bdstall.com

হোন্ডা গাড়ির দাম

আইটেম ১-২৩ এর ২৩

গাড়ি কেনাকাটা

বর্তমানে বাংলাদেশের রাস্তায় যাতায়াতের জন্য অন্যান্য ব্রান্ডের গাড়ির পাশাপাশি হোন্ডা গাড়ির ব্যবহার অনেক বেড়েছে। কারণ আরাম দায়ক যাত্রা এবং যাত্রাকে নিরাপদ করতে হোন্ডা ব্র্যান্ড উন্নত মানের চাকা, টায়ার, ব্রেক, ইঞ্জিন, ভাল মানের এয়ার ব্যাগ, মসৃণ স্টিয়ারিং, নরম সিট আরও বিভিন্ন রকম বিশেষত্ব গুলো যুক্ত করছে তার গাড়িগুলোতে। বিভিন্ন ডিজাইন এবং মডেল দিয়ে হোন্ডা গাড়ি বাংলাদেশের গ্রাহকদের মধ্যে স্থান করে নিয়েছে। বাংলাদেশে হোন্ডা গাড়ির দাম অনেক তার মানা এবং সার্ভিস অনুযায়ী বেশ কম।

হোন্ডা গাড়িতে বিশেষ কি সুবিধা আছে?

হোন্ডা গাড়িতে অন্যান্য গাড়ির তুলনায় কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যা চমৎকার কর্মদক্ষতা এবং অনুভূতি প্রদান করে। এগুলো হলোঃ

১। হোন্ডা একটি জাপানিজ গাড়ি তাই অনেকদিন ব্যবহার করা যায় এবং এটি বাংলাদেশে একারনে বেশ জনপ্রিয়।

২। উন্নতমানের ডিজাইন এটিকে অন্যান্য ব্রান্ড থেকে করেছে আলাদা।

৩। হোন্ডা গাড়ির ইঞ্জিন খুব উন্নতমানের তাই তেল এবং গ্যাস দুইটিরই খরচ অনেক কম হয়।

৪। হোন্ডা গাড়িগুলোতে অনেক আগে থেকেই উন্নত মানের এয়ার ব্যাগ ব্যবহার হয়ে আসছে তাই যাত্রীদের নিরাপত্তা রেটিংয়ের দিক থেকে অনেক এগিয়ে রয়েছে।

৫। হোন্ডা গাড়ির ব্রেকিং সিস্টেম অনেক শক্তিশালী যা জরুরী মুহুর্তে নিরাপদ ব্রেকিং প্রদান করে।

৬। হোন্ডা গাড়ির টায়ার গুলো খুবই উন্নত মানের তাই ব্রেক করার সাথে সাথে গাড়ি স্লো হয়ে যায়।

৭। উন্নত মানের এসি যুক্ত করে আসছে হোন্ডা গাড়ি অনেক আগে থেকেই। অন্যান্য গাড়ির এসিতে শ্বাসরোধ হয় কিন্তু হোন্ডা গাড়ির উন্নত মানের এসি এটি প্রতিরোধ করে মুক্ত ঠান্ডা বাতাস প্রদান করে।

৮। বাংলাদেশে হোন্ডা গাড়ি হাইব্রিড এবং নন হাইব্রিড উভয় ধরণের পাওয়া যায় তাই পছন্দ মতো কেনা যাবে খুব সহজেই।

বাংলাদেশে হোন্ডা গাড়ির দাম কত?

বাংলাদেশে হোন্ডা গাড়ির দাম ২,৬০,০০০ টাকা থেকে শুরু। এগুলো পুরাতন হোন্ডা গাড়ি যেটিতে ৫টি সিট, অটোমেটির গিয়ার ট্রান্সমিশন, ১৫০০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি, সুপার কুল এসি, এবিএস ডিস্ক ব্রেক, পার্কিং ব্রেক, ফ্রেশ ইন্টেরিয়র, সুপার সাউন্ড সিস্টেম, হেডলাইট, ২টি এয়ারব্যাগসহ আরও অনেক বিশেষত্ব আছে এই হোন্ডা গাড়িতে। মূলত বাংলাদেশে হোন্ডা গাড়ির দাম নির্ধারণ করা হয় হোন্ডা গাড়ির অবস্থা, মডেল, ডিজাইন, কালার এবং আনুষাঙ্গিক কিছু বিষয়ের উপর নির্ভর করে। তবে লেটেস্ট মডেলের হোন্ডা গাড়িতে অনেক উন্নতমানের ইঞ্জিনসহ বিভিন্ন সিকিউরিটি ফিচার রয়েছে তবে এগুলোর দাম ২,০০০,০০০ টাকা থেকে শুরু।

বাংলাদেশে হোন্ডা গাড়ির কি কি সিরিজ বর্তমানে পাওয়া যায়?

বর্তমানে বাংলাদেশের বাজারে হোন্ডা গাড়ির বেশিরভাগ সিরিজ পাওয়া যায় যেমনঃ হোন্ডা এস্কোট, হোন্ডা গ্রেস, হোন্ডা ভেজেল, হোন্ডা সি-আর, হোন্ডা সিভিক। বাংলাদেশে প্রতিটি হোন্ডা সিরিজের দাম ভিন্ন ভিন্ন রেঞ্জের হয় এবং পাশাপাশি আছে অসাধারন ডিজাইন তাই নিজের পছন্দ অনুযায়ী সেরা সিরিজটি কিনতে পারেন। বিশেষ করে এই কারণে বাংলাদেশে হোন্ডা গাড়ির জনপ্রিয় বাড়ছে।

বাংলাদেশের সেরা হোন্ডা গাড়ি এর মূল্য তালিকা 2024 & February, 2025

2024 & February, 2025-এর বাংলাদেশের সেরা হোন্ডা গাড়ি এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের হোন্ডা গাড়ি ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা হোন্ডা গাড়ি এর তালিকা তৈরি করা হয়েছে।

হোন্ডা গাড়ি মডেল বাংলাদেশে দাম
Honda Vezel 2014 ৳ ১,৭০০,০০০
Honda Vezel 2015 Hybrid ৳ ১,৬৩৫,০০০
Honda Civic 2008 ৳ ১,৩০০,০০০
Honda Civic 2016 ৳ ২,৯৪০,০০০
Honda Vezel Z Package Hybrid 2017 ৳ ২,৫০০,০০০
Honda CR-V 1997 ৳ ৬০০,০০০
Honda Insight EX 2021 ৳ ৪,১৫০,০০০
Honda Vezel Grey 2014 ৳ ১,৫৫০,০০০
Honda Civic 1997 ৳ ৫৯৭,০০০
Honda CR-V 2000 ৳ ৭০০,০০০