এইচডিএমআই Pc Cable কেনাকাটা
এইচডিএমআই ক্যাবলের মাধ্যমে হাই-কোয়ালিটির অডিও ও ভিডিও আউটপুট একই সাথে পাওয়া যায় তাই কানেক্টর ক্যাবল হিসেবে এইচডিএমআই ক্যাবল বাংলাদেশ সহ সারা বিশ্বে তুলনামূলক বেশি ব্যবহার করা হয়।
এইচডিএমআই ক্যাবেলের বিশেষ সুবিধা কি?
- এইচডিএমআই ক্যাবলের মাধ্যমে খুব সহজেই দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করা যায়।
- এইচডিএমআই ক্যাবল অডিও ও ভিডিও একসাথে আউটপুট দিতে পারে।
- এইচডিএমআই ক্যাবল সর্বোচ্চ ১০কে ভিডিও রেজোলিউশন পর্যন্ত আউটপুট দেয় তবে ৪কে এইচডিএমআই ক্যাবল বেশি জনপ্রিয়।
- এইচডিএমআই ক্যাবলের রিফ্রেশ হার তুলনামূলক বেশি।
- বর্তমানে সকল ডিভাইসে এইচডিএমআই পোর্ট থাকে বিধায় সহজেই এটির ব্যবহার করা যায়।
- আপডেট জেনারেশন এইচডিএমআই ক্যাবলে তুলনামূলক ফ্রেম রেট বেশি।
এইচডিএমআই কিভাবে ব্যবহার করতে হয়?
এইচডিএমআই ক্যাবল ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইসে প্লাগ ইন করলেই অডিও, ভিডিও বা ডেটা আউটপুট পাওয়া যায়। এছাড়া এইচডিএমআই ক্যাবল ব্যবহারের জন্য কোন বিশেষ নিয়ম নেই। কিন্তু, কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে অপারেটিং সিস্টেম পারমিশন চাইতে পারে। সেক্ষেত্রে সেটিংস থেকে পারমিশন অন করে দিতে হবে। যদি এইচডিএমআই ক্যাবল ডুয়াল মনিটরের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে ডিস্প্লে সেটিংস থেকে ডিস্প্লে এক্সটেন্ড সেটিংসটি অন করতে হবে।
এইচডিএমআই ক্যাবেল কেনার টিপসঃ
বাংলাদেশে বিভিন্ন কাজে এইচডিএমআই ক্যাবল প্রয়োজন। এইচডিএমআই ক্যাবল কেনার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল করে কিনতে হবে।
- সব এইচডিএমআই ক্যাবলের স্পিড সমান হয় না। তাই, অবশ্যই আপনার কাজের জন্য কতটুকু স্পিড প্রয়োজন তার উপর ভিত্তি করে এইচডিএমআই ক্যাবেল কেনা উচিৎ।
- এইচডিএমআই ক্যাবলের ইন্টারফেস চেক করে নিতে হবে। বেশিরভাগ এইচডিএমআই ক্যাবলের ইন্টারফেস গোল্ড প্লেটেড থাকে। গোল্ড প্লেটেড ইন্টারফেস সহ এইচডিএমআই ক্যাবল কেনাই উত্তম।
- বেশিরভাগ এইচডিএমআই ক্যাবল এচডি থেকে ৪কে রেজোলিউশন পর্যন্ত আউটপুট দেয়। তাই, প্রয়োজন অনুসারে কেনা যেতে পারে কারন দামের পার্থক্য এর উপর কিছুটা নির্ভর করে।
- আপডেট জেনারেশন দেখে কেনা উচিৎ। এইচডিএমআই ক্যাবলের জেনারেশন যত বেশি হবে তত বেশি স্পিড ও রেজোলিউশন ভাল পাওয়া যাবে।
বিডিতে এইচডিএমআই ক্যাবলের দাম কত?
এইচডিএমআই ক্যাবলের দাম এর তারের দৈর্ঘ্য, জেনারেশন, প্লাগের মেটারিয়ালের, ও টাইপের উপর নির্ধারিত হয়। এইচডিএমআই ক্যাবেল বিডিতে ১০০ টাকা থেকে ৪,৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। উল্লেখ্য যে এইচডিএমআই ক্যাবলের তারের দৈর্ঘ্য যত বেশি হবে তত দাম বেড়ে যাবে। আবার, তারের দৈর্ঘ্য কম কিন্তু আপডেট জেনারেশন হওয়ায় দাম বেশি হতে পারে।