বিমানের টিকিট কেনাকাটা
ডোমেস্টিক বিমান দিয়ে দেশের এক স্থান থেকে অন্য স্থানে বা আন্তর্জাতিক বিমান দিয়ে দেশে থেকে বিদেশে যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক বাহন হচ্ছে প্লেন। বিমানে ভ্রমণ করে অল্প সময়ে অনেক দূরে সহজ যাওয়া যায়। আর কিছু জিনিষ লক্ষ্য রাখলে আপনার ভ্রমণ যেমন আনন্দদায়ক হতে পারে তেমনি হতে পারে সাশ্রয়।
১। টিকিট অগ্রিম বুক করুন তাতে আপনার সাশ্রয় হবে
২। বিভিন্ন তারিখের টিকিটের দামের তুলনা করুন
৩। একই গন্তব্যের জন্য বিভিন্ন এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম দেখুন
৪। টিকিট কনফার্ম করা হলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন তারিখ, সময়, বিমান নম্বর এবং সিট নাম্বার
৫। এয়ারলাইন্স সিলেক্ট করার আগে জেনে নিন কত কেজি মাল বহন করতে পারবেন। অনেক সময় অফার থাকে কিন্তু লাগেজের ক্ষেত্রে কিছু বিধিনিষেদ থাকে
৬। টিকিট বা তারিখ পরিবর্তন করতে হলে চার্জ জেনে নিন
৭। যেকোন সমস্যার জন্য সংশ্লিষ্ট এজেন্সির সাথে যোগাযোগ করুন
৮। নগদ অর্থ দিয়ে টিকিট কিনলে একটা ক্যাশ মেমো নিয়ে নিন
বাংলাদেশে কত ধরণের এয়ার টিকেটের সুবিধা পাওয়া যায়?
বাংলাদেশে দুই ধরণের এয়ার টিকেটের সুবিধা রয়েছে। এগুলো হলোঃ
- ডমেস্টিক এয়ার টিকেট
- আন্তর্জাতিক এয়ার টিকেট
ডমেস্টিক এয়ার টিকেটঃ ডমেস্টিক এয়ার টিকেট বাংলাদেশের ভিতরে বিভিন্ন স্থানে যাওয়া যাবে।
আন্তর্জাতিক এয়ার টিকেটঃ আন্তর্জাতিক এয়ার টিকেট দিয়ে বাংলাদেশের বাইরে যাওয়া যাবে।
বাংলাদেশে এয়ার টিকেটের দাম কত?
বিমানের টিকেট এর দাম বাংলাদেশে নির্ধারিত হয় আপনি কোথায় যাবেন সে স্থানের উপর ভিত্তি করে। বাংলাদেশের অভ্যন্তরে কোনো স্থানে যেতে চাইলে ডোমেস্টিক বিমানের টিকেট এর দাম বেশ সস্তা এবং মোটামুটি ৪,০০০ টাকার মধ্যে যাতায়ত করতে পারবেন। আর বাংলাদেশের বাইরে যেতে চাইলে আন্তর্জাতিক বিমানের টিকেট এর দাম বিভিন্ন দেশ অনুযায়ী নির্ধারিত হবে। এছাড়াও, আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে কোন এয়ার লাইনসে যেতে চাচ্ছেন, কোন ক্লাস (ইকোনোমি নাকি বিজনেস), কোন সময় ভ্রমন করবেন আর কি কি সুবিধা পেতে চাচ্ছেন বিমানে সেগুলোর উপর ভিত্তি করে বাংলাদেশে বিমান টিকেট মূল্য ২০২৩ নির্ধারিত হয়।
কোন এয়ারলাইন্সের টিকেট কেনা ভাল?
বাংলাদেশে অনেক এয়ারলাইন্স আছে যারা আন্তর্জাতিক বা দেশে ভ্রমণে বিশেষ সুবিধা প্রদান করে থাকে। আপনি যে এয়ারলাইন্সেরই টিকেট কিনেন না কেন আগে বিবেচনা করে নিতে হবে নিচের কয়েকটি জিনিসঃ
- আপনার যাত্রার নির্ধারিত সময়ে বিভিন্ন এয়ারলাইন্সের অফার চেক করুন।
- পছন্দের এয়ারলাইন্সের বিমানে কি কি সুযোগ সুবিধা আছে সেটি যাচাই করে টিকেট কিনতে হবে।
- গন্তব্য অনুযায়ী সঠিক এয়ারপোর্টে বিমান যাবে কি না সেটি যাচাই করে টিকেট কিনতে হবে।
- প্রাইভেসি সুবিধা ভাল এমন এয়ারলাইন্সকে বেশি অগ্রাধিকার দিতে হবে।
বস্তুত বাংলাদেশের সকল এয়ারলাইন্সের সেবা প্রশংসনীয়। তবে আপনি যে এয়ারলাইন্সের টিকেট কিনেন না কেন উপরোক্ত বিষয় গুলো জেনে টিকেট কেনা উত্তম।