বিছানা কেনাকাটা
খাট আমদের একটি দৈনন্দিন প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্রাম অথবা ঘুম মানব জীবনের সব থেকে বড় একটি কার্যকলাপ। বিশ্রাম অথবা ঘুম যত ভালো হবে আগামী দিনের কাজের জন্য প্রস্তুত থাকা যাবে স্বাচ্ছন্দের সাথে। আর এই বিশ্রাম বা ঘুমকে পরিপূর্ণ করতে সাহায্য করে একটি ভালো মানের খাট। শুধু তাই নয়, এই খাট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করণে কাজ করে থাকে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিজাইনের বেড পাওয়া যায়। এটি বাংলাদশে খাট নামে পরিচিত।
বাংলাদেশে খাটের দাম কত?
বাংলাদেশে খাটের দাম ১৬,০০০ টাকা থেকে শুরু এবং এই দামে মেহেগনি কাঠের খাট পাওয়া যাবে যেটি লেকার রং করা এবং ৫ x ৭ ফিট সাইজের হবে। খাটের দাম নির্ভর করে এর কোয়ালিটি, ডিজাইন ও রঙের উপর।
খাট কেনার আগে কিছু টিপস জানা আবশ্যকঃ
খাট কেনার বেশ কিছু টিপস আছে। আর এই খাট কেনার আগে এই টিপস গুলো ফলো করলে আশা করা যায় একটি ভালো মানের খাট পাওয়া সম্ভব। তাই খাট কেনার আগে নিচের টিপস গুলো জেনে নিতে হবেঃ
১। সর্বপ্রথম খাট কেনার আগে জানতে হবে খাট যে কক্ষে থাকবে সে কক্ষের আকার। কক্ষ অনুযায়ী নিখুঁত খাট পেতে হলে কক্ষের চার ভাগের সর্বোচ্চ দেড় ভাগ আয়তনের খাট কেনা ভালো। এই পরিমাপ অনুযায়ী খাট কিনলে কক্ষের সৌন্দর্য বজায় থাকবে। কক্ষের তুলনাতে বেশি বড় অথবা ছোট হলে দেখতে বেমানান মনে হবে।
২। দ্বিতীয় পর্যায়ে দেখতে হবে কয়জন মানুষের জন্য খাট কেনা লাগবে। যদি সিঙ্গেল মানুষের জন্য হয় তবে সিঙ্গেল খাট কেনাই ভালো। খাটের বিভিন্ন মাপ বিভিন্ন নামে পরিচিত। যেমনঃ সিঙ্গেল খাট ৯২ x ১৮৮ সেন্টিমিটার, লং সিঙ্গেল খাট ৯২ x ২০৩ সেন্টিমিটার, কিং সিঙ্গেল খাট ১০৭ x ২০৩ সেন্টিমিটার, ডাবল খাট ১৩৮ x ১৮৮ সেন্টিমিটার, কুইন খাট ১৫৩ x ২০৩ সেন্টিমিটার, কিং খাট ১৮৩ x ২০৩ সেন্টিমিটার এবং সুপার কিং খাট ২০৩ x ২০৩ সেন্টিমিটার সাইজের হয়ে থাকে। তাই আগে জেনে নিতে হবে লোক সংখ্যা এবং খাটের সাইজের ধরণ কি এ সম্পর্কে।
৩। ঘরের অন্যসব আসবাবপত্রের উপস্থিতি থাকলে নির্ণয় করতে সঠিক ভাবে এমন একটি মাপ যে মাপের জন্য খাট এবং সকল আসবাবপত্রের মাপের সমসন্বয় নিশ্চিত হয়। কম বেশি হলে ঘরকে অগাছালো মনে হবে এবং ঘরের সৌন্দর্য নষ্ট হবে।
৪। খাট কেনার আগে জেনে নিতে হবে খাট কি দিয়ে বানানো হয়েছে। কি কাঠ, কেমন লেদার এবং আনুষঙ্গিক সকল বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। খাটের উপকরণের উপর নির্ভর করে এর টেকসই হওয়ার নিশ্চয়তা। তাই এই জিনিস গুলো জেনে নেয়া খুবই জরুরি। যেমন ভাল মানের কাঠের খাট খুব টেকসই এবং হালকা হবে এবং বিডিতে এগুলো বেশ কম দামে পাওয়া যায়।
৫। খাটের ডিজাইনের উপর নির্ভর করে অনেক গুলো জিনিস। খাটের রঙ, ডিজাইন, কাঠামো এসব বাড়িয়ে তুলে গৃহের সৌন্দর্য। তাই কি রকম ডিজাইন নিতে চাচ্ছেন এবং কোন ডিজাইনটি ঘরের সবকিছুর সাথে মানাবে এ ব্যাপারে আগে থেকেই ডিজাইন নির্বাচন করে রাখুন। যেমন বক্স খাটে অতিরিক্ত ড্রয়ার বানানোর সুবিধা থাকার কারনে অনেকে পছন্দ করে। আর লাক্সারি খাটের ডিজাইন যেকোন ধরনের হতে পারে মর্ডার্ন ডিজাইন, ওল্ড ফ্যাশন ডিজাইন।
৬। খাটে অতিরিক্ত জায়গা রাখা দরকার। খাটে হেলান দিয়ে কোনো বই পড়া অনেকের অভ্যাস এবং ভালো লাগার একটি মাধ্যম। কিন্তু আলাদা জায়গা না থাকার কারণে বই পড়া শেষ হলে আবার উঠে বই রেখে এসে শুতে হয়। কিন্তু অতিরিক্ত কোনো জায়গা রাখলে বই পড়া শেষ হলে অথবা চা-কফি পান করা শেষ হলে সে স্থানে বই বা কাপ রাখা যাবে। তাই খাটের কোনো এক পাশে এরকম অতিরিক্ত জায়গা রাখা খুব উপকারী।