বিছানা কেনাকাটা
খাট আমদের একটি দৈনন্দিন প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্রাম অথবা ঘুম মানব জীবনের সব থেকে বড় একটি কার্যকলাপ। বিশ্রাম অথবা ঘুম যত ভালো হবে আগামী দিনের কাজের জন্য প্রস্তুত থাকা যাবে স্বাচ্ছন্দের সাথে। আর এই বিশ্রাম বা ঘুমকে পরিপূর্ণ করতে সাহায্য করে একটি ভালো মানের খাট। শুধু তাই নয়, এই খাট ঘরের সৌন্দর্য বৃদ্ধি করণে কাজ করে থাকে। বাংলাদেশে বিভিন্ন ধরনের ডিজাইনের বেড পাওয়া যায়। এটি বাংলাদশে খাট নামে পরিচিত।
বাংলাদেশে খাটের দাম কত?
বাংলাদেশে খাটের দাম ১৬,০০০ টাকা থেকে ২৫৩,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে কোয়ালিটি, খাটের ডিজাইন, তৈরিকৃত উপাদান, কালার, খাটের সাইজ এবং ধরণের উপর নির্ভর করে খাটের দাম পরিবর্তিত হয়ে থাকে। ট্রেন্ডি ডিজাইনে তৈরী সাধারণ মানে খাটের দাম ১৬,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে, যা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরী এবং ওজনে হালকা হয়ে থাকে। তাছাড়া, ধরণ অনুযায়ী বিশেষত সিঙ্গেল খাট, ডাবল খাট, কিং সাইজ খাট, কুইন সাইজ খাট, এবং বাঙ্ক খাট বিডিস্টলে সচরাচর পাওয়া যায়, যা আপনার বেডরুমের সাইজ অনুযায়ী সঠিক খাট বিবেচনা করতে সহায়তা করবে। সেগুন, মেহগনি এবং আর্টিফিশিয়াল লেদারের সমন্বয়ে অত্যাধুনিক ডিজাইনে তৈরি খাটের দাম ৩৪,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। স্থায়িত্ব এবং নান্দনিক ডিজাইনও খাটের দামকে প্রভাবিত করে থাকে। তাছাড়া, বেডরুমের ফার্নিচার সেট সহ খাট বাংলাদেশে পাওয়া যায়, যার দাম ৯৬,০০০ টাকা থেকে ২৫০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। ফার্নিচার সহ খাট আপনার বেডরুমে আরও বেশি আরামদায়ক ও রুচিশীল পরিবেশ প্রদান করবে।
বাংলাদেশে কি কি ধরণের খাট পাওয়া যায়?
- সিঙ্গেল খাটঃ এই ধরণের খাট সাধারণত ৩/৬ ফিট বা ৯২ x ১৮৮ সেমি সাইজের হয়ে থাকে, যা একজন ব্যক্তির শোয়ার জন্য আদর্শ। সিঙ্গেল খাট সাধারনত ছোট বেডরুম বা শিশুদের বেডরুমে ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে থাকে। তৈরিকৃত উপাদান এবং নকশার উপর নির্ভর করে বাংলাদেশে সিঙ্গেল বেডের দাম ১৬,০০০ টাকা থেকে শুরু।
- ডাবল খাটঃ ডাবল খাট মূলত আকারে বড়, যা ৫/৭ ফিট কিংবা ৬/৭ ফিট সাইজে হয়ে থাকে। এই সাইজের খাট ৩০,০০০ টাকা থেকে ১৭০,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে ডিজাইন ও তৈরিকৃত উপাদানের উপর নির্ভর করে ডাবল বেডের দাম কম বেশি হয়ে থাকে। তাছাড়া, ডাবল খাট কাপল বা পরিবারের দুজন সদস্য শোবার জন্য উপযুক্ত হয়ে থাকে।
