ইনভার্টার Ac কেনাকাটা
ইনভার্টার এসি বর্তমানে প্রযুক্তিগত দিক থেকে সেরা এয়ার কন্ডিশনার। ইনভার্টার এয়ার কন্ডিশনার একবার চালু করে বার বার বন্ধ করার প্রয়োজন হয় না। কারণ ইনভার্টার এসি প্রয়োজন অনুযায়ী রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং রুমের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেশারের গতি নিয়ন্ত্রণ করতে পারে। এবং, এই বিশেষ ধরনের টেকনোলজির কারনে ইনভার্টার এসি বিদ্যুত সাশ্রয়ী হয়ে থাকে।
ইনভার্টার এসির সুবিধা
- ইনভার্টার এয়ার কন্ডিশনারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এসির কম্প্রেসার মোটর প্রয়োজনমত গতি পরিবর্তন করতে পারে
- ঘরের তাপমাত্রার উপর নির্ভর করে এয়ার কন্ডিশনারের সেন্সর কম্প্রেসারকে সরাসরি বন্ধ না করে গতি পরিবর্তন করে ধীর গতিতে সচল রাখে
- ইনভার্টার এসি শতকরা ৩০-৬০ ভাগ বিদ্যুত খরচ সাশ্রয় করতে পারে
- ইনভার্টার এসি তুলনামূলক দ্রুত রুমকে শীতল ও গরম করতে পারে
- বেশিরভাগ ইনভার্টার এসিতে আন্টি-ব্যাকটেরিয়াল ওয়াসএবল ফিল্টার থাকে
- ইনভার্টার এসি তুলনামূলক কম নয়েজ উৎপন্ন করে
ইনভার্টার এসি বনাম নন ইনভার্টার এসি
বর্তমানে বাংলাদেশে ক্ষেত্র বিশেষে ইনভার্টার ও নন-ইনভার্টার উভয় এসির ব্যবহার লক্ষনীয়। ইনভার্টার ও নন-ইনভার্টার এসির পার্থক্য সম্পর্কে আলোচনা করা হলঃ
- নন-ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার এসি অধিক বিদ্যুত সাশ্রয়ী
- বাসা-বাড়ির জন্য ইনভার্টার এসি উপযুক্ত অন্যদিকে অফিসের মিটিং রুম, ক্লাসরুম, এবং জনসমাবেশপূর্ণ যায়গার জন্য নন-ইনভার্টার এসি উপযুক্ত
- ইনভার্টার এসিতে নন-ইনভার্টার এসির তুলনায় উন্নত মানের টেকনোলজি রয়েছে
- তবে, নন-ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার এসির দাম তুলনামূলক বেশি
বাংলাদেশে ইনভার্টার এসির দাম কত?
বিডিতে প্রায় সকল ব্র্যান্ডের ইনভার্টার এসি পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে ইনভার্টার এসির দাম ইনভার্টার এসির ব্র্যান্ড, এসি টন ক্যাপাসিটি, ও সিংগেল বা ডুয়েল ইনভার্টার টেকনোলজির ভিত্তিতে সর্বনিম্ন ৩৬,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৮০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে, ১২০-১৫০ স্কয়ার ফুট আয়তনের ঘরের জন্য ইনভার্টার ১.৫ টন এসি ব্যবহার করা উচিত যার বর্তমান বাজার মূল্য ৭০,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা।