bdstall.com

টয়োটা সি-এইচআর এর দাম

আইটেম ১-৪ এর ৪

গাড়ি কেনাকাটা

টয়োটা সি-এইচআর জাপানের অটোমোবাইল কোম্পানি টয়োটার তৈরি, যা কম্প্যাক্ট সাইজের এসইউভি এবং এসইউভি ৪x৪ বডি স্টাইলে গাড়ি সরবারহ করে থাকে। এই ব্র্যান্ডের গাড়ির আকর্ষণীয় ডিজাইন, এডভান্স হাইব্রিড টেকনোলোজি এবং দক্ষ জ্বালানী শক্তি সরবারহ করে থাকে। ফলে সিটি এরিয়াতে ড্রাইভিং এর জন্য সিএইচআর আদর্শ গাড়ি। তাছাড়া, উন্নত নিরাপত্তা ফিচার এবং আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম সরবারহ করায়, ব্যাক্তিগত এবং পরিবারিক যাতায়াতে ব্যবহারের জন্য টয়োটা সিএইচআর গাড়ি বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে, জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিডিস্টলে প্রায় সকল মডেলের ব্যবহৃত এবং রিকন্ডিশন টয়োটা সিএইচআর গাড়ি সাশ্রয়ী দামে পাওয়া যায়।

টয়োটা সিএইচআর কি নির্ভরযোগ্য গাড়ি?

  • সিএইচআর গাড়ি মূলত উন্নত হাইব্রিড টেকনোলজি দিয়ে ডিজাইন করা হয়েছে, যা শুধুমাত্র জ্বালানি দক্ষতা বাড়ায় না পাশাপাশি ইঞ্জিনের ক্ষয়ক্ষতিও কমায়। এই টেকনোলজি রক্ষণাবেক্ষণের প্রয়োজন কমিয়ে মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করে।
  • এই গাড়িসমূহ গুণমান এবং স্থায়িত্বের জন্য সুপরিচিত। কারণ টয়োটা সিএইচআর গাড়ি স্টাইলিশ হওয়ার পাশাপাশি বডি যথেষ্ট শক্তিশালী বিল্ড কোয়ালিটি প্রদান করে। ফলে, সিটি এরিয়া কিংবা গ্রামীণ পরিবেশে কঠিন, রুক্ষ রাস্তায় স্বাচ্ছন্দ্যে ড্রাইভ করা যায়।
  • এটি বিভিন্ন ধরণের সুরক্ষা ফিচার সরবারহ করে থাকে। যার মধ্যে অন্যতম হচ্ছে উন্নত ড্রাইভার সহায়তা ব্যবস্থা যা দুর্ঘটনা প্রতিরোধে সহায়তা করে। এছাড়াও, এন্টীথেপ্ট সিকিউরিটি সিস্টেম, সেন্ট্রাল লক, এবিএস ডিস্ক ব্রেক এবং ২টি এয়ারব্যাগ সহ উন্নত ফিচার রয়েছে। ফলে, সিএইচআর গাড়ি নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি দুর্ঘটনার কারণে ব্যয়বহুল মেরামতের সম্ভাব্য খরচ হ্রাস করে।
  • টয়োটা সি-এইচআর গাড়ি বাংলাদেশের বাজারে যথেষ্ট ভালো রিসেল ভ্যালু রয়েছে। ফলে, নিয়মিত ব্যবহারের পর ভালো দামে পরবর্তীতে বিক্রি করা যাবে।

টয়োটা সি-এইচআর এর দাম কত ?

বাংলাদেশে টয়োটা সিএইচআর গাড়ির দাম ২,৬০০,০০০ টাকা থেকে শুরু করে ৩,৫০০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, যা মডেল বছর, অবস্থা, ইঞ্জিনের ক্ষমতা, রঙ, জ্বালানী সিস্টেম এবং ট্রান্সমিশনের উপর নির্ভর করে দাম পরিবর্তিত হয়। হাইব্রিড ও নন হাইব্রিড ইঞ্জিনের উপর নির্ভর করে টয়োটা সিএইসআর গাড়ির দামে বড় পার্থক্য হয়ে থাকে।