- কিং সাইজের খাটঃ কিং সাইজের খাট হচ্ছে সবচেয়ে বড় মাপের বেড। এটি ৬/৭ ফিট কিংবা ৭/৭ ফিট সাইজের খাট সরবারহ করে। এই সাইজের খাট ঘুমানোর সময় অতিরিক্ত জায়গা সরবারহ করে থাকে। ফলে, ৩-৫ জন লোক নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। তাছাড়া, এই সাইজের প্রায় সকল খাট বিলাসবহুল ডিজাইন এবং পর্যাপ্ত শোবার জায়গা সরবারহ করে। কিং সাইজের বিছানার দাম বাংলাদেশে ৩৩,০০০ টাকা থেকে শুরু। তবে, ব্যবহৃত কারুশিল্প এবং কাঠের উপর নির্ভর করে দাম বেশি হয়ে থাকে। এই ধরণের খাট প্রায় ২০ বছরের বেশি সময় স্থায়ী হয়ে থাকে।
- কুইন সাইজের খাটঃ এই ধরণের সাধারনত ৫/৭ ফিট সাইজের হয়ে থাকে, যা ছোট পরিবারের জন্য উপযুক্ত। কুইন সাইজের খাট বেশিরভাগই আলট্রা মডার্ন ডিজাইনে তৈরি হয়ে থাকে। পাশাপাশি মালেশিয়ান কাঠ এবং আরটিফিশিয়াল লেদারের তৈরি হওয়ায় কুইন সাইজের খাট ১০-১৫ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। কিছু কিছু কুইন সাইজ বেডের সাথে ২ পিচ কিংবা এক পিচ সাইড টেবিলও পাওয়া যায়।ডিজাইন ভেদে বাংলাদেশে কুইন সাইজের বেডের দাম ১৭,৫০০ টাকা থেকে ২০০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
- বাঙ্ক খাটঃ বাঙ্ক খাট মূলত শিশুদের জন্য দুর্দান্ত স্থান-সাশ্রয়ী বিছানা। তাছাড়া, স্টাইলিশ ডিজাইন এবংসিড়ি ও খেলার জায়গায় প্রদান করায় শিশুদের জন্য আনন্দায়ক হয়ে থাকে। এই ধরণের খাট সাধারণত দুটি বিছানা একে অপরের উপরে অবস্থান করে। বাংলাদেশে বাঙ্ক বেডের দাম নরমাল বেডের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে। এছাড়াও, ডিজাইন এবং তৈরিকৃত উপাদান এর উপর নির্ভর করে দাম কম বেশি হয়ে থাকে। তাছাড়া, আপনি চাইলে আবাসিক হোস্টেলের জন্য কাস্টমাইজড সাইজে বাঙ্ক খাট কিনতে পারেন।
- ফার্নিচার সেট সহ খাটঃ আপনি আপনার বেডরুমে যদি পছন্দ অনুযায়ী ডিজাইনে সকল আসবাবপত্র দিয়ে সেট আপ করতে চান, সেক্ষেত্রে বিডিস্টল থেকে ফার্নিচার সেট সহ খাট বিবেচনা করতে পারেন। কারণ খাট এর সাথে ফার্নিচার সেটে পড়ার টেবিল, সাইড টেবিল, কাপড়ের ক্যাবিনেট সহ অন্যান্য প্রয়োজনীয় আসবাবপত্র থাকে। ফার্নিচার সেট সহ খাট ৭৬,০০০ টাকা থেকে ২৫০,০০০ টাকার মধ্যে কিনতে পারবেন।
খাট কেনার আগে কি কি দেখতে হবে?
খাট কেনার বেশ কিছু টিপস আছে। আর এই খাট কেনার আগে এই টিপস গুলো ফলো করলে আশা করা যায় একটি ভালো মানের খাট পাওয়া সম্ভব। তাই খাট কেনার আগে নিচের টিপস গুলো জেনে নিতে হবেঃ
- খাটের সাইজঃ সর্বপ্রথম খাট কেনার আগে জানতে হবে খাট যে কক্ষে থাকবে সে কক্ষের আকার। কক্ষ অনুযায়ী নিখুঁত খাট পেতে হলে কক্ষের চার ভাগের সর্বোচ্চ দেড় ভাগ আয়তনের খাট কেনা ভালো। এই পরিমাপ অনুযায়ী খাট কিনলে কক্ষের সৌন্দর্য বজায় থাকবে। কক্ষের তুলনাতে বেশি বড় অথবা ছোট হলে দেখতে বেমানান মনে হবে।
- খাটের ধরণঃ দ্বিতীয় পর্যায়ে দেখতে হবে কয়জন মানুষের জন্য খাট কেনা লাগবে। যদি সিঙ্গেল মানুষের জন্য হয় তবে সিঙ্গেল খাট কেনাই ভালো। খাটের বিভিন্ন মাপ বিভিন্ন নামে পরিচিত। যেমনঃ সিঙ্গেল খাট ৯২ x ১৮৮ সেন্টিমিটার, লং সিঙ্গেল খাট ৯২ x ২০৩ সেন্টিমিটার, কিং সিঙ্গেল খাট ১০৭ x ২০৩ সেন্টিমিটার, ডাবল খাট ১৩৮ x ১৮৮ সেন্টিমিটার, কুইন খাট ১৫৩ x ২০৩ সেন্টিমিটার, কিং খাট ১৮৩ x ২০৩ সেন্টিমিটার এবং সুপার কিং খাট ২০৩ x ২০৩ সেন্টিমিটার সাইজের হয়ে থাকে। তাই আগে জেনে নিতে হবে লোক সংখ্যা এবং খাটের সাইজের ধরণ কি এ সম্পর্কে।
