ইট কেনাকাটা
ইট একটি প্রধান নির্মাণ উপাদান, যা বাংলাদেশে বিভিন্ন বিল্ডিং এবং অবকাঠামো নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইট সাধারণত মাটি, জল, বালি, ইত্যাদি উপকরণ মিলিয়ে উতপ্ত আগুনে পুড়িয়ে তৈরি করা হয়, তাই এই ইট টেকসই, মজবুত এবং স্থায়িত্ব অনেক বেশি হয়। এছাড়াও ভালো মানের ইটের ব্যাবহারের উপর বিল্ডিং এর স্থায়ীত্ব নির্ভর করে। ইটের আকার, আকৃতি ঠিক না থাকলে সিমেন্ট খরচ বেশী হয় এবং গাঁথুনিও দুর্বল হয়। তাই বিল্ডিং নির্মাণের সময় সঠিক ইট নির্বাচন করা অত্যান্ত জরুরি। বাংলাদেশে কোন কোন ধরনের ইট পাওয়া যাচ্ছে এবং ইটের দাম কত তার বিস্তারিত জানানো যাচ্ছে।
বাংলাদেশে কোন ধরনের ইট পাওয়া যায়?
১ম শ্রেনীর ইটঃ ১ম শ্রেনীর ইটগুলো সাইজ সাধারণত খুবই ভাল এবং গাড় লালচে হয়ে থাকে যাতে দুটো ইট পরস্পর আঘাত করলে পরিষ্কারভাবে টন টন শব্দ শুনা যাবে। এই ১ম শ্রেনীর ইটের মধ্যে কোন চির বা ফাঁক থাকে না, তাই নির্মান কাজে বিল্ডিং মজবুত হয়। সাধারণত ১ম শ্রেনীর ইটগুলোর পানি শোষণ ক্ষমতা ১৫% এর বেশী হয় না এবং লোড নেওয়ার ক্ষমতা হচ্ছে ১০৫ কেজি। বাংলাদেশে ১ম শ্রেনীর ইটের দাম প্রতি পিচ ১২ থেকে ১৩.৫ টাকার মধ্যে কিনতে পারবেন তবে স্থান ভেডে দাম কম বেশি হতে পারে। বাংলাদেশের ই-কমার্স সাইড বিডিস্টল.কম থেকে ইটের সঠিক দাম জেনে নিতে পারবেন।
২য় শ্রেনীর ইটঃ ২য় শ্রেনীর ইটঃ এই ২য় শ্রেনীর ইটগুলো সাইজ কিছুটা অসমান এবং তলা অমসৃণ হয়ে থাকে।এই ২য় শ্রেনীর ইটগুলো আগুলে কিছুটা কম পোড়ানো হয়। এছাড়াও এই ২য় শ্রেনীর ইট পানি শোষণ ক্ষমতা ১৫% এর বেশী হয়।
৩য় শ্রেনীর পিকেট ইটঃ ৩য় শ্রেনীর ইট সাধারণত পর্যাপ্ত আগুনে পোড়ানো হয় না তাই ইটের গুনাগুন কম এবং হালকা হলুদ আর নরম হয়ে থাকে। এই ৩য় শ্রেনীর ইট পানি শোষণ ক্ষমতা ২৫% এর চেয়ে বেশী থাকে। এই ৩য় শ্রেনীর ইট রাস্তা, কালভার্ট, এবং অন্যান্য নির্মান কাজে ব্যবহার করা হয়।
৪র্থ শ্রেনীর ঝামা ইটঃ ৪র্থ শ্রেনীর ঝামা ইটঃ ৪র্থ শ্রেনীর ইট গুলো অতিরিক্ত আগুনে রেখে পোড়ানো হয় যা দেখতে অনেকটা কালো ও ফাঁপা হয়ে থাকে। ৪র্থ শ্রেনীর ঝামা ইট ইটগুলো অনেক শক্ত হয় এবং উচু নিচু হয় তাই এই ইট খুয়া হিসাবে তৈরি করা হয়। গ্রামেগুলোতে বিম তৈরিতে পাথরের পরিবর্তে ঝামা ইটের খুয়া ব্যবহিত হয়। ঝামা ইট পাথরের তুলনায় দাম অনেক সস্তা হয়।
অটো ব্রিকসঃ অটো ব্রিকস একটি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত হওয়া ইট, যার শক্তিশালী, টেকসই এবং উচ্চ গুণমানের আছে। এই ধরনের অটো ব্রিকস তাপ শোষণ করতে পারে, নিরাপত্তা এবং এর ব্যবহারের মাধ্যমে নির্মাণ কাজ আরও সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী হয়।