টয়োটা সিএইচআর নন হাইব্রিড গাড়ির দাম

বর্তমানে, বাংলাদেশে সিএইচআর নন হাইব্রিড গাড়ির দাম ৩,৩০০,০০০ টাকা থেকে ৩,৫০০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। সিএইচআর নন হাইব্রিড গাড়ি মূলত ফুয়েল হিসেবে অকটেন, পেট্রোল ব্যবহার করে থাকে। তাছাড়া, নন হাইব্রিড টয়োটা সিএইচআর গাড়ি প্রায় ৪.৩- ৬.৫ লিটার ফুয়েল দিয়ে ১০০ কিমি ড্রাইভিং করা যায়।  

টয়োটা সিএইচআর হাইব্রিড গাড়ির দাম

টয়োটা সি-এইচআর হাইব্রিড গাড়ি খুবই স্টাইলিশ এবং কমপ্যাক্ট এসইউভি বডি স্টাইল সরবারহ করে। এছাড়াও, আধুনিক ডিজাইনের সাথে উন্নত হাইব্রিড টেকনোলোজি সরবারহ করে। সিএইচআর হাইব্রিড গাড়ি ১.৮-লিটার ভিভিটিআই পেট্রোল ইঞ্জিন দিয়ে তৈরি করা হয়েছে, যা বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত। এই ধরণের সিএইচআর গাড়ি ১২০ বিএইচপি (৯০ কিলোওয়াট) এবং ১৪২ এনএম টর্কের সম্মিলিত আউটপুট প্রদান করে। তাছাড়া, এই ধরণের গাড়ি মসৃণ ত্বরণ প্রদান করে এবং জ্বালানি খরচ সাশ্রয় করে থাকে। টয়োটা সিএইচআর গাড়ি কার্বন ডাই অক্সাইড কম নির্গমন করে থাকে। বর্তমানে, বাংলাদেশে টয়োটা সিএইচআর হাইব্রিড গাড়ি ৩,৪০০,০০০ টাকা থেকে ৫,৪০০,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। ফলে, দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি দীর্ঘ ভ্রমণের জন্য হাইব্রিড সি এইচ আর আদর্শ গাড়ি। 

বাংলাদেশে কি কি মডেলের টয়োটা সিএইচআর পাওয়া যায়?

বাংলাদেশে টয়োটা সিএইচআর গাড়ি ২০১৬ সাল থেকে ২০১৯ সালের প্রায় সকল মডেলের গাড়ি পাওয়া যায়। এই মডেলের গাড়ি গুলোতে বিশেষ ভাবে মাল্টিমিডিয়া স্টিয়ারিং কন্ট্রোলার, টাচ প্যানেল এয়ার কন্ডিশনিং, এয়ারব্যাগ, চুরি-বিরোধী সুরক্ষা ব্যবস্থা, সেন্ট্রাল লক, টেম্পার্ড গ্লাস, ক্রুইজ কন্ট্রোল এবং রেয়ারভিউ ক্যামেরা সহ বিভিন্ন ধরণের অত্যাধুনিক ফিচার রয়েছে।

টয়োটা সিএইচআর মাইলেজ কেমন দেয়?

টয়োটা সিএইচআর গাড়ি যথেষ্ট জ্বালানী সাশ্রয়ী হয়ে থাকে। ফলে, কম তেলে বেশি মাইলেজ দেওয়ায় সিএইচআর গাড়ি ব্যাক্তিগত এবং পারিবারিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য আদর্শ গাড়ি।  টয়োটা সিএইচআর গাড়ি প্রতি লিটার পেট্রোলে ২৬ কিমি শহুরে রাস্তা এবং হাইওয়ে ৩১ কিমি মাইলেজ প্রদান করে থাকে। আর হাইব্রিড ইঞ্জিন বিশিষ্ট সিএইসআর গাড়ি লিটার প্রতি প্রায় ২৬ কিমি থেকে ৩৫ কিমি পর্যন্ত মাইলেজ প্রদান করে থাকে।

বাংলাদেশে কি কি কালারের টয়োটা সিএইচআর গাড়ি পাওয়া যায়?

বাংলাদেশে টয়োটা সি-এইচআর গাড়ি সাধারণত সাদা, কালো, লাল, গ্রে কালারে সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে ব্ল্যাক ও ব্রাউন, ডার্ক ব্লু এবং রেড ওউয়াইন কালারের সিএইচআর গাড়িও পাওয়া যায়। তাই নিজের ও পরিবারের পছন্দ অনুযায়ী কালারের টয়োটা সিএইচআর গাড়ি সাশ্রয়ী দামে বিডিস্টল থেকে যাচাই করে খুব সহজেই কিনতে পারবেন।