- অন্যান্য আসবাবপত্রের সাথে সামঞ্জস্যতাঃ ঘরের অন্যসব আসবাবপত্রের উপস্থিতি থাকলে নির্ণয় করতে সঠিক ভাবে এমন একটি মাপ যে মাপের জন্য খাট এবং সকল আসবাবপত্রের মাপের সমসন্বয় নিশ্চিত হয়। কম বেশি হলে ঘরকে অগাছালো মনে হবে এবং ঘরের সৌন্দর্য নষ্ট হবে।
- তৈরির উপাদানঃ খাট কেনার আগে জেনে নিতে হবে খাট কি দিয়ে বানানো হয়েছে। কি কাঠ, কেমন লেদার এবং আনুষঙ্গিক সকল বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। খাটের উপকরণের উপর নির্ভর করে এর টেকসই হওয়ার নিশ্চয়তা। তাই এই জিনিস গুলো জেনে নেয়া খুবই জরুরি। যেমন ভাল মানের কাঠের খাট খুব টেকসই এবং হালকা হবে এবং বিডিতে এগুলো বেশ কম দামে পাওয়া যায়।
- খাটের ডিজাইনঃ খাটের ডিজাইনের উপর নির্ভর করে অনেক গুলো জিনিস। খাটের রঙ, ডিজাইন, কাঠামো এসব বাড়িয়ে তুলে গৃহের সৌন্দর্য। তাই কি রকম ডিজাইন নিতে চাচ্ছেন এবং কোন ডিজাইনটি ঘরের সবকিছুর সাথে মানাবে এ ব্যাপারে আগে থেকেই ডিজাইন নির্বাচন করে রাখুন। যেমন বক্স খাটে অতিরিক্ত ড্রয়ার বানানোর সুবিধা থাকার কারনে অনেকে পছন্দ করে। আর লাক্সারি খাটের ডিজাইন যেকোন ধরনের হতে পারে মর্ডার্ন ডিজাইন, ওল্ড ফ্যাশন ডিজাইন।
- অতিরিক্ত স্পেসঃ খাটে অতিরিক্ত জায়গা রাখা দরকার। খাটে হেলান দিয়ে কোনো বই পড়া অনেকের অভ্যাস এবং ভালো লাগার একটি মাধ্যম। কিন্তু আলাদা জায়গা না থাকার কারণে বই পড়া শেষ হলে আবার উঠে বই রেখে এসে শুতে হয়। কিন্তু অতিরিক্ত কোনো জায়গা রাখলে বই পড়া শেষ হলে অথবা চা-কফি পান করা শেষ হলে সে স্থানে বই বা কাপ রাখা যাবে। তাই খাটের কোনো এক পাশে এরকম অতিরিক্ত জায়গা রাখা খুব উপকারী।
খাট সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
খাটের রঙের ব্যাপারে কি কোনও গ্যারান্টি আছে?
খাটের রঙের ক্ষেত্রে সাধারণত ৮-১০ বছর গ্যারান্টি সরবারহ থাকে। তবে, কালার ভেদে গ্যারান্টির সময় কম বেশি থাকে। তাই খাট কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।
বাংলাদেশের সকল জেলায় কি খাট ডেলিভারী পাওয়া যায়?
বাংলাদেশে প্রায় সকল জেলাতেই খাট ডেলিভারি দেওয়া হয়। তবে, স্থান ভেদে ডেলিভারি চার্জ ভিন্ন হয়ে থাকে। তাই, খাট কেনার ক্ষেত্রে অবশ্যই সেলারের সাথে যোগাযোগ করে নিতে হবে।
প্রয়োজন অনুসারে কি খাট কাস্টমাইজ করা যায়?
বাংলাদেশে রেডিমেট খাট এর পাশাপাশি কাস্টমাইজ খাটও সেরা দামে সরবারহ করে থাকে। আপনি বিডিস্টল এর ফার্নিচারের সেলার থেকে প্রয়োজনীয় সাইজ, কালার এবং ডিজাইনের খাট প্রি-অর্ডার করে নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করতে পারেন।
খাটের রঙ কি পরিবর্তন করা যাবে?
ফার্নিচারের সেলারের সাথে যোগাযোগ করে অবশ্যই খাটের কালার পরিবর্তন করে নিতে পারবেন।