এয়ার বেড কেনাকাটা
এয়ার বেড হল এমন একটি বিছানা যা সহজেই যেকোনো জায়গায় ছোট্ট একটি ব্যাগে করে নিয়ে যাওয়া যায় এবং যখন ইচ্ছে তখন অস্থায়ী বেডে রূপান্তর করা যায়। এয়ার বেড সাধারণত ভেলভেট ফেব্রিক ও রেক্সিন উপাদান দিয়ে তৈরি করা হয় যা খুব সহজেই ভাঁজ করে রাখা যায় এবং যখন প্রয়োজন হয় ইলেকট্রিক মোটর ব্যবহার করে বাতাসে মাধ্যমে ফুলিয়ে বেড আকারে ব্যবহার করা যায়। এখন অনেক হাসপাতালেও এয়ার বেডের ব্যবহার দেখা যায় সেগুলো মেডিকেল এয়ার বেড নামে পরিচিত।
এয়ার বেড কেনার আগে কি কি দেখতে হবে?
এয়ার বেড কেনার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখতে হবে যেমনঃ
ডিউরা বিমঃ এয়ার বেডের উপর বসলে ও শুয়ে পড়লে ডিউরা বিম ফেব্রিক টেকনোলজি বেডটিকে উঁচুনিচু হওয়া থেকে রোধ করে। তাই, ডিউরা বিম আছে এমন এয়ার বেড কেনা যেতে পারে।
ওজন ক্যাপাসিটিঃ সকল এয়ার বেডের ওজন ধারন ক্ষমতা সমান হয় না। গঠন গত দিক থেকে সব এয়ার বেডের ধারন ক্ষমতা ভিন্ন হয়ে থাকে। তাই, অবশ্যই প্রয়োজনীয়তার অনুসারে ওজন ধারন ক্ষমতা দেখে এয়ার বেড কিনতে হবে।
ছিদ্রঃ এছাড়াও, এয়ার বেডে কোন ফুটো আছে কিনা চেক করে নিতে হবে। কারণ, এয়ার বেড বাতাসের কারণে ফুলে থাকে। যদি অতি ক্ষুদ্র ফুটোও থাকে তাহলে বাতাস বেরিয়ে যাবে। এবং বর্তমানে সকল এয়ার বেডের সাথে এক্সটার্নাল ইলেক্ট্রিক পাম্প মেশিন থাকে সেটা চেক করে নিতে হবে।
এয়ার বেড কেন ব্যবহার করব?
এয়ার বেডের ভিতরে বাতাস থাকে বিধায় তুলনামূলক খুবি আরামদায়ক।
যদি শক্ত বিছানায় ঘুমাতে সমস্যা হয় তাহলে এয়ার বেড ব্যবহার করা যেতে পারে। এয়ার বেড খুবি হালকা হয়ে থাকে ফলে যেখানে ইচ্ছে সেখানে সেট করা যায়। আবার, যেকোন ট্যুরে বা ফরেস্ট ক্যাম্পিঙ্গে এয়ার বেড সাথে করে নিয়ে যাওয়া যায়। এছাড়াও শয্যাশায়ী রোগীরা যাদের খাটে উঠতে ও নামতে সমস্যা হয় তাদের জন্য এয়ার বেড উপযুক্ত। তবে, অনেকে জায়গার স্বল্পতার কারণে এয়ার বেড ব্যবহার করে থাকে।
বাংলাদেশে কোন সাইজের এয়ার বেড পাওয়া যায়?
বাংলাদেশে বিভিন্ন সাইজের এয়ার বেড পাওয়া যায়। এক্সবর্তমানে দুইটি সাইজের এয়ার বেড বেশি জনপ্রিয়।
সিঙ্গেল এয়ার বেডঃ সিঙ্গেল এয়ার বেড সাধারণত একজন মানুষের জন্য উপযুক্ত। এই সাইজের বেড গুলো ৬.২৫ x ৩.২৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। এবং সিঙ্গেল বেড গুলো ১৪০ কেজি পর্যন্ত ওজন নিতে পারে।
ডাবল এয়ার বেডঃ ডাবল এয়ার বেড গুলো দুইজন মানুষের জন্য উপযুক্ত। এই বেড গুলোর সাইজ ৪.২৫ x ৬.২৫ ফুট থেকে ৬ x ৬.৬৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। ডাবল বেড গুলো ২৭০ কেজি থেকে ২৮০ কেজি পর্যন্ত ওজন নিতে পারে।
এছাড়াও বাংলাদেশে বিভিন্ন সাইজের এয়ার বেড পাওয়া যায়। আবার, অনেক এয়ার বেড আছে যেগুলো ভাঁজ করে সোফা হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু সেগুলো এয়ার সোফা নামে পরিচিত।
বাংলাদেশে এয়ার বেডের দাম কত?
বাংলাদেশে এয়ার বেডের সাইজ ও সাথে থাকা ইলেকট্রিক মোটরের উপর ভিত্তি করে এটির দাম নির্ধারণ করা হয়। বর্তমানে বাংলাদেশে এয়ার বেডের দাম ২,০০০ টাকা থেকে ৩,০০০ টাকার মধ্যে হয়ে থাকে যেগুলো হল সিঙ্গেল এয়ার বেড। আবার, ডাবল এয়ার বেড গুলো ৩,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকার মধ্যে পাওয়া যায়।