bdstall.com

বাঙ্ক বেড এর দাম ২০২৫

আইটেম ১-১১ এর ১১

বাঙ্ক বেড Bed কেনাকাটা

বাঙ্ক বেড হচ্ছে এমন এক ধরণের স্থান সাশ্রয়ী বেড, যেখানে একের অধিক বেড উপরে নিচে দু’তলা বাড়ির ন্যায় হয়ে থাকে। এই ধরণের বেড স্বল্প জায়গায় একাধিক ঘুমের জায়গা সরবারহ করে। বিশেষ করে শিশুদের জন্য বাঙ্ক বেড ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। তবে, বাংলাদেশে বিভিন্ন আবাসিক হোস্টেল এমনকি সামরিক ব্যারাকে বাঙ্ক বেড ব্যবহার করা হয়, যেখানে অল্প জায়গায় অধিক মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন। বর্তমানে, এমডিএফ বোর্ড, মালেশিয়ান ও মেহগুনির মত সেরা মানের কাঠ দিয়ে তৈরি অত্যাধুনিক ডিজাইনের বাঙ্ক বেড বিডিস্টলে পাওয়া যায়।

বাংলাদেশে বাঙ্ক বেড এর দাম কত?

বাংলাদেশে বাঙ্ক বেডের দাম ২৬,০০০ টাকা থেকে ৮৮,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে, মডেল, ডিজাইন, তৈরিকৃত উপকরণ, এবং সাইজ ভেদে বাঙ্ক বেডের দামের পার্থক্য হয়ে থাকে। শিশুদের জন্য গাড়ির ন্যায় ডিজাইন এবং মালেশিয়ান এমডিএফ বোর্ডে তৈরি বাঙ্ক বেড ২৫,৫০০ টাকা থেকে ২৬,০০০ টাকার মধ্যে কিনতে পারেন। তবে, শিশুদের জন্য নিরাপদ ঘুমের পরিবেশ নিশ্চিত করতে সর্বদা মজবুত রেলিং এবং মইয়ের মতো সুরক্ষা ব্যবস্থা যাচাই করে কিনবেন। এছাড়াও, মেহগনি কাঠ ও মালেশিয়ান কাঠের সমন্বয়ে প্রিমিয়াম ডিজাইনে তৈরি বাঙ্ক বেড এর দাম বাংলাদেশে ৪২,০০০ টাকা থেকে ৫৯,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। কাঠের তৈরি বাঙ্ক বেড সাধারনত ৪ ফিট / ৬ ফিট সাইজের হয়ে থাকে, যা ৫-৭ বছরের শিশুদের জন্য সেরা। এছাড়াও, শিশুদের জন্য কাস্টমাইজড বেড সাইজ, আলমারি, পড়ার টেবিল সহ ফুল বাঙ্ক বেড সেট ৭৬,০০০ টাকা থেকে ৮৮,০০০ টাকার মধ্যে কিনতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য পছন্দের ডিজাইন ও সাইজের বাঙ্ক বেড বিডিস্টল থেকে প্রি-অর্ডার এর মাধ্যমে সহজেই কিনতে পারবেন। তবে, প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বাঙ্ক বেড সাইজ ও ডিজাইন ভেদে দাম কম বেশি হবে।

কি কি ধরণের বাঙ্ক বেড বাংলাদেশে পাওয়া যায়?

  • স্ট্যান্ডার্ড বাঙ্ক বেডঃ এই ধরণের বেড সাধারনত শিশুদের বেডরুমে ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে থাকে। এটি দুই স্তরের বিছানা সরবারহ করে থাকে। শিশুর নিরাপত্তার জন্য স্ট্যান্ডার্ড বাঙ্ক বেডে রেলিং এবং মই সরবারহ করে থাকে।
  • লফট বাঙ্ক বেডঃ এই ধরণের বাঙ্ক বেড মূলত উপরের দিকে বিছানা সরবারহ করে থাকে। পাশাপাশি বাঙ্ক বেডের নিচের অংশে পড়ার টেবিল, কাপড় রাখার আলমারি কিংবা খেলাধুলার জন্য ফাকা জায়গা সরবারহ করে থাকে।
  • অন্যান্য স্টোরেজ সহ বাঙ্ক বেডঃ এই ধরণের বাঙ্ক বেড আরও আকর্ষণীয় ফিচার সরবারহ করে থাকে। ঘুমানোর জন্য বিছানা সরবারহ করার পাশাপাশি এই ফ্রেমে কাপড় রাখার তাক, ড্রয়ার কিংবা ক্যাবিনেট সরবারহ করে থাকে।
  • কাঠের বাঙ্ক বেডঃ কাঠের বাঙ্ক বেড বাসা-বাড়ি বেড রুম, এবং হোস্টেলে প্রাপ্তবয়স্কদের থাকার জন্য আদর্শ। এই ধরণের বাঙ্ক বেডের স্ট্রাকচার যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে। পাশাপাশি আকর্ষণীয় ডিজাইন এবং দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগী হয়ে থাকে।

বাঙ্ক বেড কেনার আগে কি কি দেখতে হবে?

তৈরিকৃত উপাদানঃ বাঙ্ক বেড সাধারণত মেহেগনি কাঠ, মালেশিয়ান কাঠ, এমডিএফ বোর্ড সহ বিভিন্ন ধরণের উপাদানে তৈরি হয়ে থাকে। তবে, বাঙ্ক বেডের স্থায়িত্ব মূলত তৈরিকৃত উপাদানের উপর নির্ভর করে কম বেশি হয়। কাঠের তৈরি বাঙ্ক বেডের ডিজাইন বেশি সুন্দর হয় এবং দীর্ঘ স্থায়িত্ব প্রদান করে থাকে। এছাড়াও, এমডিএফ বোর্ডের তৈরি বাঙ্ক বেড ওজনে বেশ হালকা এবং দামেও সাশ্রয়ী হয়ে থাকে।

বেডের সাইজঃ আপনি আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ সাইজে  বাঙ্ক বেড কিনতে পারবেন। তবে, শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য বেড সাইজ ভিন্ন হয়ে থাকে। যেমনঃ ৫-৭ বছরের শিশুদের জন্য ৪/৬ ফিট সাইজের বাঙ্ক বেড বিবেচনা করা উত্তম। এছাড়াও, প্রাপ্তবয়স্কদের জন্য ৫/৭ ফিট সাইজের বাঙ্ক বেড বিবেচনা করতে হবে।

বেড স্পেসঃ সঠিক সাইজের বাঙ্ক কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার বেডরুমের সাইজ এবং পরিবারের কয়জন সদস্য থাকবেন তা বিবেচনা করতে হবে।

সুরক্ষা ব্যবস্থাঃ বাঙ্ক বেড কেনার ক্ষেত্রে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলের জন্য শক্তিশালী রেলিং, স্লিপ-প্রতিরোধী মই এবং বেডের সামগ্রিক স্ট্রাকচার মজবুত কিনা যাচাই করতে হবে।

ওয়েট ক্যাপাসিটিঃ বাঙ্ক বেড কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ওয়েট ক্যাপাসিটি যাচাই করা। কারণ এই ধরণের বেড বিশেষত শিশুদের জন্য বহুল ব্যবহৃত হয়ে থাকে, যা শিশুদের ওজন বহনে যথেষ্ট কার্যকর হয়ে থাকে। তবে, প্রাপ্তবয়স্কদের জন্য বাঙ্ক বেড কেনার ক্ষেত্রে অবশ্যই কয়জন থাকবেন, তৈরিকৃত উপাদান এবং শক্তিশালী স্ট্রাকচারে তৈরি কিনা যাচাই করতে হবে।

অন্যান্য স্টোরেজ সিস্টেমঃ বর্তমানে বাংলাদেশে বাঙ্ক বেডের সাথে আলমারি,পড়ার টেবিল, বইয়ের তাক বা খেলার স্পেস সহ অন্যান্য স্টোরেজ সরবারহ করে থাকে, যার দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হয়ে থাকে। তবে, এই ধরণের স্টোরেজ শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের জন্য প্রয়োজনীয়। তাই, আপনি আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী যেকোনো বাঙ্ক বেড বিবেচনা করতে পারেন।

কালারঃ বাঙ্ক বেড কালো, বাদামি সহ বিভিন্ন কালারে পাওয়া যায়। এছাড়াও, আপনি বিডিস্টলের মাধ্যমে ফার্নিচারের সেলারের থেকে আপনি যেকোনো কালারে বাঙ্ক বেড কাস্টমাইজ করে নিতে পারবেন।

বাংলাদেশে জনপ্রিয় বাঙ্ক মডেল কোনগুলো?

বর্তমানে, শিশুদের জন্য গাড়ি টাইপ বাঙ্ক বেড, আমেরিকান স্টাইল বাঙ্ক বেড, ক্যাপ্টেন ওডেন বাঙ্ক বেড, অ্যাকুয়ামেরিন ওডেন বাঙ্ক বেড, আর্নল্ড, ক্যারট, ক্যাসল, ডেক্সার এবং ক্লাসিক ওডেন বাঙ্ক বেড বেশ জনপ্রিয়। তাছাড়া, রেডিমেড বাঙ্ক বেডের পাশাপাশি কাস্টমাইজড বাঙ্ক বেডও বাংলাদেশে পাওয়া যায়।  তাই, বাজেটের মধ্যে চাহিদা ও পছন্দের ডিজাইনে বাঙ্ক বেড বিডিস্টল থেকে সহজে কিনতে পারবেন।

বাংলাদেশের সেরা বাঙ্ক বেড বিছানা এর মূল্য তালিকা April, 2025

2024 & April, 2025-এর বাংলাদেশের সেরা বাঙ্ক বেড বিছানা এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের বাঙ্ক বেড বিছানা ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা বাঙ্ক বেড বিছানা এর তালিকা তৈরি করা হয়েছে।

বাঙ্ক বেড বিছানা মডেল বাংলাদেশে দাম
New Arrival Wooden Bunk Bed JFW901 ৳ ৪৮,০০০
New Arrival Wooden Bunk Bed JFW896 ৳ ৪২,০০০
Wooden JFW301 Bunk Bed for Children ৳ ৫০,০০০
Kids Full Bedroom Set JFW304 ৳ ৭৬,০০০
Car Bed JFW246 ৳ ২৬,০০০
WB56 Car-Shaped Sleeping Bed for Kids ৳ ২৫,৫০০
Wooden JFW624 Bunk Bed for Children ৳ ৫২,৯৯৯
Space Saving Kid's Bunk Bed JFW622 ৳ ৮৭,০০০
American Style Wooden Bunk Bed JFW625 ৳ ৮৮,০০০
JFW309 Wooden Bunk Bed ৳ ৫৯,৯৯৯