এভি রিসিভার কেনাকাটা
ব্লুটুথ রিসিভার হল এমন এক ধরণের ডিভাইস যা নন-ব্লুটুথ অডিও সিস্টেমে ব্লুটুথ সংযোগ করে থাকে। স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার বা অন্যান্য অডিও ভিডিও স্ট্রিমিং ডিভাইস থেকে ওয়্যারলেসভাবে ব্লুটুথ সিগন্যাল গ্রহণ করে তার সংযোগের মাধ্যমে অডিও বা ভিডিও সিস্টেমে অডিও সংকেত প্রেরণ করে তাকে ব্লুটুথ রিসিভার বলা হয়। ব্লুটুথ বা এভি রিসিভারের মাধ্যমে হোম থিয়েটার সিস্টেমের সাথে সংযোগের মাধ্যমে ডিজিটাল অডিও আউটপুট পাওয়া যায়। সেট আপ এবং ব্যবহার করা সহজ হওয়ার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে ব্লুটুথ অডিও রিসিভার পাওয়া যায়।
বাংলাদেশে কয় ধরণের ব্লুটুথ রিসিভার পাওয়া যায়?
চাহিদা এবং প্রয়োজন অনুসারে ব্লুটুথ রিসিভার বা এভি রিসিভার ধরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাছাড়া ধরন অনুসারে ব্লুটুথ অডিও রিসিভার নিজস্ব বৈশিষ্ট্য এবং সক্ষমতার হয়ে থাকে।
৩.৫ মিমি ব্লুটুথ রিসিভারঃ এই ধরণের ব্লুটুথ অডিও রিসিভার সাধারণ ডিভাইস থেকে নন-ব্লুটুথ অডিও সিস্টেমের সাথে ৩.৫ মিমি অডিও জ্যাকে মাধ্যমে সংযোগ করে অডিও শোনা যায়।
আরসিএ ব্লুটুথ রিসিভারঃ আরসিএ ব্লুটুথ রিসিভার হচ্ছে এমন ডিভাইস যা আরসিএ জ্যাক ব্যবহার করে অডিও সিস্টেমের সাথে সংযুক্ত করে অডিও স্ট্রিমিং করে থাকে।
ব্লুটুথ ট্রান্সমিটার এবং রিসিভারঃ এই ধরণের ব্লুটুথ অডিও রিসিভার দিয়ে বহুমুখী অডিও ডিভাইসের সাথে সংযুক্ত করা যায়। ব্লুটুথ ট্রান্সমিটার এবং রিসিভারে ট্রান্সমিটার এবং রিসিভার একত্রে কাজ করে থাকে। ফলে টিভি বা কম্পিউটারের সাথে ব্লুটুথ স্পিকার বা হেডফোনে অডিও প্রেরণ করতে এবং নন-ব্লুটুথ অডিও সিস্টেমে কাজ করে থাকে৷
ব্লুটুথ অ্যাডাপ্টারঃ ব্লুটুথ অ্যাডাপ্টার হচ্ছে এমন এক ধরণের ডিভাইস যা একটি ইউএসবি পোর্টে প্লাগ ইন করে এবং কম্পিউটার বা অন্য ডিভাইসে ব্লুটুথ সংযোগ করে অডিও শুনতে সহায়তা করে।
এছাড়াও, বিভিন্ন স্পিকারে অন্তর্নির্মিত ব্লুটুথ থাকে ফলে আলাদা ব্লুটুথ রিসিভার ছাড়াই অডিও উপভোগ করা যায়।
ব্লুটুথ রিসিভারের দাম কত?
বর্তমানে বিডিতে ব্লুটুথ রিসিভারের দাম ব্র্যান্ড, ধরণ, টেকনোলোজি ও ফিচারের ভিত্তিতে ৩৫০ টাকা থেকে শুরু হয়। তাছাড়া, এনএফসি পেয়ারিং, উচ্চ পাওয়ার সোর্স এবং ভয়েস কন্ট্রোল যুক্ত ব্লুটুথ অডিও রিসিভারের দাম ২,৪০০ টাকা থেকে শুরু।
কিভাবে ব্লুটুথ রিসিভার কাজ করে?
ব্লুটুথ রিসিভার মূলত ব্লুটুথ সক্ষম ডিভাইস থেকে ওয়্যারলেস ট্রান্সমিশনের মাধ্যমে সংকেত গ্রহণ করে এবং অডিও সিগন্যালে রূপান্তর করে।
- পেয়ারিংঃ ব্লুটুথ রিসিভার ব্যবহার করার জন্য প্রথমত ব্লুটুথ সক্ষম ডিভাইস যেমন স্মার্টফোন বা ট্যাবলেট সাথে পেয়ার করে নিতে হবে। আর এক্ষেত্রে সাধারণত রিসিভার এবং কানেক্টেড ডিভাইস দুটোরই ব্লুটুথ অপশন চালু রাখতে হবে। পরবর্তীতে ব্লুটুথ ডিভাইসের তালিকা থেকে রিসিভার সিলেক্ট করে নিতে হবে।
- ওয়্যারলেস ট্রান্সমিশনঃ ব্লুটুথ রিসিভার ডিভাইসের সাথে যুক্ত হওয়ার পর ডিভাইস থেকে ওয়্যারলেস ব্লুটুথ সংকেত গ্রহণ করবে।
- ডিজিটাল থেকে এনালগ রূপান্তরঃ ব্লুটুথ রিসিভার ডিজিটাল অডিও ডেটাকে এনালগ অডিও সিগন্যালে রূপান্তর করবে যা পরবর্তীতে অডিও সিস্টেম বা স্পিকারের মাধ্যমে শোনা যাবে।
- অডিও আউটপুটঃ অ্যানালগ অডিও সিগন্যাল ৩.৫ মিমি অডিও জ্যাক বা আরসিএ জ্যাক সংযোগের মাধ্যমে অডিও ভিডিও রিসিভার থেকে স্পিকারের মাধ্যমে অডিও শুনতে সহায়তা করবে।
ব্লুটুথ রিসিভার কেনার আগে কি কি দেখতে হবে?
প্রয়োজন অনুযায়ী সর্বোত্তম ব্লুটুথ রিসিভার বাছাই করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা উচিত।
১। সামঞ্জস্যতাঃ ব্লুটুথ রিসিভারটি স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটারের মতো অন্যান্য অডিও ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করতে হবে। পাশাপাশি ডিভাইসের ব্লুটুথ সংস্করণটি এভি রিসিভার সমর্থন করে কিনা নিশ্চিত করতে হবে।
২। পরিসরঃ ব্লুটুথ রিসিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিসর বিবেচনা করা। কারণ এভি রিসিভারটি থেকে অডিও সিস্টেম বা স্পিকার কত দূরে ব্যবহার করা যাবে সেই সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
৩। অডিও কোয়ালিটিঃ ব্লুটুথ রিসিভারের অডিও কোয়ালিটি অবশ্যই চেক করা উচিত। কারণ এটি মিউজিক বা অন্যান্য অডিওর সাউন্ড কোয়ালিটিকে প্রভাবিত করবে। তাই ব্লুটুথ কিংবা এভি রিসিভার কেনার আগে উচ্চ মানের অডিও কোডেক সাপোর্ট করে তা যাচাই করে নেওয়া উচিত।
৪। পাওয়ার সোর্সঃ ব্লুটুথ রিসিভারের সাথে পোর্টেবল কিংবা অন্তর্নির্মিত ব্যাটারি রয়েছে তা যাচাই করে নেওয়া উচিত। বাড়ির বাইরে কিংবা গাড়িতে ব্যবহারের ক্ষেত্রে অন্তর্নির্মিত ব্যাটারি যুক্ত ব্লুটুথ অডিও রিসিভার বাছাই করে নেওয়া উত্তম।
৫। উন্নত প্রযুক্তিঃ এনএফসি পেয়ারিং, একাধিক ডিভাইস পেয়ারিং বা ভয়েস কন্ট্রোল ইত্যাদি উন্নত প্রযুক্তি যুক্ত রয়েছে কিনা তা যাচাই করে নেওয়া উচিত।