মিডিয়া এসি কেনাকাটা
গত কয়েক বছর ধরে মিডিয়া বাংলাদেশে অন্যতম জনপ্রিয় একটি ইলেট্রনিক্স ব্র্যান্ডে পরিনত হয়েছে এবং সাশ্রয়ী দাম ও সহজলভ্য হওয়ার কারণে মিডিয়া ব্র্যান্ডের এসি হলো হল অন্যতম জনপ্রিয়। নিচে মিডিয়া এসির কিছু বিশেষত্ব দেয়া হলো:
১। মিডিয়া এসিগুলো খুব দ্রুত রুম ঠান্ডা করতে পারে। কারণ এটিতে প্রশস্ত ব্লোয়ার রয়েছে যা অনেক পরিমাণে শীতল বাতাস বের করে দেয় একসাথে ফলে তাপমাত্রা অনুকূলে থাকে।
২। মিডিয়া এসির কম্প্রেসর খুবই আধুনিক হওয়ায় অনেক কম শব্দ করে এবং কনডেন্সার বাইরের দিকে অবস্থিত হওয়ায় খুব সুন্দরভাবে তাপ বের করে দিয়ে রুমকে দীর্ঘক্ষন শীতল রাখতে পারে।
৩। মেডিয়া স্প্লিট এসি স্থাপন করার ক্ষেত্রে অতিরিক্ত জানালা বা জায়গার প্রয়োজন হয় না, যেকোনো দেয়ালে খুব সহজেই স্প্লিট এসি স্থাপন করা যায়। মজবুত ম্যাটেরিয়াল দিয়ে বডি তৈরী হওয়ায় দীর্ঘদিন সহজেই চলতে পারে। এসির ব্লেড, ফ্যান ইত্যাদি যন্ত্রাংশ খুবই উন্নত মানের হওয়ায় অনেকদিন ধরে চলে।
৪। মিডিয়া এসি শরীরের জন্য খুব ভাল বিশেষ করে এতে শ্বাসজনিত ও এলার্জি জনিত সমস্যা হয় না। এই এসি সম্পূর্ণ ঘরজুড়ে সমান ভাবে ঠান্ডা বাতাস প্রদান করতে পারে এবং খুব অল্প সময়ে ঠান্ডা বাতাস প্রবাহের ক্ষমতা রাখে। মিডিয়া এসি অন্যন্য এসির তুলনায় দামে কম বিধায় সকলের পক্ষে ব্যবহার করা সহজ।
বাংলাদেশে মিডিয়া ব্রান্ডের এসির দাম কত?
বাংলাদেশে মিডিয়া এসিগুলো খুব সুলভমূল্যে পাওয়া যায় এবং মিডিয়া এসির বর্তমান দাম ২৭,০০০ টাকা হতে শুরু যেটি নন-ইনভার্টার টেকনোলজির কম্প্রেসর ব্যবহার করে এবং ১০০ থেকে ১২০ ফুট পর্যন্ত সুন্দর ঠান্ডা করতে পারে। এসির সাথে রিমোট এবং অন্যান্য কিছু জিনিষ থাকে। তবে এসির দাম নির্ভর করে এর কুলিং টেকনোলজি, বিটিউ, মডেল এবং এসির টাইপের উপর। যেমন উইন্ডো মিডিয়া এসির দাম তুলনামূলক কম আর দ্রুত ঠান্ডা হয় তবে স্প্লিট টাইপ বেশি জনপ্রিয়।
বাংলাদেশে ১.৫ টন মিডিয়া ব্রান্ডের এসির দাম কত?
১৫০-১৭০ স্কয়ারফিট রুমের জন্য ১.৫ টন মিডিয়া এসির দাম বাংলাদেশে মাত্র ৩৪,০০০ টাকা এবং এটি নন-ইনভার্টার। মিডিয়া এসিতে অনেক উন্নত প্রযুক্তি ব্যাবহৃত হওয়ায় খুব কম বিদ্যুৎ খরচ হয়। ১.৫ টন মিডিয়া ইনভার্টার এসির দাম আরো বেশি হবে প্রায় ৪৪,০০০ টাকা। তবে এটি অনেক বিদ্যুৎ সাশ্রয়ী যা বাংলাদেশের জন্য ভাল।
বিডিতে ২ টন মেডিয়া ব্রান্ডের এসির দাম কত?
২-টন মিডিয়া এসি ২০০ স্কয়ারফিট বা তারচেয়ে বেশি বড় জায়গাকে শীতল করতে পারে যার দাম বিডিতে প্রায় ৪৩,০০০ টাকা থেকে শুরু করে ৭০,০০০ টাকা পর্যন্ত। দাম এর কুলিং টেকনোলজির নির্ভর করে যেমন যেমন ইনভার্টার আর নন-ইনভার্টার। এটিতে কুইক কুলিং থাকে তাই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়।
মিডিয়া ইনভার্টার এসিতে কত বিল সাশ্রয় হতে পারে?
মিডিয়া ইনভার্টার এসিতে ৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে। তবে এটি কিছুটা নির্ভর করে আবহাওয়ার উপর। আর রুমের দরজা ঘন ঘন খোলা হলে সাশ্রয় কিছুটা কম হবে। এর কম্প্রেসরের রোটেশন হল ভেরিয়েবল রোটেশন তাই ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর কম চলবে এর বিল কম আসবে। তবে বেশিক্ষন একটানা চালালে মিডিয়া ইনভার্টার এসি বিদ্যুৎ সাশ্রয়ী।
মিডিয়া এসিতে ফলো-মি বাটন কি?
এটি মিডিয়া এসির একটি সুন্দর ফিচার যেটি রিমোর্ট কন্ট্রোলে থাকে এবং এটি রুমের টেম্পারেচার কত তা দেখায় তাতে রুম কত দ্রুত ঠান্ডা হচ্ছে তা দেখা যায়।