামিক সানরুফ রয়েছে। তবে, মাঝারি আকারের এবং পারিবারিক এসইউভি  গাড়িতে প্যানোরামিক সানরুফ রয়েছে যা আপনাকে আরও উন্নত ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করবে।
  • ইনফোটেইনমেন্ট সিস্টেমঃ কিয়া গাড়ি ড্রাইভিং এর ক্ষেত্রে সুবিধাজনক ও আরামদায়ক করে তুলতে  ইনফোটেইনমেন্ট সিস্টেম সরবারহ করে থাকে। তবে, মডেল ভেদে ইনফোটেইনমেন্ট সিস্টেমের আকার পরিবর্তিত হয়। মাল্টিমিডিয়া সিস্টেমটিতে মূলত অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ব্লুটুথ, ভয়েস রিকগনিশন ফাংশন এবং ফোন সিঙ্ক এর মত এডভান্স টেকনোলোজি রয়েছে। 
  • ক্রুজ নিয়ন্ত্রণঃ সহজ ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করার জন্য কিয়া গাড়িতে ক্রুজ কন্ট্রোল ফিচার সরবার করে, যা লং ড্রাইভে যাওয়ার জন্য সুবিধা জনক হয়ে থাকে। এই ধরণের ফিচার আপনাকে নির্দিষ্ট গতি সীমা বজায় রাখার প্রয়োজনীয়তা ছাড়াই ঝামেলামুক্তভাবে ড্রাইভিং করতে সহায়তা করবে।
  • স্মার্ট কীঃ স্মার্ট কী ফিচার আপনাকে কিয়া গাড়িতে রিমোট এন্ট্রি দিয়ে স্লাইড করার সুবিধা প্রদান করবে। এই ধরণের ফিচার স্বয়ংক্রিয়ভাবে গাড়ির দরজা লক এবং আনলক করে থাকে। তাছাড়া, বিল্ট-ইন সেন্সরটি স্মার্ট কী সনাক্ত করে এবং কিয়া গাড়িকে নিরাপদ মোডে রাখার জন্য নিখুঁত অ্যান্টি-থেফট সুবিধা প্রদান করে।
  • ৬০:৪০ কার সিট স্প্লিটঃ কিয়া গাড়ি ব্যাক্তিগত এবং পারিবারিকভাবে ভ্রমণের জন্য আরও বেশি জায়গা সরবারহ করে। এই ব্র্যান্ডের গাড়ির সিট সাধারণত ৬০:৪০ অনুপাতে বিভক্ত হয়ে থাকে, যা আপনার প্রয়োজন অনুসারে জিনিসপত্র লোড করতে সহায়ক হয়ে থাকে। তাছাড়া, আরামদায়ক ড্রাইভ সুবিধা প্রদানের জন্য প্রশস্ত লেগরুমও সরবারহ করে।
  • নিরাপত্তা ফিচারঃ কিয়া গাড়ির সবচেয়ে ভালো দিক হল ড্রাইভার ও যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত ফিচার সরবারহ করে থাকে। যেমন এইএইচএইচএস টপ সেফটি পিক-এ এবং সর্বশেষ সংযোজন কিয়া কার্নিভাল এক্সিকিউটিভ-এ অটোনোমাস ড্রাইভ ওয়াইজ টেকনোলজি অন্যতম। ফলে, সংঘর্ষ এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করার পাশাপাশি ব্লাইন্ড স্পট সনাক্তকরণ, লেন কিপ অ্যাসিস্ট এবং লেন ফলোয়িং অ্যাসিস্ট সুবিধা পাওয়া যায়। এই প্রযুক্তিটি গাড়ির সেন্সরের উপর ব্যাপকভাবে নির্ভরশীল যা আপনাকে আরও বেশি ড্রাইভ টাইম পেতে সহায়তা করবে।

কিয়া গাড়ির দাম কত?

বাংলাদেশে ব্যবহৃত এবং রিকন্ডিশন উভয় ধরনের কিয়া গাড়ি পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে কিয়া গাড়ীর দাম ৪২০,০০০ টাকা থেকে ৩,৫০০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। এছাড়াও, গাড়ির মডেল ইয়ার, ডিজাইন, ইঞ্জিন ক্যাপাসিটি, ফুয়েল সিস্টেম, কন্ডিশন সহ অন্যান্য ফিচারের উপর নির্ভর করে বাংলাদেশে কিয়া গাড়ীর দামের পার্থক্য হয়ে থাকে।

১০০০ সিসি কিয়া গাড়ির দাম

বাংলাদেশে ব্যবহৃত কন্ডিশনের ১০০০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি সম্পন্ন কিয়া গাড়ি পাওয়া যায়, যার দাম ৬৩০,০০০ টাকা থেকে শুরু হয়। এই ইঞ্জিন ক্যাপাসিটির গাড়ি ব্যাক্তিগত ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে থাকে।  তবে, গাড়ির মডেল বছর, অবস্থা এবং কত কিলোমিটার রান করেছে তার উপর নির্ভর করে দাম পরিবর্তিত হতে পারে।

১৫০০ সিসি কিয়া গাড়ির দাম

ব্যাক্তিগত কিংবা পরিবার নিয়ে যাতায়াতের জন্য পাঁচ আসনের বিশিষ্ট, ১৫০০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি সম্পন্ন ব্যবহৃত কন্ডিশনের কিয়া গাড়ির দাম ৪২০,০০০ টাকা থেকে ৩,৫০০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। মডেল বছর এবং গাড়ির কন্ডিশন এবং ফিচারের উপর নির্ভর করে দাম কম বেশি হয়ে থাকে।

২০০০ সিসি কিয়া গাড়ির দাম

২০০০ থেকে ২২০০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি সম্পন্ন কিয়া গাড়ি ১,৬৫০,০০০ থেকে ২৮,০০,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। এই ইঞ্জিন ক্যাপাসিটির গাড়ি যথেষ্ট শক্তিশালী এবং ভালো মাইলেজ প্রদান করে। উন্নত ডিজাইন এবং এডভান্স ফিচার, আপডেট মডেলের রিকন্ডিশন কিয়া গাড়ির দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে।

বাংলাদেশে কিয়া গাড়ির জনপ্রিয় মডেল কোন গুলো?

ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে কিয়া গাড়ি বেশ কিছু অত্যাধুনিক মডেলের গাড়ি সরবারহ করেছে। তবে, বাংলাদেশে জনপ্রিয় কিয়া গাড়ির মডেল হচ্ছে কিয়া সেলটস, কিয়া রিও, কিয়া পিকান্তো, কিয়া স্পোরটেজ ইত্যাদি উল্লেখযোগ্য। তবে, এই মডেলের গাড়ি সমূহ মডেল ইয়ার ভেদে আপটেড টেকনোলোজি ও ফিচার সরবারহ করে থাকে।

কিয়া গাড়ি মাইলেজ কেমন দেয়?

ইঞ্জিন ক্যাপাসিটি, ফুয়েল সিস্টেম, ট্রান্সমিশন, ড্রাইভিং কন্ডিশন, ও মেইন্টেনেন্স সহ অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে কিয়া গাড়ির মাইলেজ সাধারনত ভিন্ন হয়ে থাকে। তবে, ডিজেল ফুয়েল দিয়ে কিয়া গাড়ি গড়ে সর্বোচ্চ ২০.৭ কিমি/লিটার মাইলেজ প্রদান করে। অন্যদিকে পেট্রোল ফুয়েলে ১৫-১৭ কিমি/লিটার মাইলেজ প্রদান করে থাকে।