সলিড সিরামিক অটো ব্রিকসঃ সলিড সিরামিক অটো ব্রিকস গুলো সম্পুর্ন অটোমেটেড অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা হয় যার ফলে অটো ব্রিকস সাধারণ ইটের তুলনায় গুণমান, শক্তি এবং স্থায়িত্ব অনেক বেশি হয়। সলিড সিরামিক ব্রিকসের তলসমূহ মসৃন ও সমান হয় এবং রং চমৎকার লাল কালার হয়। এই ধরনের সলিড অটো ব্রিকস সাধারণত সৌন্দর্য বৃদ্ধিতে বাড়ি, পার্ক, সরকারি স্থাপনার বাহিরের দেওয়াল বানাতে ব্যবহার করা হয়।
৩ ছিদ্রযুক্ত সিরামিক অটো ব্রিকসঃ তিন ছিদ্রযুক্ত সিরামিক অটো ব্রিকসগুলো শক্তিশালী, টেকসই এবং উচ্চ গুণমানের হয়ে থাকে। এই তিন ছিদ্রযুক্ত ব্রিকস সঠিক পরিবেশ বান্ধব নিয়ম মেনে তৈরি করা হয়। এছাড়াও এই তিন ছিদ্রযুক্ত অটো ব্রিকস সাধারণ ইটের তুলনায় বিল্ডিং এর তাপ নিয়ন্ত্রণ রাখে এবং রুম ঠান্ডা রাখে।
৬ ছিদ্রযুক্ত সিরামিক অটো ব্রিকসঃ ছয় ছিদ্রযুক্ত সিরামিক অটো ব্রিকস তুলনামূলক হালকা এবং মজবুত হয়, তাই বহ্ন করা সহজ হয়। এই ধরনের সিরামিক ব্রিকস রুমের তাপমাত্রা কমিয়ে দেয়, যার জন্য বাড়ির তাপমাত্রা সারা দিন সমানভাবে থাকে।
১০ ছিদ্রযুক্ত সিরামিক অটো ব্রিকসঃ দশ ছিদ্রযুক্ত সিরামিক অটো ব্রিক অন্যান ব্রিকসের তুলনায় অনেক হালকা এবং স্থায়িত্ত বেশি হয়। অটো ব্রিকস গুলোতে দশ ছিদ্র থাকে যাতে রুমের মধ্যে যথেষ্ট আলো বাতাস ঢুকতে পারে, তাই দশ ছিদ্রযুক্ত সিরামিক অটো ব্রিকস ব্যবহারে গরমের সময় রুম অধিক ঠান্ডা থাকে।
সিরামিক ছাদ টাইলসঃ এই ধরনের টাইল গুলো টেকসই, ওজন হালকা, তাপ ও বৃষ্টির প্রতিরোধী এবং সহজ ইনস্টলেশন করা যায়। এই সিরামিক ছাদ টাইলস গুলো বেশিরভাব সিড়ির ছাদ, রান্নাঘরের ছাদ এবং বিভিন্ন ধরেনর ছাদ তৈরি জন্য ব্যবহার করা হয়।
সিমেন্ট ব্লক ইটঃ বর্তমান সময় বাসাবাড়ি নির্মানে ইটের পরিবর্তে সিমেন্ট ব্লক ব্যবহার অনেক বেড়ে গেছে কারন সামগ্রিকভাবে নির্মাণ খরচ প্রায় ২০-২৫% হ্রাস করে। এই সিমেন্ট ব্লক ইট ২ থেকে ৬ ঘন্টা পর্যন্ত আগুন প্রতিরোধ করতে পারে। সিমেন্টের ব্লক ইট তৈরি করতে কোন ধরনের জ্বালানী প্রয়োজন হয় না তাই সম্পুর্ন পরিবেশবান্ধব।
ভালো ইট কিভাবে চিনবেন?
- ইটের তলসমূহ মসৃন ও সমান থাকে
- আগুনে পোড়ানোর পর রং চমৎকার লালচে কালার থাকবে
- ইটের মধ্যে কোন চির বা ফাঁক থাকবে না
- সর্বোচ্চ চার ফুট উপর থেকে এক ইট আরেকটি ইটের উপর ফেলে দিলে ভাঙ্গে না।
- ইটের পানি শোষণ ক্ষমতা সর্বোচ্চ ১৫% এর বেশী হবে না।
- ইটের উপর হালকা আঘাত দিলে পরিষ্কার শব্দ আসে
বাংলাদেশে ইটের দাম কত?
বাড়ি নির্মান করবেন কিন্তু সঠিক ইট এবং দাম জানা অনেক কঠিন আবার বাংলাদেশে স্থান ভেদে ইটের দাম এক এক স্থানে এক এক দাম রাখা হয় তাই আপনি বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্ম বিডিস্টল.কম থেকে সঠিক দাম জানতে পারবেন। বিডিস্টলে প্রতিটা ইট ১১ টাকা থেকে ৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন।