bdstall.com

থ্রীএম এন৯৫ মাস্ক এর দাম

আইটেম ১-৪ এর ৪

থ্রীএম ফেস মাস্ক কেনাকাটা

বাহিরের ধুলোবালি থেকে রক্ষা করার জন্য বর্তমান সময়ে সবচেয়ে উপযোগী মাস্ক হচ্ছে এন ৯৫ মাস্ক। ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকণা পরিশোধনের জন্য মার্কিন সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এন-৯৫ মাস্ক সর্বপ্রথম তৈরি করে। সাধারণ আর্থে ৯৫ হচ্ছে বায়ুতে থাকা ধুলোবালির কণা ৯৫% পরিশোধন করতে পারে। এন ৯৫ মাস্কের মধ্যে একটি রেস্পিরেটর থাকে যা বাহিরের অক্সিজেনকে ফিল্টার করে থাকে এজন্য এই মাস্কে এন ৯৫ রেস্পিরেটরও বলা হয়।

এন ৯৫ মাস্ক তৈরি করার জন্য প্রধান উপাদান হিসেবে থাকে অতি সূক্ষ সিনথেটিক পলিমার বা পলিপ্রোপিলিন ফেব্রিক। এই ধরণের কাচামাল সাধারণত উচ্চ তাপমাত্রায় গলিয়ে বিষাক্ত উপাদান দূর করে ফাইবারের সিনথেটিক পলিমার তৈরি করা হয়। পরবর্তিতে এই সিনথেটিক পলিমারের জাল দিয়ে বিভিন্ন স্তরের মাস্ক তৈরি করা হয়।

এন ৯৫ মাস্ক সাধারণত মেডিকেলে অথবা বাইরের জীবাণুযুক্ত ধুলোবালি থেকে রক্ষার জন্য উপযুক্ত। এই ধরণের মাস্ক টাইট ফিটিং করে ব্যবহার করতে হয় তবে ব্যবহারের সময় অবশ্যই লক্ষ্য রাখতে যেন মাস্ক ঠিলে না হয়ে যায়। তাই মাস্ক ব্যবহারের আগে সঠিক মডেল, রেসপিরেটরের আকার ও টাইট ফিটিং দেখে নিতে হবে। বিশেষ করে যাদের শ্বাস-কষ্টের মত সমস্যা আছে তাদের এন ৯৫ মাস্ক ব্যবহার না করাই উত্তম।

এন৯৫ রেসপাইরেটরি মাস্ক হল মার্কিন স্ট্যান্ডার্ড এবং কেএন-৯৫ রেসপাইরেটরি মাস্ক হল চীনা স্ট্যান্ডার্ড